VAT rate in Bangladesh । সরকারি কাজে ভ্যাট হার ২০২৫-২৬ জেনে নিন
VAT -Value Added Tax– কোন খাতে কত ভ্যাট কর্তন করবেন দেখে নিন একবার ২০২৫-২৬– VAT RATE 2025
VAT RATE 2025 – Government organization will deduct vat at source. After VAT and TAX, Bill will be paid by Accounts office. All Government and Semi Government organization will Conduct vat on payble amount.
সাধারণত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাট কর্তন করতে হয়। কিছু ক্ষেত্রে আবার ভ্যাট কর্তন করতে হয় না যে, জ্বালানি, বিদ্যুৎ, পানি ইত্যাদি। উল্লেখিত বা তালিকা ভূক্ত ক্ষেত্রে বা খাত যদি খুজে না পান তবে ১৫% হারে অর্থাৎ বিধি রেট প্রযোজ্য হইবে।
২০২৫–২৫ অর্থবছরের বাজেটে সিগারেট ও বিড়ির শুল্ক কর বাড়ানো হয়েছে। এর ফলে বিড়ি–সিগারেটের দাম বাড়তে পারে। সিগারেট ও বিড়ির পাশাপাশি ধোঁয়াহীন তামাকজাত পণ্যের দাম বৃদ্ধিরও প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে কম দামি ১০ শলাকার দাম ৪০ টাকা ও তদুর্ধ্ব এবং সম্পূরক শুল্ক ৫৭ শতাংশ ধার্যের প্রস্তাব করা হয়েছে। সরকারি সংস্থা কর্তৃক কর্তিত ভ্যাটের পরিমানে কোন পরিবর্তন করা হয়নি।
কিছু ক্ষেত্রে ভ্যাট নাকি কমছে? এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সঙ্গে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ভ্যাট ইস্যুতে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, আলোচনা শেষে অর্থ উপদেষ্টা ওষুধ, রেস্তোরাঁ ও মোবাইল খাতের ওপর দ্রুততার সঙ্গে ভ্যাট কমাতে এনবিআর চেয়ারম্যানকে নির্দেশনা দিয়েছেন। এর আগে এক অধ্যাদেশ জারি করে অত্যাবশ্যকীয় ওষুধের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে ভ্যাট হার ২.৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশ করা হয়েছিল। রেস্তোরাঁ ব্যবসায় এক লাফে ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয় ভ্যাট। মোবাইল ফোনের সিম ব্যবহারের ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করায় এর প্রভাব পড়েছিল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে।
ভ্যাট-উৎসে মূল্য সংযোজন কর আদায় বিধিমালা ২০২১ / সংশোধিত উৎসে মূল্য সংযোজন কর আদায় বিধিমালা ২০২৫
ভ্যাট কর্তনের তালিকা ২০২৫-২৬
Caption: Government organization will deduct vat at Source PDF Download
এক নজড়ে খাত অনুসারে ভ্যাট কর্তন হার ২০২৫
- অপ্যায়ন/খাদ্য দ্রব্য ক্রয় (এসি) -১৫%
- অপ্যায়ন/খাদ্য দ্রব্য ক্রয় (নন এসি)-৫%
- মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ-১৫%
- নির্মাণ সংস্থা ৭.৫%
- আসবাবপত্র বিপনন কেন্দ্র-৭.৫%
- জ্বালানী (সিএনজি/অকটেন/ডিজেল)-৫%
- যান্ত্রিক লন্ড্রি-১৫%
- ডকইয়ার্ড-১৫%
- নিলামকারী সংস্থা-১৫%
- নিলামকৃত পন্যের ক্রেতা-৭.৫%
- তথ্য প্রযুক্তি নির্ভর সেবা-৫%
- ছাপাখানা-১০%
- ইন্ডেটিং সংস্থা-১৫%
- ইন্টারনেট সংস্থা-৫%
- মেরামত ও সার্ভিসিং-১০%
- শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকুল লঞ্চ সার্ভিস-৫%
- বোর্ড সভায় যোগানদারকারী-১০%
- ভবন , মেঝে ও অংগন পরিস্কার বা রক্ষণাবেক্ষণকারী সংস্থা-১০%
- ক্রয় বা যোগানদার -১০%
- অন্যান্য বিবিধ সেবা ১৫%
ভ্যাটের টাকা চালানের মাধ্যমে সময়মত জমা না দিলে?
উৎসে কর্তনের দায়িত্ব থাকা সত্ত্বেও মূসক কর্তন করা না হইলে উক্ত অর্থ ষান্মাসিক ২% সুদসহ তাহার নিকট হইতে এমণভাবে আদায় করা হইবে, যেন তিনি পণ্য বা সেবা সরবরাহকারী। উৎসে কর্তন করিবার পর সরকারি কোষাগারে যথাসময়ে জমা প্রদান করা না হইলে আইনের ধারা ৮৫ এর উপ-ধারা (১ক) মোতাবেক উৎসে কর্তনকারী ব্যক্তিকে সংশ্লিষ্ট মূসক কমিশনার ২৫,০০০ (পচিঁশ) হাজার টাকা মাত্র) ব্যক্তিগত জরিমানা আরোপ করিতে পারিবেন। উৎসে মূসক কর্তন ও জমাদানে ব্যর্থতার জন্য পন্য বা সেবা সরবরাহকারী এবং গ্রহণকারী উভয়ে সমানভাবে দায়ী হইবেন। কর্তনকৃত ভ্যাট যথাসময়ে জমা না দিলে ২৫,০০০ টাকা ব্যক্তিগত জরিমানা!
https://bdservicerules.info/%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b9/