ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ । পাঠ্য উপকরণের জন্য বার্ষিক ২৫০০ টাকা - Technical Alamin
শিক্ষা ও উপবৃত্তি ২০২৪

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ । পাঠ্য উপকরণের জন্য বার্ষিক ২৫০০ টাকা

ডাচ-বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় ২০২২ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যােগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।

শিক্ষা বৃত্তির জন্য আবেদনের যােগ্যতা ২০২২

শিক্ষার স্তরন্যূনতম সিজিপিএ (চতুর্থ বিষয় ব্যতীত) সকল গ্রুপের জন্য
সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল/ শিক্ষা প্রতিষ্ঠানজেলা শহর এলাকার অন্তর্গত স্কুল /শিক্ষা প্রতিষ্ঠানগ্রামীন/অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল /শিক্ষা প্রতিষ্ঠান
এস.এস.সি/সমমান৫.০০৫.০০৪.৮৩

বৃত্তির পরিমাণ ও সময়কাল

শিক্ষার স্তরসময়কালমাসিক বৃত্তি (টাকা)বার্ষিক অনুদান (টাকা)
পাঠ্য উপকরণের জন্যপোষাক পরিচ্ছদের জন্য
এস.এস.সি/সমমান২ বছর২,৫০০/-২,৫০০/-১,০০০/-

বৃত্তির অন্যান্য নীতিমালা

  • যে সব ছাত্র-ছাত্রী সরকারী বৃত্তি ব্যতীত অন্য কোন উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তারা ডাচ্-বাংলা ব্যাংক-এর শিক্ষাবৃত্তির জন্য যােগ্য বলে বিবেচিত হবেন না।
  • গ্রামীণ/অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির শতকরা ৯০ ভাগ নির্ধারিত থাকবে এবং মােট বৃত্তির শতকরা ৫০ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে ।
  • ২০২২ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ, আগ্রহী ও উপরােক্ত যােগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদেরকে অনলাইনে app.dutchbanglabank.com/DBBLScholarship -এই ঠিকানায় নিম্নোক্ত সংযুক্তিসহ আবেদন করার জন্য অনুরােধ করা যাচ্ছে।
  • আবেদনকারীর পাসপাের্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি 
  • আবেদনকারীর পিতা ও মাতার পাসপাের্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।
  • এস.এস.সি./সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি।

আবেদনকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ । চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে কবে?

  • আবেদন শুরুর তারিখ: ৩০ নভেম্বর ২০২২  আবেদন লিংক: app.dutchbanglabank.com/DBBLScholarship
  • আবেদনের শেষ তারিখ: ২৫ ডিসেম্বর ২০২২ 
  • ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২ 
  • প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডাচ্-বাংলা ব্যাংক এর উপরােক্ত ওয়েবসাইট থেকে Primary Selection Letter’ এবং ‘প্রদত্ত নির্দেশিকার’ প্রিন্ট কপিসহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ-বাংলা ব্যাংকের যেকোন শাখা/মােবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ: ০১ জানুয়ারি ২০২২ থেকে ১৯ জানুয়ারি ২০২৩
  • চূড়ান্ত ফলাফল প্রকাশ: পরবর্তীতে পত্রিকা এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানাে হবে। 

সরাসরি/ডাকযােগে/কুরিয়ারযােগে কোন আবেদন গ্রহণযােগ্য হবে না ।

আপনার বিশ্বস্ত সহযােগী

ডাচ বাংলা ব্যাংক

সার্কুলার ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *