নারী উদ্যোক্তাগণ ঢাকায় আবাসিকে অবস্থান করে বিনামূল্যে উন্নয়ন ট্রেনিং গ্রহণ করতে পারবেন -ট্রেনিং শেষে ভাতাও প্রদান করা হবে – Women Entrepreneurs Skills Development
প্রশিক্ষণ কোর্সে (আবাসিক) ভর্তি বিজ্ঞপ্তি (সম্পূর্ণ বিনামূল্যে –গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন Skills for Employment Investment Program (SEIP) Tranche-3 এর আওতায় বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (বিডব্লিউসিসিআই) এর তত্ত্বাবধানে Women Entrepreneurs Skills Development Centre – BWCCI গাজীপুর প্রশিক্ষণ কেন্দ্রে আগ্রহী নারীদের উদ্যোক্তা তৈরী ও উন্নয়নের লক্ষ্যে আগামী জুলাই ২০২৩ থেকে ৩ মাস মেয়াদী (৪৫ কর্ম দিবস/৩৬০ ঘন্টা) ‘বিউটিফিকেশন এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট এবং ‘ফ্যাশন ডিজাইন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট’ প্রশিক্ষণ কোর্সে (আবাসিক) সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি চলছে। আগ্রহী ও উপযুক্ত নারী প্রার্থীদের কে নিম্নলিখিত প্রতিনিধিদের নিকট থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে অথবা BWCCI এর website(www.bweci-bd.org) থেকে আবেদন ফরম ডাউন লোড করে আগামী ০৮ জুলাই ২০২৩ এর মধ্যে আবেদন করতে হবে।
ক্লাশ কখন শুরু হবে? প্রশিক্ষণার্থী বাছাইয়ের জন্য সাক্ষাতকারের তারিখ, সময় ও স্থান পরবর্তীতে টেলিফোন, ই-মেইল বা এসএমএস এর মাধ্যমে জানানো হবে। ক্লাশ শুরু সকাল ৯:০০ টা থেকে বিকাল ৫:০০ টা (৮ ঘন্টা প্রতিদিন), সপ্তাহে ৬ দিন (শুক্রবার এবং সরকারী ছুটি ব্যতীত) প্রশিক্ষণের স্থান: Women Entrepreneurs Skills Development Centre (A sister concern of BWCCI), ইসলামপুর সাহাপাড়া (লাল তীরের বিপরীত), থানা : বাসন, গাজীপুর সদর, গাজীপুর।
ট্রেনিং এ কি কি সুবিধাসমূহ থাকবে? প্রশিক্ষণ কোর্স গুলি সম্পূর্ণ বিনামূল্যে এবং আবাসিক। প্রশিক্ষনার্থীদের থাকা খাওয়ার সুব্যবস্থা থাকবে। প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থান করতে হবে এবং প্রশিক্ষণ শেষ না হওয়া পর্যন্ত অনিবার্য কারণ ছাড়া কোন ছুটি প্রযোজ্য নয়। শুধুমাত্র অনুমোদিত অভিভাবকদের সঙ্গে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে প্রশিক্ষণ চলাকালীন বিকাল ৫:৩০ হতে ৬:০০ পর্যন্ত প্রশিক্ষণ কেন্দ্রের ভিজিটর রুমে দেখা করতে পারবেন। কোন ভাবেই বিনা অনুমতিতে প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে যাবার সুযোগ নেই। প্রশিক্ষণ শেষে কৃতকার্য প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে। কৃতকার্য প্রশিক্ষণার্থীদের ব্যবসায় উন্নয়ন বা কর্ম সংস্থানে সহায়তা করা হবে। কৃতকার্য প্রশিক্ষণার্থীদের ব্যবসায় উন্নয়ন ও প্রসারে ব্যাংক ঋণ প্রাপ্তিতে সহযোগিতা করা হবে।
আবেদন ফরম সংগ্রহের উৎস । ওয়েবসাইট হতেই ফরম সংগ্রহ করা যাবে
