নামজারি ফি

আবেদন, নোটিশ জারি, রেকর্ড সংশোধন এবং মিঊটেশনের ফি সংশোধন সংক্রান্ত।

আপনার ভূমির নামজারি বা সংশোধন অথবা মিউটেশন বাবদ যে ফি গুনতে হবে। এ সংক্রান্ত আবেদন এবং রেকর্ড সংশোধনের জন্য নির্ধারিত ফি পুন: নির্ধারণ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ভূমি মন্ত্রণালয়

আইন শাখা-০১

www.minland.gov.bd

নং-৩১.০০.০০০০.০৪২.০৪.০১৯.০৮.৫৯৮; তারিখ: ৩০ জুন ২০১৫

পরিপত্র

এ মন্ত্রণালয়ের ০২/০৫/২০১০ খ্রি: তারিখের ভূমি: ম: /শা-৯/(বিবিধ)২১/১০-৫১২ নং স্মারকের মাধ্যমে জারিকৃত পরিপত্র এতদ্বারা বাতিলপূর্বক নামজারি, জমাভাগ ও জমা একত্রিকরণ বাবদ বিভিন্ন ফি নিম্নরূপে নির্ধারণ করা হলো।

আবেদনের জন্য কোর্ট ফি২০.০০ (বিশ) টাকা
নোটিশ জারি ফি৫০.০০ (পঞ্চাশ) টাকা
রেকর্ড সংশোধন বা হালকরণ ফি১০০০.০০ (এক হাজার) টাকা
প্রতি কপি মিউটেশন খতিয়ান সরবরাহ বাবদ১০০.০০ (একশত) টাকা

২। আবেদন ফি ছাড়া বাকিগুলো ডিসিআরের মাধ্যমে আদায় করতে হবে।

৩। এ আদেশ সারা বাংলাদেশে ১ জুলাই ২০১৫ থেকে কার্যকর হবে।

স্বাক্ষরিত/-

সিনিয়র সচিব

ভূমি মন্ত্রণালয়

আবেদন, নোটিশ জারি, রেকর্ড সংশোধন এবং মিঊটেশনের ফি সংশোধন সংক্রান্ত: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *