ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি ২০২৩ । বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে - Technical Alamin

Kazançlı bahis deneyimi arayan herkes için Bettilt doğru seçimdir.

Canlı rulet oyunları, Bettilt bonus kodu stüdyolarında gerçek masalarda oynanır.

Modern tasarımı ve sade yapısıyla Bettilt kolay kullanım sağlar.

Yüksek oranlı maç kuponlarıyla kazanç fırsatı sunan Bettilt giris ilgi odağı.

Canlı destek hizmetiyle kullanıcı sorunlarını hızla çözen bahis siteleri profesyonel bir ekibe sahiptir.

শিক্ষা ও উপবৃত্তি ২০২৬

ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি ২০২৩ । বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে

অনার্স বা স্নাতক শ্রেণীর ফলাফলের ভিত্তিতেই সাধারণত শিক্ষা বৃত্তি -সাধারণ বা ট্যালেন্টপুলে বৃত্তি প্রদান করা হয়– ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি ২০২৩

প্রতিমাসে কত টাকা বৃত্তি পাওয়া যায়? – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের ২৫-০৭-২০২২ তারিখের স্মারক নং 37.02.0000.117.3১.০০১.২১-৫৬২/১০ সংখ্যকপত্র শর্তাবলী অনুযায়ী আদিষ্ট হয়ে ২০২০ সনের সম্মান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শ্রেণীতে ২০২২-২০২৩ অর্থবছরে অধ্যয়নরত নিম্নলিখিত শিক্ষার্থীদেরকে (৫০% ছাত্র ও ৫০% ছাত্রী) তাদের সদাচরণ, নিয়মিত উপস্থিতি ও সন্তোষজনক শিক্ষার অগ্রগতি সাপেক্ষে বেতন মওকুফ ও এককালীন মঞ্জুরী ১৮০০/- টাকাসহ মাসিক ১১২৫/- টাকা হারে মেধাবৃত্তি ২০২২ সনের ১লা জুলাই থেকে এক বছরের জন্য মঞ্জুর করা হয়েছে।

বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বৃত্তির ওয়েবসাইটে (https://studentscholarship.du.ac.bd) গিয়ে বাধ্যতামূলক অনলাইনে ২৫-০২-২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। যারা আবেদন করবেন না তাদের নাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা সম্ভব হবে না এবং বৃত্তির অর্থ ও দেয়া সম্ভব হবে না। বিস্তারিত নির্দেশনাবলী উক্ত ওয়েব সাইটে উল্লেখ রয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০ সনের স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফলের উপর বৃত্তি প্রাপ্ত (অনুষদ ভিত্তিক বিভাগ ওয়ারি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত সরকারি টেলেন্টপুল বৃত্তি ও সরকারি সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নামের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে (কপি সংযুক্ত)। বৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থীরা ১৬/০২/২০২৩ তারিখ (সকাল-৯:০০টা) থেকে ২৫/০২/২০২৩ তারিখ (রাত-১২:০০টা) পর্যন্ত অনলাইনে বৃত্তির আবেদন করতে পারবে।

স্নাতক পর্যায়ে ঢাবি শিক্ষাবৃত্তি প্রদান করা হয় / Taleant pol Scholarship 2023

বৃত্তি গুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্দকৃত। পরে কোন ভুল ভ্রান্তি ধরা পড়লে এই বিজ্ঞপ্তি সংশোধন, পরিবর্তন বা আংশিক পরিবর্তন করা হবে।

Caption: DU Talent pool Scholarship

বিশেষ নির্দেশনা ২০২৩ । শিক্ষার্থীদের বৃত্তির আবেদনের ক্ষেত্রে নির্দেশনাবলী অনুসরণীয়

