Sonali e-Wallet টিতে যে সকল সেবা সমূহ পাবেন।
সোনালী ব্যাংক লি: তাদের গ্রাহকদের জন্য সোনালী ই সেবা প্রকাশের পর এবার Sonali e-Wallet প্রকাশ করিল। ডিজিটাল সেবায় অংশগ্রহনে গ্রাহকদেরকে ব্যাংক মুখী করতে সোনালী ব্যাংকের নতুন ডিজিটাল লেনদেন সেবা এই ই-ওয়ালেট সার্ভিস।
সোনালী ব্যাংকের সম্মানিত গ্রাহকগণ, অ্যাপটি >>>>>Google Play Store >>>>>Apple Store থেকে Sonali e-Wallet অ্যাপসটি ডাউনলোড করে স্মার্টফোনে ইনস্টল করার মাধ্যমে সহজেই এই ডিজিটাল সেবাটি উপভোগ করতে পারবেন। (মোবাইল সেট এ অ্যাপসটি ইনস্টল করে আপনার সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করুন)।
যে সকল সেবা সমূহ পাবেনঃ
১. সোনালী ব্যাংকের এক হিসাব হতে অন্য হিসাবে টাকা স্থানান্তর
২. সোনালী ব্যাংকের হিসাব হতে অন্য যে কোন ব্যাংকের হিসাবে BEFTN এর মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার
৩. ওয়ালেট হিসাব হতে অন্য ওয়ালেট হিসাবে ব্যালেন্স ট্রান্সফার
৪. মোবাইল রিচার্জ
৫. নিজ একাউন্টের ব্যালেন্স চেক করা এবং ব্যাংক স্ট্যাটম্যান্ট চেক করা
৬. ইউটিলিটি বিল প্রদান
৭. ক্রেডিট কার্ড এর বিল প্রদান ইত্যাদি।
সোনালী ই ওয়ালেটে প্রতিদিন এবং প্রতিমাসে ট্রানজেকশন লিমিট ২০২২
এছাড়াও শীঘ্রই আরও অনেক নতুন নতুন ব্যাংকিং সেবা যুক্ত হতে যাচ্ছে। ব্যাংকিং সেবা এখন আপনার হাতের মুঠোয়। ব্যাংকিং করুন যখন তখন।
Pingback: - Technical Alamin