Sonali Bank New Schedule of Charges 2025 । অন্য ব্রাঞ্চে টাকা জমা বা উত্তোলনে কোন প্রকার চার্জ কাটে না?
অন্য ব্রাঞ্চে লেনদেন করলে কোন চার্জ কাটবে না এমন নয় – নতুন নিয়ম অনুসারে ৬মাসের মধ্যে ১২টি লেনদেন অন্য ব্যাংকে ফ্রি করতে পারবেন অন্যথায় চার্জ কাটবে –Sonali Bank New Schedule of Charges 2025
সঞ্চয়ী হিসাব খুলতে কত টাকা লাগে? হিসাব খোলা(Account Opening) সঞ্চয়ী হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকগণ ৫০০/- টাকা এবং চলতি হিসাব খোলার ক্ষেত্রে ১,০০০/-টাকা জমাকরণপূর্বক নিজ নিজ নামে ব্যাংক হিসাব খুলতে পারবেন। তবে, বিশেষ সুবিধাপ্রাপ্ত হিসাব খোলার ক্ষেত্রে ন্যূনতম জমার বাধ্যবাধকতা হতে অব্যাহতিপ্রাপ্ত থাকবে।
সোনালী ব্যাংকে হিসাব থাকলে কত টাকা কাটে? সঞ্চয়ী হিসাবঃ ১০,০০০/- টাকা পর্যন্ত গড় আমানত স্থিতির ক্ষেত্রে হিসাব রক্ষণাবেক্ষণ ফি আদায় করা যাবে না । ১০,০০০/- টাকার অধিক গড় আমানত স্থিতির ক্ষেত্রে প্রতি ষান্মাসিকে নিম্নবর্ণিত হারে হিসাব রক্ষণাবেক্ষণ ফি আদায় করা যাবে:
i). ১০,০০০/- টাকার অধিক কিন্তু ২৫,০০০/- টাকা পর্যন্ত গড় আমানত স্থিতির ক্ষেত্রে সর্বোচ্চ ১০০/- টাকা; ii). ২৫,০০০/- টাকার অধিক কিন্তু ২.০০ লক্ষ টাকা পর্যন্ত গড় আমানত স্থিতির ক্ষেত্রে সর্বোচ্চ ২০০/- টাকা। iii). ২.০০ লক্ষ টাকার অধিক কিন্তু ১০.০০ লক্ষ টাকা পর্যন্ত গড় আমানত স্থিতির ক্ষেত্রে সর্বোচ্চ ২৫০/- টাকা; iv). ১০.০০ লক্ষ টাকার অধিক গড় আমানত স্থিতির ক্ষেত্রে সর্বোচ্চ ৩০০/- টাকা। চলতি হিসাবে প্রতি ষাণ্মাসিকে সর্বোচ্চ ৩০০/-টাকা ও Special Notice Deposit (SND) হিসাবে সর্বোচ্চ ৫০০/-টাকা আদায় করা যাবে।
সোনালী ব্যাংক লেনদেনে অনলাইন চার্জ ২০২৫ / ষান্মাসিক বা ছয় মাসের মধ্যে সর্বোচ্চ ১২টি লেনদেন ফ্রি পাওয়া যাবে
৬ মাসের মধ্যে ১২টির বেশি অর্থাৎ ১৩টি লেনদেন করলেও ১০০ টাকা চার্জ কাটবে ৩০টি লেনদেন পর্যন্ত যা একাউন্ট হতে অটো কাটবে এবং আলাদা কোন অর্থ ম্যানুয়ালী পে করতে হবে না
Caption: Sonali Bank Schedule of Charge 2025
সোনালী ব্যাংক পিএলসি এর হিসাবধারী গ্রাহকের জন্য Online (CBS to CBS) লেনদেনের ক্ষেত্রে অন্য শাখার হিসাব অর্থাৎ Responding Account থেকে নিম্নোক্ত হারে ষান্মাসিক ভিত্তিতে CBS এর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে সার্ভিস চার্জ কর্তন করতে হবে
- ০১-১২টি লেনদেন ফ্রি তে করা যাবে ৬ মাস ভিত্তিতে।
- ১৩-৩০টি লেনদেনের ক্ষেত্রে ১০০.০০ টাকা চার্জ কাটবে ৬ মাস ভিত্তিতে।
- ৩১-৫০টি লেনদেনের ক্ষেত্রে ১৫০.০০ টাকা চার্জ কাটবে ৬ মাস ভিত্তিতে।
- ৫১টি ও তদুর্দ্ধ লেনদেনের ক্ষেত্রে ২০০.০০ টাকা চার্জ কাটবে ৬ মাস ভিত্তিতে।
ব্যাংক হিসাব ক্লোজ করলে কত চার্জ কাটে?
Account Closing Fee বা হিসাব বন্ধকরণের ক্ষেত্রে হিসাব বন্ধকরণ চার্জ হিসেবে সঞ্চয়ী হিসাবে সর্বোচ্চ ২০০/- টাকা।চলতি হিসাবে সর্বোচ্চ ৩০০/- টাকা এবং এসএনডি হিসাবে সর্বোচ্চ ৩০০/- টাকা আদায় করা যাবে। তবে, বিশেষ সুবিধাপ্রাপ্ত হিসাবসমূহে হিসাব বন্ধকরণ বাবদ কোন ফি আদায় করা যাবে না । বিভিন্ন ধরনের হিসাবের বিপরীতে চেক বই ইস্যুর ক্ষেত্রে প্রকৃত খরচের ভিত্তিতে (At actual) চার্জ নির্ধারণ করতে হবে। চেক বই হারানোর ক্ষেত্রে নতুন চেক বই ইস্যু বাবদ প্রকৃত খরচ ব্যতীত অতিরিক্ত চার্জ/প্রসেসিং ফি আদায় করা যাবে না। বিভিন্ন ধরনের সঞ্চয়ী ও চলতি হিসাবে আরোপিত ন্যূনতম ব্যালেন্স ফি, ইনসিডেন্টাল চার্জ,লেজার ফি, সার্ভিস চার্জ, কাউন্টার ট্রানজেকশন ফি বা অনুরুপ ফি আদায় করা যাবে না।
ব্যাংক হিসাব স্থানান্তর করতে কি কোন চার্জ কাটে? হ্যাঁ। একই ব্যাংকের অন্য শাখায় হিসাব স্থানান্তরের ক্ষেত্রে একই জেলায় সর্বোচ্চ ৫০/- টাকা এবং অন্য জেলায় সর্বোচ্চ ১০০/- টাকা ফি আদায় করা যাবে। Activation of Dormant Account বিভিন্ন ধরনের সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে Activation of Dormant Account বাবদ কোন চার্জ/ফি আদায় করা যাবে না । বিভিন্ন মাসিক সঞ্চয়ী হিসাব (ডিপোজিট পেনশন স্কীম) বা এফডিআর বা অন্য কোন মেয়াদী আমানত মেয়াদপূর্তির পূর্বে নগদায়নের ক্ষেত্রে নগদায়ন ফি (Premature Encashment Fee) বা অনুরুপ ফি আরোপ করা যাবে না।