প্রশিক্ষনার্থীদের ইন্ডাস্ট্রিয়াল কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষন ইন্সটিটিউট (স্কিটি) এই কোর্সটি আয়োজন করেছে। কোর্সের মেয়াদ: ১২-০৯-২০২১ হতে ১৬-০৯-২০২১ পর্যন্ত।
যাদের জন্য প্রযোজ্যঃ
সম্ভাবনাময় ও বিদ্যমান শিল্প মালিকগণ, শিল্প কারখানায় নিয়োজিত কর্মকর্তা, ব্যবস্থাপকগণ ও কাজ করতে আগ্রহীগণ, কমপ্লায়েন্স অফিসার, ফ্রেশ গ্র্যাজুয়েট এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীগণ।
কোর্সের বিষয়বস্তুঃ
শিল্পের পরিচালনা সংক্রান্ত কর্মকান্ড, উৎপাদন ও মজুতমাল ব্যবস্থাপনা, পণ্যমান নিয়ন্ত্রন, পণ্য উন্নয়ন ও ডিজাইন, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, শিল্প নিরাপত্তা, আইএসও ৯০০১:২০১৫ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম (কিউএমএস), কিউএমএস পরিচিতি, শিল্পের পণ্য ও পরিষেবায় কিউএমএস এর প্রয়োগ, কিউএমএস এর বাস্তব প্রয়োগ, ইন্ডাস্ট্রিয়াল কমপ্লায়েন্স (পরিচিতি, গুরুত্ব, উপাদান, কার্যাবলী) ফায়ার সেইফটি বিল্ডিং সেইফটি, কেমিক্যাল ম্যানেজমেন্ট, ওয়েস্টেজ ম্যানেজমেন্ট, বায়ার্স কোড অফ কন্ডাক্ট, কমপ্লায়েন্স অডিট, সংশোধনী উদ্যোগ, শিল্প ব্যবস্থাপনায় আইএলও কনভেনশন সমুহ, শ্রম আইন ২০০৬ অনুযায়ী শিল্পে কর্মী শৃঙ্খলা বিধান, স্টোর ও ভান্ডার ব্যবস্থাপনা, শিল্প পন্যের লেবেলিং ও প্যাকেজিং কমপ্লায়েন্স সম্পর্কে বাস্তব ধারনা প্রদান ইত্যাদি।
কোর্সে অংশগ্রহণের সুবিধা সমূহ ও সনদপত্রঃ
সফলভাবে শিল্প প্রতিষ্ঠান পরিচালনায় সক্ষমতা অর্জনের পাশাপাশি সন্তোষজনক কোর্স সমাপ্তিতে সরকারি সনদপত্র প্রদান।
ঋণ সহায়তাঃ
সফলভাবে কোর্স সমাপ্তির পর সনদপত্র বিতরণ এবং সম্ভাবনাময় যোগ্য উদ্যোক্তাগণকে বিসিকের নিজস্ব তহবিল ও কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ প্রাপ্তিতে সহায়তা করা হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি। (মহিলাদের অগ্রাধিকার)
প্রয়োজনীয় কাগজপত্র:
সর্বশেষ সনদের ফটোকপি অথবা জীবন বৃত্তান্ত, ছবি (১কপি), জাতীয় পরিচয় পত্র (NID) এর ফটোকপি।
আবেদনের শেষ তারিখ: ১২-০৯-২০২১ সকাল ০৯.৩০ মিনিট পর্যন্ত, ক্লাশ শুরু সকাল ০৯.৩০ টা
রেজিষ্ট্রেশন:
আগে আসলে আগে ভিত্তিতে কোর্স ফি প্রদান করে রেজিষ্ট্রেশন করা যাবে। আসন সংখ্যা সীমিত। নিম্ন লিখিত বিকাশ নম্বরে কোর্স ফি প্রেরণ করে নাম, NID নম্বর ও ফোন নম্বর প্রদান করলে সংক্রিয়ভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে। অথবা সরাসরি স্কিটিতে এসেও রেজিষ্ট্রেশন করা যাবে।
প্রশিক্ষণ স্থান:
ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট
প্লট # ২৪/এ, রোড # ১৩/এ, সেক্টর # ৬, উত্তরা, ঢাকা-১২৩০
ও অনলাইনে ZOOM এপের মাধ্যমে।
আবাসন সুবিধা: ডরমিটরীতে নিজ খরচে স্বল্পমূল্যে থাকা- খাওয়ার ব্যবস্থা রয়েছে। সফলভাবে কোর্স সমাপ্তিতে সরকারি সনদপত্র প্রদান করা হবে। ইঞ্জি: মো: শফিকুল আলম, অধ্যক্ষ
ইন্ডাস্ট্রিয়াল কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কোর্স ২০২১: ডাউনলোড