Windows 10 reset without losing data । ডেটা না হারিয়ে ল্যাপটপ বা পিসি রিসেট করার নিয়ম ২০২২
পিসিতে আর নতুন করে উইন্ডোজ বা সিস্টেম ইনস্টল করার কোন প্রয়োজন নেই আপনি রিসেট করেই নতুন উইন্ডোজ পেতে পারেন – ডেটা না হারিয়ে ল্যাপটপ বা পিসি রিসেট করার নিয়ম ২০২২
ডেটা না হারিয়ে যেভাবে পিসি বা ল্যাপটপ Reset প্রক্রিয়া ২০২২ – Settings – ওপেন করুন। সেটিং এর এই পেইজ থেকে Update & Security অপশনটি ক্লিক করুন। অপতর এবার Recovery ট্যাবটি ক্লিক করুন। Reset this PC এ Get started মার্কটি সিলেক্ট করুন। এবার Keep my files অপশনটি নির্বাচন করুন। এরপর আপনি list of applications পাবেন যেগুলাে Reset দেওয়ার পর রিমুভ হয়ে যাবে। এবার লিস্টটি দেখে আপনি Next এ ক্লিক করুন। প্রসেসটি চালু করার জন্য এবার Reset বাটনে ক্লিক করুন এবং স্ক্রিনের নির্দেশনাগুলাে অনুসরণ করুন।
আপনার কম্পিউটারের সেটিংস এ গিয়ে Updates & security অপশনে click করার পর এবার আপনারা প্রচুর options গুলো দেখতে পাবেন। এবার সরাসরি বাম দিকে থাকা “Recovery” অপশনে ক্লিক করুন এবং তারপর দান দিকের থেকে Reset this PC লেখাটির নিচে থাকা “Get Started” এর বাটন এর মধ্যে click করুন।
This reset option will reinstall Windows operating system and keeps your personal files, such as photos, music, videos or personal files. However, it will remove apps and drivers you installed, and also removes the changes you made to the settings. It will take some time to reset the PC, so please make sure that the AC adapter is connected during the reset process. Also, please do not force to shut down to prevent any issue. Speed up windows 11 PC । পিসির পুরনো হিস্ট্রি রিমুভ করে যেভাবে Reset করবেন
কোন ফাইল না হারিয়ে যেভাবে পিসি রিফ্রেস করবেন / Windows 10 এর ক্ষেত্রে ডেটা না হারিয়ে যেভাবে পিসি Reset দিবেন।
কম্পিউটার বা ল্যাপটপ রিসেট করার জন্য আপনাকে Start আইকন অপশনে ক্লিক করতে হবে। তারপরে সেটিংস অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনরা সবার নিচে দেখতে পারবেন আপডেট এন্ড সিকিউরিটি নামে একটি অপশন সেখানে ক্লিক করতে হবে। আপডেট এন্ড সিকিউরিটি অপশনে ক্লিক করার পরে আপনাকে অনেক গুলো অপশন দেওয়া হবে। তারপরে সেখান থেকে বাম পাশে দেওয়া অপশে দেখতে পারবেন রিকুভারি অপশন সেখানে ক্লিক করুন।
Caption: How to reset pc without losing your personal File
PC or Laptop Reset in Windows 10 । কম্পিউটার রিসেট পদ্ধতি ২০২২
- আপনার কম্পিউটারের স্ক্রিনের Type Here to search এ গিয়ে Reset this PC লিখে Windows Search bar সার্চ করুন এবং Mouse ক্লিক করুন।
- ক্লিক Reset PC
- সিলেক্ট Keep my files
- সিলেক্ট Local reinstall
- ক্লিক Change settings
- সেট Restore apps and settings which came with this PC করুন অপশন Yes অতপর সিলেক্ট করুন Confirm
- Done
রিসেট কেন করবেন?
পিসি ক্লিন হলেও স্লো কাজ করছে। কারও পুরাতন পিসি কিনেছেন অথবা পিসিতে নতুন করে উইন্ডোজ দিতে চাচ্ছেন এমন ক্ষেত্রে নতুন করে উইন্ডোজ দেওয়ার কোন প্রয়োজন নাই। তাছাড়া কোন ল্যাপটপ বা পিসিতে যদি সিডি ড্রাইভ না থাকে অথবা পেনড্রাইভও যদি সহজলভ্য নয় হয়। সেক্ষেত্রে কোন আপনি নতুন করে সিস্টেম ইনস্টল করবেন যদি রিসেট করলেই নতুন করে ইনস্টল হয়ে যায়।
Speed up windows 11 PC । পিসির পুরনো হিস্ট্রি রিমুভ করে যেভাবে Reset করবেন
Hi there, all is going well here and ofcourse
every one is sharing facts, that’s in fact excellent, keep up writing.
Thanks for sharing your thoughts on www betway com register.
Regards