SEIP BWCCI office : বাড়ী নং-০২, রোড-২৩/সি, গুলশান-১, ঢাকা-১২১২। মোবাইল- 01755593592, 01729098714, BWCCI website – www.bwcci-bd.org, SEIP website: seip-fd.gov.bd. BWCCI এর প্রতিনিধিঃ ঢাকা- 01919194722, 01817549632, খুলনা- 01715106890, সিলেট- 01741988219, নারায়নগঞ্জ- 01306427707, বগুড়া- 01714423224, রংপুর- 01719514310, রাজশাহী- 01711042329, দিনাজপুর 01718041859, চট্টগ্রাম- 01836421227, বরিশাল- 01708991837, ময়মনসিংহ- 01711479909, গাজীপুর-01912610930, নরসিংদী- 01611778163 এবং টাঙ্গাইল- 01712726772 আবেদন পত্র জমাদানের ঠিকানা : SEIP BWCCI office, বাড়ী নং- ০২, রোড-২৩/সি, গুলশান-১, ঢাকা-১২১২ । মোবাইল-01755593592, 01729098714
Caption: Check circular PDF Download
নারী হলেই কি ভর্তি হতে পারবেন? শর্তসমূহ দেখে নিন
- সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর এর নারী।
- কমপক্ষে এস. এস. সি পাশ ।
- প্রশিক্ষণ শেষে যারা সংশ্লিষ্ট ব্যবসা করতে আগ্রহী এবং প্রতিশ্রুতিবদ্ধ শুধুমাত্র তাদের কাছ থেকেই আবেদন আহ্বান করা হচ্ছে। একজন প্রার্থী একটি প্রশিক্ষণ কোর্সের জন্য আবেদন করতে পারবেন (SEIPএর প্রশিক্ষণ যিনি পূর্বে যে কোন ইনস্টিটিউট থেকে যে কোন বিষয়ের ওপর যদি নিয়ে থাকেন তিনি এই প্রশিক্ষণ কোর্সের জন্য বিবেচিত হবেন না ) ।
- নিষ্ঠার সাথে প্রশিক্ষণ নিতে ও সম্পন্ন করতে প্রশিক্ষণে ১০০% উপস্থিত থাকার আগ্রহী হতে হবে।
শুধুমাত্র বাছাইয়ের মাধ্যমে উত্তীর্ণ আবেদনকারীদের নির্দিষ্ট আসন সংখ্যা অনুযায়ী ভর্তি নিশ্চিত করা হবে। - প্রশিক্ষণসমূহ ২০২৩ এর জুলাই থেকে শুরু হয়ে ২০২৩ এর ডিসেম্বর পর্যন্ত চলবে এবং নির্দিষ্ট আসন সংখ্যা/ লক্ষ্যমাত্রা বিবেচনায় কোর্স …সমূহ আয়োজিত হবে।
- সংখ্যালঘু / ক্ষুদ্র নৃগোষ্ঠি/ প্রতিবন্ধী/বিধবা নারীদের অগ্রাধিকারের সাথে বিবেচনা করা হবে।
- যেহেতু প্রশিক্ষণ কোর্সগুলো আবাসিক, সেহেতু যারা পুরো মেয়াদে প্রশিক্ষণ কোর্সে উপস্থিত থাকতে পারবেন, শুধুমাত্র তাদের নিকট থেকেই আবেদন আহ্বান করা হচ্ছে!
আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে??
সকল প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য যথাযথ অভিভাবকের অনুমতি পত্র আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে। প্রশিক্ষণের জন্য প্রার্থী বাছাই, কোর্সে অংশ গ্রহণের সময়সূচি নির্ধারণ ও অন্যান্য সম্পর্কিত সকল বিষয়ের অধিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংরক্ষণ করে । আবেদন ফর্ম এর সাথে প্রয়োজনীয় কাগজপত্র যেমন- সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের ফটোকপি (এসএসসি সনদ অবশ্যই দাখিল করতে হবে) এবং অভিভাবকের অনুমতি পত্র।
নারী প্রশিক্ষণ বিজ্ঞপ্তি 2023 । ফ্যাশন ও বিউটিফিকেশন প্রশিক্ষণ এবং যাতায়াত এবং টিফিন ভাতা প্রাপ্য