দ্বিতীয় আদেশ জারির নির্দেশ – ই-নামজারি আবেদন বাবদ ফি জমা প্রদানের পর আদেশ ব্যতীত নামজারির আবেদন নামঞ্জুর – নামজারি আদেশ
খারিজ পদ্ধতি– ভূমি মন্ত্রণালয়ের ০২ নভেম্বর ২০২১ তারিখের ৫৬০ নম্বর পরিপত্রে ই-নামজারির আবেদনের সময় আবশ্যিকভাবে প্রথমেই কোর্ট ফি বাবদ ২০/-(বিশ) টাকা এবং নােটিশ জারি ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা জমা প্রদান করার নির্দেশনা রয়েছে।
উক্ত টাকা পরিশােধ করার পর আবেদনকারীর আবেদন সহকারী কমিশনার (ভূমি)র আইডিতে তালিকাভূক্ত হয়। সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক অনেক সময় ১ম আদেশের পূর্বেই অনেক আবেদন নামঞ্জুর করা হয়। সেক্ষেত্রে কি কারণে আবেদন নামঞ্জুর হয়েছে নাগরিক জানতে পারেন না। এটি ভূমি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহির অন্তরায়।
এক্ষেত্রে নাগরিকের ভােগান্তি লাঘবে এবং ভূমি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে সহকারী কমিশনার (ভূমি)গণের ১ম আদেশের পূর্বে নামজারি বাতিল করা যাবে না। আবেদনে কোন তথ্য অথবা কাগজপত্রের ঘাটতি থাকলে ১ম আদেশে তা উল্লেখ করে তথ্য/কাগজপত্র দাখিলের নির্দিষ্ট সময়সীমা প্রদান করতে হবে। আবেদনকারী কর্তৃক নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য বা কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে বা অন্য কোন কারণে না-মঞ্জুর হলে ২য় আদেশে সুনির্দিষ্টভাবে কারণ উল্লেখপূর্বক না-মঞ্জুর করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
নামজারি আদেশ দুটি জারি করতে হবে / গ্রাহককে না জানিয়ে আবেদন বাতিল করা যাবে না
ফি দিয়ে করা আবেদন বাতিল করতে হলে গ্রাহককে অবশ্যই আদেশ জারি করে কারণ জানাতে হবে।
Caption: order must be notfiy to applicant to cancel his/her application to annouce name of land
স্ক্যান কপি সংযুক্তি সম্পর্কিত নির্দেশবলী
- আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্রের সংযুক্তির ক্ষেত্রে স্ক্যান ফাইলটি অবশ্যই jpg, png অথবা pdf ফরমেটে হতে হবে ।
- অন্য কোন ফরমেটে হলে ফাইলটি আপলোড করা যাবেনা ।
- স্ক্যান ফাইলটির সাইজ অবশ্যই ২৫ মেগাবাইটের (MB) এর মধ্যে হতে হবে ।
- ফাইল সাইজ ২৫ মেগাবাইটের বেশি হলে https://www.pdf2go.com/resize-pdf অথাবা
- https://www.sejda.com/compress-pdf অথবা এধরনের যেকোন অনলাইন টুল ব্যবহার করে pdf ফাইল সাইজ অনেক কমিয়ে আনা যায় ।
- স্ক্যান ফাইলটি আপলোড হওয়ার পর তা কি ধরনের ফাইল (দলিল/খতিয়ান/ওয়ারিশ সনদ) তা ড্রপডাউন হতে সিলেক্ট করে দিতে হবে ।
জমির নামজারি বা খারিজ বলতে কি বোঝায়?
ই নামজারি – নামজারি’ বলতে-কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন বৈধ পন্থায় ভূমি/জমির মালিকানা অর্জন করলে সরকারি রেকর্ড সংশোধন করে তার নামে রেকর্ড হালনাগাদ করাকেই নামজারি বলা হয়। কোনো কারণে জমি হস্তান্তর হলে খতিয়ানে পুরোনো মালিকের নাম বাদ দিয়ে নতুন মালিকের নাম প্রতিস্থাপন করানোকে বলে মিউটেশন বা নামজারি বলে। এটি এখন অনলাইনে সম্পন্ন হয় বলে এটিকে ই নামজারি বা ইলেক্ট্রনিক নামজারি বলে।
ই-নামজারি আবেদন নামঞ্জুর কারণে দর্শানোর নির্দেশনা জারি: ডাউনলোড
নামজারি নামন্জুরের সার্টিফায়েড কপি কোথায় কিভাবে পাওয়া যাবে। এ বিষয়ে কোন পরিপত্র থাকলে কিভাবে সেটা পাওয়া যাবে।
জুলকার নায়েন।
01949760089
ভূমি অফিসে যোগাযোগ করতে হবে। যদি ভূমি অফিসকে বলা হয়েছে গ্রাহক বা নাগরিককে জানাতে।
ভালো তথ্য শেয়ার হইছে ,আপনাকে ধন্যবাদ।