Sonali E-wallet Credit Card Bill Payment 2024 । ই ওয়ালেটে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ চার্জ ছাড়াই!
সোনালী ই-ওয়ালেট ব্যাবহার করে অন্য ব্যাংকের ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করুন কোন চার্জ ছাড়াই। সেক্ষেত্রে আপনাকে জানতে হবে ওই ব্যাংক টি তাদের কোন ব্রাঞ্চের অধীনে ক্রেডিট কার্ডের বিল জমা নেয়। সেজন্য ওই ব্যাংকের কাস্টোমার কেয়ার অথবা শাখাতে যোগাযোগ করলে তারা আপনাকে বলে দিবে কোন ব্রাঞ্চের অধীনে তারা ক্রেডিট কার্ডের বিল জমা নেয়।
১. এবার ই-ওয়ালেট এ লগইন করে BEFTN অপশনে যাবেন
২. ব্যাংকের নাম ও ওই শাখাটি যে জেলায় অবস্থিত সেটা (যে শাখার অধীনে ব্যাংকটি ক্রেডিট কার্ডের বিল জমা নেয়) সিলেক্ট করে দ্বিতীয় পেজে যাবেন
৩. BEFTN এর দ্বিতীয় ধাপে গিয়ে সেই ব্রাঞ্চ টি সিলেক্ট করবেন যার অধীনে তারা ক্রেডিট কার্ডের বিল জমা নেয়।
৪. Receiver Bank Account ফিল্ডে ক্রেডিট কার্ড নম্বর ইনপুট দিবেন।
৫. বাকী তথ্য ও অপশন গুলো পূরন করে সাবমিট দিবেন।
সকালে করলে সেই দিনেই BEFTN এর মাধ্যমে আপনার টাকা ক্রেডিট কার্ডের বিল হিসাবে জমা হয়ে যাবে। এভাবে কোন চার্জ ছাড়াই আপনি সোনালী ই-ওয়ালেট ব্যাবহার করে অন্য ব্যাংকের (সোনালী ব্যাংক বাদে) ক্রেডিট কার্ডের বিল জমা দিতে পারবেন।
সরকারি চাকরির জন্য ভিজিট করুন https://bdjobs24.net