মোবাইল ব্যাংকিং নতুন নীতিমালা ২০২৩ । ১৪ বছর বয়সীগণ জন্ম নিবন্ধন দিয়েই বিকাশ একাউন্ট খুলতে পারবে? - Technical Alamin
মোবাইল ব্যাংকিং সেবা

মোবাইল ব্যাংকিং নতুন নীতিমালা ২০২৩ । ১৪ বছর বয়সীগণ জন্ম নিবন্ধন দিয়েই বিকাশ একাউন্ট খুলতে পারবে?

১৪-১৮ বছর বয়সী নবীনরা এরূপ এমএফএস হিসাব খুলতে পারবে- হিসাব খুলতে আগ্রহী ব্যক্তি এবং অভিভাবক/আইনগত অভিভাবক উভয়কেই বাংলাদেশের নাগরিক হতে হবে- মোবাইল ব্যাংকিং নতুন নীতিমালা ২০২৩

স্কুল পড়ুয়া বিকাশ খুলতে পারবে? হ্যাঁ। – ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের উদ্দেশ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলার কৌশল হিসেবে দেশের সকল জনগোষ্ঠিকে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম-এ আনয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় প্রচলিত আর্থিক ব্যবস্থার সাথে পরিচিতকরণের পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তির প্রসার বৃদ্ধির লক্ষ্যে ১৪-১৮ বছর বয়সী নবীনদের এমএফএস একাউন্ট খোলার সুযোগ দেয়া হলে একটি বিপুল সংখ্যক ডিজিটাল পেমেন্ট সিস্টেমস ব্যবহারকারীদের নিয়ন্ত্রিত পেমেন্ট ইকোসিস্টেমে সংযুক্ত করা যেমন সম্ভব হবে তেমনি ক্যাশলেস সোসাইটি গঠনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তা একটি কার্যকরী ভূমিকা রাখতে সহায়ক হবে। বর্ণিত প্রেক্ষাপটে, ১৪-১৮ বছর বয়সী নবীন জনগোষ্ঠীর ডিজিটাল লেনদেনের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে ১৪-১৮ বছর বয়সী নবীনদের এমএফএস ব্যক্তিক হিসাব প্রচলন ও পরিচালনা সংক্রান্ত নতুন নীতিমালা জারি করা হল।

বিকাশ বা নগদ একাউন্টে অর্থ জমাকরণ নিয়ম কি? ১৪-১৮ বছর বয়সী নবীনদের এরূপ এমএফএস হিসাবসমূহে শুধুমাত্র অভিভাবকের লিংকড এমএফএস হিসাব/ ব্যাংক হিসাব/ কার্ড/ ই-ওয়ালেট হতে অর্থ জমা করা যাবে। এক্ষেত্রে আলোচ্য হিসাবসমূহে এজেন্ট পয়েন্ট অথবা অন্য কোন এমএফএস হিসাব/ ব্যাংক হিসাব/ কার্ড/ ই-ওয়ালেট হতে অ্যাড মানি করা যাবে না।

টাকা জমা করার ক্ষেত্রে গার্ডিয়ানের মোবাইল একাউন্ট ব্যবহার করতে হবে / স্বাধীনভাবে একাউন্ট পরিচালনা করতে পারবেন না?

ক্যাশ-ইন/অ্যাড মানি, ক্যাশ-আউট, পিটুপি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পেমেন্ট, এডুকেশন ফি, মার্চেন্ট পেমেন্ট করা যাবে

০৫. অনুমোদিত সেবাসমূহঃ ক্যাশ-ইন/অ্যাড মানি, ক্যাশ-আউট, পিটুপি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পেমেন্ট, এডুকেশন ফি, মার্চেন্ট পেমেন্ট;

