Soanli e wallet Money Withdraw by QR Code 2023 । অন্যের স্মাটফোন নিয়ে গেলে ক্যাশ আউট করতে পাবে?
ই-ওয়ালেট একটি মোবাইল ব্যাংকিং পদ্ধতি যা গ্রাহক ডিজিটালি পেমেন্ট বা অর্থ উত্তোলনে ব্যবহার করতে পারে – Soanli e wallet Money Withdraw by QR Code 2023
পরিবারের কারও স্মার্টফোন নিয়ে ব্যাংকে গেলে টাকা দিবে? – ভবিষ্যতে দিবে কারণ এটি বিকাশ বা নগদ একাউন্টের মতই একটি ওয়ালেট। যখন এজেন্ট পয়েন্ট থেকে টাকা উত্তোলন করার সুযোগ আসবে তখন দিবে। বর্তমানে ব্যাংক হিসাবের নিরাপত্তাজনিত কারণে যার একাউন্ট তাকে ছাড়া ই ওয়ালেটের টাকা দিচ্ছে না। তাই যিনি ই ওয়ালেট থেকে কিউআর কোড স্কান করে টাকা উঠাতে চান তাকেই যেতে হবে। Sonali Bank e wallet । সোনালী ব্যাংক ই ওয়ালেট দিয়ে কি কি করা যায়?
ডেবিট কার্ডের মত ব্যবহার করা যাবে না? না। আপনার ব্যাংক হিসাব থাকলে ই ওয়ালেট থেকে অন্য ই ওয়ালেটে টাকা ট্রান্সফার করে নিতে পারবেন ইনস্ট্যান্টলি। আপনি অন্যের ই-ওয়ালেট নিয়ে কেন ব্যাংকে টাকা তুলতে যাবেন? এটি অবশ্যই ঠিক হয়না তা সে আপনার পরিবার হলেও। সংশ্লিষ্ট ওয়ালেট থেকে আপনার ওয়ালেটে অর্থ ট্রান্সফার করে নিন। সোনালী ই ওয়ালেট টু সোনালী ই ওয়ালেট টাকা ট্রান্সফার ফ্রি তাই আপনার নিজ ওয়ালেটে টাকা নিয়েই ব্যাংক থেকে তুলতে পারবেন।
QR Code স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন কি? হ্যাঁ। ওয়ালেট আপনার না হলেও আপনি পিন জানা থাকলে অন্যের ওয়ালেট ব্যবহার করে মুদী দোকানী বা যে কোন মার্চেন্টকে পেমেন্ট করতে পারবেন। এজন্য ব্যাংকের মত কড়াকড়ি আরোপ করা থাকে না। সোনালী ই ওয়ালেট ২০২৩ । প্রবাসীরা বিদেশে বসেই ব্যাংকিং লেনদেন করতে পারবেন
নগদ টাকা থেকে ব্যাংক এখন ক্যাশলেস ট্রানজেকশনে উৎসাহিত করছে / কার্ড বা চেক ছাড়াই সোনালী ব্যাংকে অ্যাপ ব্যবহার করে টাকা উত্তোলন করা যায়
বর্তমানে আপনি সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন কিউআর কোড ব্যবহার করে।
Caption: Sonali Bank E wallet QR Code Payment
ট্রানজেকশন টোকেন নম্বর । কিভাবে টাকা উত্তোলন করবেন
- সোনালী ই-ওয়ালেট অ্যাপ্স মোবাইল এ ইন্সটল থাকতে হবে।
- সোনালী ব্যাংকের যে কোন শাখায় QR code টানিয়ে রাখা আছে।
- সোনালী ই-ওয়ালেট অ্যাপ্স এর মাধ্যমে আগে অ্যাড মানি ফিচার ব্যবহার ই-ওয়ালেট এ টাকা নিয়ে আসুন অর্থাৎ ব্যাংক থেকে ই ওয়ালেট এ টাকা ট্রান্সফার করে আনতে হবে।
- এখন QR code স্কান করে ক্যাশ আউট করুন।
- ক্যাশ সেকশনে বলুন টাকার পরিমান, মোবাইল নাম্বার, প্রয়োজনে টোকেন নম্বর জিজ্ঞেস করতে পারে।
- ক্যাশ সেকশন থেকে আপনার অর্থ বা নগদ টাকা গ্রহন করুন।
- খুবই সহজ ব্যাপার।
নিজে গিয়েই কি টাকা তুলতে হবে?
হ্যাঁ। Basically আমরা যার একাউন্ট তিনি তার নিজের মোবাইল নম্বরটি নিয়ে আসলেই ই- ওয়ালেটে পেমেন্ট দিচ্ছে। এটা নিরাপত্তার স্বার্থেই মূলত দেয়া হচ্ছে যদিও এটি ব্যাংক হিসাব থেকে নয় ই ওয়ালেট থেকে টাকা উত্তোলন। ই ওয়ালেট থেকে টাকা উত্তোলন করতে হলে ই ওয়ালেটে পর্যাপ্ত পরিমানে টাকা থাকতে হবে।ব্যাংক হিসাব হতে ই ওয়ালেটে টাকা এনে উত্তোলন করতে হবে। একজন অন্যের মোবাইল নিয়ে এসে টাকা তুলতেই পারে এতে একাউন্টধারীর সম্মতি নাও থাকতে পারে তাই নিজ ছাড়া পেমেন্ট দিচ্ছে না।
সোনালী ব্যাংক চেক ও কার্ড ছাড়া টাকা উত্তোলন ২০২৩ । ই – ওয়ালেট QR কোড ব্যবহার করে টাকা উঠানোর নিয়ম
Thank you very much for uploading class useful and quality content. Good luck material for you with likes and full races