  1. বাংলাদেশের অনলাইন সুবিধাসম্পন্ন তফসীলভুক্ত যে কোন ব্যাংকে শিক্ষার্থীর নিজ নামে/১৮ বছরের কম বয়সি শিক্ষার্থীদের পিতা/মাতার সাথে যৌথ নামে ব্যাংক হিসাব/স্কুল ব্যাংক হিসাব খুলতে হবে।
  2. যৌথ নামে ব্যাংক হিসাব/স্কুল ব্যাংক হিসাব খোলা হলে তথ্যাদি সংশোধনের ক্ষেত্রে শিক্ষার্থীদের নামের স্থলে উভয়ের (যদি জয়েন্ট একাউন্ট কারো থাকে অবশ্যই যৌথ নাম ব্যাংকে যেভাবে আছে হুবুহু ঐ নাম দিতে হবে) নাম এন্ট্রি করতে হবে।
  3. শিক্ষার্থীর নাম ও অনলাইন ব্যাংক হিসাবের নাম অভিন্ন হতে হবে।
  4. অনলাইন ব্যাংক হিসাব নম্বর অবশ্যই ১৩-১৭ ডিজিটের মধ্যে হতে হবে এবং সঠিক ও নির্ভুলভাবে পূরণ করতে হবে।
  5. শিক্ষার্থীর পরীক্ষার আইডি/রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, সন ও প্রাপ্ত CGPA সঠিকভাবে পূরণ করতে হবে।
  6. বৃত্তির ক্যাটাগরি (মেধা/সাধারণ) সঠিকভাবে পূরণ করতে হবে।
  7. ব্যাংকের নাম, শাখার নাম, রাউটিং নম্বর এবং শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে।
  8. ব্যাংক হিসাবটি বর্তমানে সচল ‍(Active) থাকতে হবে।

ঢাবি শিক্ষা বৃত্তি ২০২৩ । ব্যাংক একাউন্ট না থাকলে কি বৃত্তি পাওয়া যাবে না?

না। বৃত্তির টাকা উত্তোলনের জন্য শিক্ষার্থীর নিজ নামে অনলাইন সুবিধা সম্পন্ন ১৩-১৭ ডিজিটের ব্যাংক একাউন্ট নম্বর থাকতে হবে। ব্যাংক একাউন্ট না থাকলে, অনতিবিলম্বে তফসিলভুক্ত অনলাইন সুবিধা সম্পন্ন যে কোন ব্যাংকে একাউন্ট খুলতে হবে। ব্যাংক হিসাব ব্যতীত অন্য কোন পদ্ধতিতে বৃত্তির অর্থ প্রেরণ/উত্তোলন করা সম্ভব নয়।

বৃত্তির আবেদনের ক্ষেত্রে Sign Up করার সময় প্রত্যেক শিক্ষার্থী তাদের স্ব স্ব বিভাগ/ইনস্টিটিউট থেকে প্রাপ্ত ইমেইল এড্রেস অবশ্যই ব্যবহার করতে হবে। অন্যথায় আবেদন করতে পারবে না। যে সকল শিক্ষার্থীরা ইমেইল এড্রেস এখনও পায়নি তারা অতিদ্রুত স্ব স্ব বিভাগ/ইনস্টিটিউট-এর সাথে যোগাযোগ করে ইমেইল এড্রেস সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।

আবেদনের প্রক্রিয়ার নিয়মাবলী কি? ইতোপূর্বে সাইন আপ করে না থাকলে সাইন আপ (Sign Up) বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য প্রদান পূর্বক সাইন আপ করুন। সাইন আপ হয়ে গেলে/পূর্বে সাইন আপ করা থাকলে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন (Login) করুন। Login করার পর Dashboard-এ ক্লিক করে Apply for Scholarship-এ ক্লিক করতে হবে। এরপর আপনার সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। তথ্য পূরণ শেষে সকল তথ্য সঠিক থাকলে “Submit to Scholarship Section” বাটনে ক্লিক করে আপনার আবেদনটি সাবমিট করুন। আবেদন সাবমিট না করলে আপনার আবেদনটি বিবেচনা করা হবে না।

ফরম পূরণ করতে কোন সমস্যা হলে বা এ সংক্রান্ত কোন প্রকার তথ্য প্রয়োজন হলে শিক্ষা-৫ [কক্ষ নং- ২০৮(ক)] – মোবাইল নম্বর 01581846500 ( শুধু মাত্র অফিস চলাকালীন সময়ে [সকাল- ০৯.০০ টা থেকে বিকেল- ৪.০০ টা পর্যন্ত]) নম্বরে যোগাযোগ করুন। আরও জানতে ভিজিট করুন: ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *