বোয়েসেল অভিবাসন নিবন্ধন কার্যক্রম চলছে – ভাষা অপারদর্শীদের নিবন্ধন চলবে ৩১ আগস্ট পর্যন্ত চলবে– ইপিএস প্রার্থীদের জন্য নিবন্ধন ২০২২
বিকাশ পেমেন্টে কোন বাড়তি চার্জ দিতে হবে? – বিকাশের মাধ্যমে নিবন্ধন ফি প্রদান করে ট্রানজেকশন আইডি এবং পাসর্পোট আইডি দিয়ে eps.boesl.gov.bd ওয়েবসাইটে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। বিকাশ পেমেন্টে গ্রাহকের কোনো বাড়তি চার্জ দিতে হবে না। নিবন্ধন ফি বিকাশে পরিশোধ সুবিধা চালু করতে সম্প্রতি দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর একটি চুক্তি স্বাক্ষর করে। ইপিএস প্রার্থীদের জন্য নিবন্ধন ২০২২
কোরীয় ভাষা অপারদর্শী (লটারি) প্রার্থীদের নিবন্ধন কার্যক্রমে বিকাশ গেটওয়ের মাধ্যমে নিবন্ধন ফি ৫০০/- পেমেন্ট প্রসেস ফ্লো সংক্রান্ত গাইডলাইন। নিবন্ধন এর তারিখ ২৯ আগস্ট সকাল ১১ ঘটিকায থেকে ৩১ আগস্ট বিকাল ৫ ঘটিকায় পর্যন্ত। নিবন্ধন সাইট eps.boesl.gov.bd
বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ ও বোয়েসেল-এর কোম্পানি সেক্রেটারি মোঃ আবদুস সোবহান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। স্পেশাল ইপিএস টপিক সিবিটি-এর নিবন্ধন ও পরীক্ষা সংক্রান্ত নোটিশ ২০২২
বিকাশ মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন ফি প্রদানের ক্ষেত্রে বিকাশ অ্যাপ মেন্যু থেকে পে বিল সিলেক্ট করে তালিকা থেকে “বোয়েসেল” সিলেক্ট করতে হবে। বিল পিরিয়ড থেকে “ডিসেম্বর ২০১৯” সিলেক্ট করে পাসপোর্ট নাম্বার দিতে হবে। পেমেন্ট এর সার-সংক্ষেপ যাচাই করে স্ক্রিনের অ্যারো বাটনটিতে চাপ দিয়ে পরবর্তী ধাপে পিন নাম্বার দিতে হবে। এরপর নিচের বাটনটি চেপে ধরে রাখলে পে বিল সম্পন্ন হবে। পেমেন্ট কনফার্মেশন হয়ে গেলে বিস্তারিত তথ্য দেখতে পাওয়া যাবে। ট্রানজেকশন আইডিটি সংরক্ষণ করতে হবে।
মোবাইল ব্যাংকিং বিকাশেই পেমেন্ট করা যাবে / বিকাশ গেটওয়ের মাধ্যমে নিবন্ধন ফি ৫০০/- পেমেন্ট প্রসেস ফ্লো সংক্রান্ত গাইডলাইন
কোরিয়ায় দক্ষ-শ্রমিক হিসেবে কাজ করতে ইচ্ছুক বাংলাদেশীরা বিকাশের মাধ্যমে অভিবাসন নিবন্ধন ফি জমা দিতে পারবেন।
একইভাবে *২৪৭# ডায়ালের মাধ্যমে আবেদন ফি প্রদানের ক্ষেত্রেও সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে নিবন্ধন ফি প্রদান সম্পন্ন করা যাবে।
বোয়েসেল-এর অভিবাসন নিবন্ধন ও ফি পরিশোধ পদ্ধতি ২০২২
- আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে কোরীয় ভাষা অপারদর্শী (লটারি) প্রার্থীদের নিবন্ধন কার্যক্রম চলছে।
- তাছাড়া স্বতঃস্ফূর্তভাবে বিকাশ-এর পেমেন্ট রিসিভ হচ্ছে। সংশ্লিষ্ট সকলকে বিকাশ এ পেমেন্ট প্রদান সাপেক্ষে ট্রানজেকশন আইডি সংগ্রহ করে নিবন্ধন সম্পন্নের পরামর্শ দেয়া হলো।
- সংশ্লিষ্ট সকলকে থার্ড পার্টির উপর নির্ভর না করে এ সংক্রান্ত ডেমো ভিডিও এবং বিকাশ গেটওয়ের মাধ্যমে নিবন্ধন ফি ৫০০/- পেমেন্ট প্রসেস ফ্লো সংক্রান্ত গাইডলাইন ফলো করে দ্রুত নিবন্ধন সম্পন্ন করারও পরামর্শ দেয়া হলো।
- নিবন্ধন এর তারিখ ২৯ আগস্ট সকাল ১১ ঘটিকায থেকে ৩১ আগস্ট বিকাল ৫ ঘটিকায় পর্যন্ত। নিবন্ধন সাইট eps.boesl.gov.bd
- নিবন্ধনকালীন কোনো প্রার্থী সমস্যা/ জটিলতার সম্মুখীন হলে এ সংক্রান্ত গুগল ডকস ফর্ম https://forms.gle/DPihKbnugRUjAm2X8 এ চাহিত তথ্য দাখিল করার জন্য অনুরোধ করা হলো। তথ্য প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনে তাৎক্ষনিকভাবে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস বা ইমেইলে জানানো হবে।
- ডেমো ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=VuGPQ5YDWWI&t=9s
- পাসপোর্ট ও ছবি সংক্রান্ত নমুনা: http://www.boesl.gov.bd/…/2022-08-27-11-41…
- বিকাশ গেটওয়ের পেমেন্ট প্রসেস ফ্লো-এর স্থানে অবশ্যই আগস্ট ২০২২ নির্বাচন করে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
- অদ্য সকাল ১১ ঘটিকায় থেকে অদ্যাবধি পর্যন্ত নিবন্ধনের পরিসংখ্যান
আবেদনের সময়ই কি বিকাশে ফি পরিশোধ করা যাবে?
বিকাশ পেমেন্ট ২০২২ – বিকাশের মাধ্যমে নিবন্ধন ফি প্রদানের বিস্তারিত পদ্ধতি boesl.gov.bd ওয়েবসাইট থেকে জেনে নেয়ার সুযোগ থাকবে। ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানি ইন মোশন, বিশ্ব ব্যাংক গ্রুপের অর্ন্তগত ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ট ফিনান্সিয়াল এর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বিকাশ, ২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পেমেন্ট সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরনের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে।