বাংলাদেশ রেলওয়ে

আগামী ১৯ আগষ্ট ২০২১ইং তারিখ হতে যেসকল ট্রেনসমূহ পুনরায় চলাচল শুরু করবে।

আগামী ১৯ আগষ্ট ২০২১ইং তারিখ হতে যেসকল ট্রেনসমূহ পুনরায় চলাচল শুরু করবে। টিকিট কাউন্টার/অনলাইনে পাওয়া যাচ্ছে।

আন্তঃনগর ট্রেনসমূহঃ পূর্বাঞ্চলের ট্রেন সমূহঃ
  • ৭২১/৭২২ মহানগর এক্স
  • ৭৩৭/৭৫০ এগারসিন্দুর প্রভাতী/গোধূলি
  • ৭৪৩/৭৪৪ ব্রহ্মপুত্রএক্স
  • ৭৩৮/৭৪৯ এগারসিন্দুর প্রভাতী/গোধূলি
  • ৭৭৩/৭৭৪ কালনী এক্স
  • ৭৯৯/৮০০ জামালপুর এক্স
  •  ৮০১/৮০২ চট্টোলা এক্স
১৯ আগষ্ট ৭৩৮ এগারসিন্দুর কিশোরগঞ্জ হতে এবং ৭৪৪ ব্রহ্মপুত্র এক্সপ্রেস দেওয়ানগঞ্জ বাজার হতে চলাচল করবে না।
পশ্চিমাঞ্চলের ট্রেন সমূহঃ
  • ৭১৩/৭১৪ করতোয়া এক্স
  • ৭১৫/৭১৬ কপোতাক্ষ এক্স
  • ৭৫৩/৭৫৪ সিল্কসিটি এক্স
  • ৭৬৭/৭৬৮ দোলনচাঁপা এক্স
  • ৭৬৯/৭৭০ ধুমকেতু এক্স
৭৬৯ ধুমকেতু এক্সপ্রেসের অফ-ডে বলবৎ থাকে। অর্থাৎ ধুমকেতু ঢাকা হতে বন্ধ থাকবে।
লোকাল/মেইল/কমিউটার ট্রেন সমূহঃ
  • (১১/১২) ঢাকা/নোয়াখালী এক্সপ্রেস
  • সমতট এক্স (৪৫/৪৬) নোয়াখালী-লাকসাম
  • ভাওয়াল এক্স (৫৫/৫৬) ঢাকা-দেওয়ানগঞ্জ
  • ধলেশ্বরী এক্স (৭৫/৭৬) ময়মনসিংহ-বঙ্গবন্ধুসেতু
  • কালিয়াকৈর কমিউটার ১ ও ২
  • নারায়নগঞ্জ কমিউটার (১-৪)
  • নাজিরহাট কমিউটার (১-৬)
  • দোহাজারী কমিউটার (১-৪)
  • লোকাল (১২৩/১২৪)
  • নারায়নগঞ্জ লোকাল (৮ জোড়া)
  • লোকাল (২৬১-২৬৪) ময়মনসিংহ-মোহনগঞ্জ
  • লোকাল (২৭১-২৭৮) ময়মনসিংহ-ঝাড়িয়া
  • লোকাল (২৫৪/২৫৩) বঙ্গবন্ধুসেতু-ময়মনসিংহ
  • লোকাল (২৫৬-২৫৫) দেওয়ানগঞ্জ-ময়মনসিংহ
  • উত্তরবঙ্গ মেইল (৭/৮) সান্তাহার-পঞ্চগড়
  • কাঞ্চন কমিউটার (৪১/৪২) পার্বতীপুর-পঞ্চগড়
  • বেতনা এক্স (৫৩/৫৪/৯৫/৯৬) খুলনা-বেনাপোল
  • ঈশ্বরদী কমিঃ(৫৭/৭৮/৫৮/৭৭) ঈশ্বরদী-রহনপুর
  • দিনাজপুর/লালমনি কমিঃ (৬১/৬২/৬৩/৬৪) লালমনি-পার্বতীপুর-বিরল
  • বুড়িমারী কমিঃ(৭১/৭২) লালমনিরহাট-বুড়িমারী
  • কুড়িগ্রাম শাটল(৯৭/৯৮)কুড়িগ্রাম-লালমনিরহাট

সূত্র: বাংলাদেশ রেলওয়ের ফেসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *