আবেদন, নোটিশ জারি, রেকর্ড সংশোধন এবং মিঊটেশনের ফি সংশোধন সংক্রান্ত।
আপনার ভূমির নামজারি বা সংশোধন অথবা মিউটেশন বাবদ যে ফি গুনতে হবে। এ সংক্রান্ত আবেদন এবং রেকর্ড সংশোধনের জন্য নির্ধারিত ফি পুন: নির্ধারণ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ভূমি মন্ত্রণালয়
আইন শাখা-০১
www.minland.gov.bd
নং-৩১.০০.০০০০.০৪২.০৪.০১৯.০৮.৫৯৮; তারিখ: ৩০ জুন ২০১৫
পরিপত্র
এ মন্ত্রণালয়ের ০২/০৫/২০১০ খ্রি: তারিখের ভূমি: ম: /শা-৯/(বিবিধ)২১/১০-৫১২ নং স্মারকের মাধ্যমে জারিকৃত পরিপত্র এতদ্বারা বাতিলপূর্বক নামজারি, জমাভাগ ও জমা একত্রিকরণ বাবদ বিভিন্ন ফি নিম্নরূপে নির্ধারণ করা হলো।
ক | আবেদনের জন্য কোর্ট ফি | ২০.০০ (বিশ) টাকা |
খ | নোটিশ জারি ফি | ৫০.০০ (পঞ্চাশ) টাকা |
গ | রেকর্ড সংশোধন বা হালকরণ ফি | ১০০০.০০ (এক হাজার) টাকা |
ঘ | প্রতি কপি মিউটেশন খতিয়ান সরবরাহ বাবদ | ১০০.০০ (একশত) টাকা |
২। আবেদন ফি ছাড়া বাকিগুলো ডিসিআরের মাধ্যমে আদায় করতে হবে।
৩। এ আদেশ সারা বাংলাদেশে ১ জুলাই ২০১৫ থেকে কার্যকর হবে।
স্বাক্ষরিত/-
সিনিয়র সচিব
ভূমি মন্ত্রণালয়
আবেদন, নোটিশ জারি, রেকর্ড সংশোধন এবং মিঊটেশনের ফি সংশোধন সংক্রান্ত: ডাউনলোড