iBAS++ EID UL Azha Bonus Bill submission । সরকারি কর্মচারীদের বোনাস বিল দাখিল করা যাচ্ছে
চলতি অর্থ বছর ২০২৩-২৪ ঈদ UL AZHA উৎসব ভাতার বিল দাখিল করা যাচ্ছে – বোনাস বিল দাখিলে বাজেট থাকা আবশ্যক
ঈদ উল ফিতর উৎসব ভাতার বিল – From last 2 Two are submitting Festival staff bill. ibas++ has made easy to submit or making festival bill submission easy and one click Process. Pay bill and Festival submission is now very easy.
উৎসব ভাতার বিল আইবাসে সাবমিট করার পর ডিডিও মাধ্যমে সাবমিট করতে হবে কিনা? না। এটি এসডিও কর্তৃক সরাসরি হিসাবরক্ষণ অফিসে দাখিল হয়। তবে ডিডিও আইডি’র বাজেটে হিট করে তাই বাজেট থাকা আবশ্যক। উৎসব ভাতা কোড ৩১১১৩২৫ তে পর্যাপ্ত বাজেট না থাকলে বিল দাখিল করা যাবে না।
সরকারি কর্মচারীদের বিল দাখিল করতে গিয়ে দেখা যাচ্ছে বিল এন্ট্রিতে কোন কর্মচারীর নাম দেখাচ্ছে না। আবার কারও ক্ষেত্রে ২ বা ৪ জন কর্মচারীর নাম আসছে। এটি মূলত হচ্ছিল আইবাস++ অ্যালগরিদম আপডেটের কারণে পরবর্তীতে ঠিক হয়ে গিয়ে আশা করছি সবারই। অপেক্ষা করুন ঠিক হয়ে যাবে।
উৎসব ভাতার বিল দাখিল / ঈদ উৎসব ভাতার বিল দাখিলে কর্মচারীদের নাম দেখাচ্ছে না?
You can Submit your bill by ibas++ using budget execution module. DDO will Submit festival bill on be half of Staff Festival Bill.
Caption: EID UL Azha (APRIL-2024) is now open to submit staff or officer’s Festival bill.
Festival Bill Submission । আইবাস++ হতে যেভাবে উৎসব ভাতার বিল দাখিল করবেন
- আইবাস++ ডিডিও আইডি পাসওয়ার্ড দিলে লগিন করে Budget Execution এ গিয়ে ফের Budget Execution
- online Pay bill
- Staff Festival Pay bill Entry তে গিয়ে Festival Fiscal Year সিলেক্ট করতে হবে।
- Festival Type,
- DDO সিলেক্ট
- Employee Type>Bill Group সিলেক্ট করে GO ক্লিক করলেই মুসলিম কর্মচারীদের মূল বেতন বোনাস আকারে দেখাবে এবং
- পার্শ্বে Select All ক্লিক করে সকল Employee Select করে নিচের Save ক্লিক করলেই বিল এন্ট্রির কাজ সম্পন্ন হয়ে যাবে।
- পরবর্তীতে Employee Pay bill Submission এ গিয়ে বিল Submit সম্পন্ন করতে হবে।
সরকারি কর্মচারীদের উৎসব ভাতার বিল প্রিন্ট করে কিভাবে?
যেভাবে বেতন বিল প্রিন্ট করতে হয় ঠিক একই ভাবে টোকেন নম্বর কপি করে নিয়ে উৎসব ভাতা বা বোনাস বিল প্রিন্ট করতে হবে। উৎসব ভাতার প্রিন্ট করার জন্য আলাদা কোন অপশন নেই। উৎসব ভাতার ক্ষেত্রে Summary bill Print করা যায়। Details Bill প্রিন্ট হয় না। এছাড়াও সামারিতে কোন টোকেন নম্বর, অফিসের নাম ইত্যাদি আসে না। এগুলো হাতে লিখে দিতে হবে। খেয়াল করে টোকেন নম্বরও হাতে লিখে দিতে হবে। আইবাস++ আপডেট হলে সামনে অবশ্যই এ সমস্যা থাকবে না।
IBAS++ EID UL Azha Bill Submission 2024 । উৎসব ভাতা (ঈদ বোনাস) দাখিল করা যাচ্ছে