Caption: Download Full Rules 2023

মোবাইল একাউন্ট খোলার প্রক্রিয়া ২০২৩ । গার্ডিয়ানের এনআইডি নম্বরও প্রয়োজন পড়বে

  1. ১৪-১৮ বছর বয়সী নবীনদের এমএফএস হিসাব খোলার সময় হিসাব খুলতে আগ্রহী ব্যক্তি এবং অভিভাবকের যথাক্রমে জন্মসনদ এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর এন্ট্রি করতে হবে । এরূপ হিসাব খোলার জন্য অভিভাবকের এমএফএস হিসাব বাধ্যতামূলকভাবে লিংকড এমএফএস একাউন্ট হিসেবে ব্যবহৃত হবে।
  2. তাই পিতা/মাতা/অভিভাবকের এমএফএস হিসাবটির Authetication নিশ্চিতকরণ সাপেক্ষে এ হিসাব খুলতে হবে। এতদ্‌বিষয়ে বিএফআইইউ সার্কুলার নং-২০ এ প্রদত্ত অন্যান্য নির্দেশনা অনুসরণ করতে হবে;
  3. পিতা/ মাতা/ আইনগত অভিভাবকের সম্মতি সাপেক্ষে এরূপ এমএফএস হিসাব খুলতে হবে। হিসাব খোলার ক্ষেত্রে অভিভাবকের সম্মতি গ্রহণ প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের মোবাইলে OTP প্রেরণ করার ব্যবস্থা থাকতে হবে এবং উক্ত OTP সন্নিবেশনের মাধ্যমে অভিভাবকের সম্মতি গ্রহণ করতে হবে।
  4. এছাড়াও এসকল একাউন্টসমূহের লেনদেনের ক্ষেত্রে হিসাবধারীর মোবাইল নম্বরে মেসেজ প্রেরণ নিশ্চিত করতে হবে। একইসাথে লেনদেনের তথ্য সম্পর্কে অভিভাবককে মেসেজ বা অন্য যেকোন পদ্ধতিতে অবহিতকরতঃ নিয়মিত মনিটরিং এর ব্যবস্থা রাখতে হবে।

বিকাশ বা মোবাইল ফিন্যান্স কোম্পানি দায় কি?

আলোচ্য হিসাবসমূহে যেকোন অপব্যবহার রোধকল্পে সংশ্লিষ্ট এমএফএস প্রোভাইডার প্রতিষ্ঠান কর্তৃক এসকল হিসাবসমূহকে নিবিড়ভাবে তদারকি করতে হবে। এমএফএস প্রোভাইডার প্রতিষ্ঠানসমূহ ১৪-১৮ বছর বয়সী নবীনদের জন্য খোলা হিসাবসমূহের লেনদেনের তথ্য ও এ কার্যক্রমের প্রতিবেদন মাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টে দাখিল করবে। প্রত্যেক মাস শেষ হওয়ার পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে এ প্রতিবেদন দাখিল করতে হবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

Pay bill By Bkash । বিকাশে বিদ্যুৎ বিল দেয়ার নিয়মবিকাশ একাউন্ট লক হলে করণীয় ২০২৩ । বিকাশ পিন নিজেই রিসেট করবেন যেভাবেবিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম । বিকাশে কয়টি বিদ্যুৎ বিল ফ্রি দেওয়া যায়?
সোনালী ই ওয়ালেট বিনিময় একাউন্ট ২০২৩ । সোনালী ই ওয়ালেট এর মাধ্যমে বিকাশ বা যে কোন ব্যাংকে লেনদেন করা যাবেপেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম ২০২৩ । Payoneer টু Bkash রেমিটেন্স আনুন মুহুর্তেইCheck Mobile Number Bkash or Not । বিকাশ নম্বর দিয়ে মালিকের নাম বের করার নিয়ম

One thought on “মোবাইল ব্যাংকিং নতুন নীতিমালা ২০২৩ । ১৪ বছর বয়সীগণ জন্ম নিবন্ধন দিয়েই বিকাশ একাউন্ট খুলতে পারবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *