এসএসসি পরীক্ষার্থীর বিশেষ নির্দেশনা ২০২২ । যে ১৩টি নির্দেশনা মেনে চলতে হবে

এসএসসি পরীক্ষার্থীর বিশেষ নির্দেশনা ২০২২ । যে ১৩টি নির্দেশনা মেনে চলতে হবে

এসএসসি পরীক্ষার জন্য বের হওয়ার পূর্বে সব ঠিক মত নিয়েছেন কিনা চেক করে নিন – মা বাবা ও মুরুব্বিদের দোয়া নিয়ে বের হউন – এসএসসি পরীক্ষার্থীর বিশেষ নির্দেশনা ২০২২

প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে নিন – ক্লিয়ার ব্যাগ চেক করে নিন। পেন্সিল, ক্যালকুলেটর, কলম ঠিকঠাক জিনিসপত্র সাথে নিয়েছেন কিনা। প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের ইনস্ট্রাকশন ফলো করুন। যে কোন জিনিস নিতে বাদ না পড়ে এ জন্য মায়ের সাথে এ বিষয়ে কথা বলে নিন।

এসএসসি পরীক্ষা শুরু আগে যা করবেন – কলম ,পেন্সিল, ইরেজার, আপনার পাসপোর্ট/ আইডি ও আপনার পরীক্ষার সময়সূচীটি নিয়ে যাবেন। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে থাকার চেষ্টা করবেন। কেন্দ্রে প্রদত্ত নির্দেশনা দেখে আপনার নির্দিষ্ট পরীক্ষা কক্ষটি জেনে নিন। কখন পরীক্ষা কক্ষে ঢুকবেন সে ব্যাপারে পরীক্ষা তত্ত্বাবধায়ক নির্দেশনা দেবেন। আপনার সময়সূচীটি হাতের কাছেই রাখুন। আপনার ক্যান্ডিডেট নাম্বারটি মনে রাখুন। একটি নির্দিষ্ট পরীক্ষা কক্ষে আপনার প্রার্থী নাম্বার নির্দিষ্ট করা ডেস্কেই আপনাকে বসতে হবে।

যেকোন পরীক্ষা হলে ঢোকার পর যা করবেন – আপনার মোবাইল ফোনটি সুইচ অফ করে দিন। মোবাইলে অ্যালার্ম/ রিমাইন্ডার থাকলে সেটিও বন্ধ করে দেবেন। আপনার সাথে যদি অন্য কোনো ইলেক্ট্রনিক ডিভাইস থাকে সেটিও বন্ধ করে দেবেন। হাতঘড়িতে অ্যালার্ম দেয়া থাকলে সেটিও বন্ধ করতে হবে। আপনার মোবাইল ফোন অথবা অন্যান্য অননুমোদিত জিনিস (বই, ব্যাগ ইত্যাদি) পরীক্ষা তত্ত্বাবধায়কের নির্দিষ্ট করে দেয়া স্থানে রাখুন।  আপনি সাথে পানির বোতল রাখতে পারবেন, তবে সেটা মাটিতে ডেস্কের পাশে রাখতে হবে। বোতলটি এমনভাবে রাখবেন যাতে কারো পায়ে লেগে কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে।  আপনি জায়গায় বসার পর পরীক্ষা তত্ত্বাবধায়ক আপনার পাসপোর্ট/ আইডি এবং সময়সূচীর কাগজটি দেখতে চাইবে। আপনিই প্রকৃত প্রার্থী কি না তিনি সেটি মিলিয়ে দেখবেন।  পরীক্ষা পরিদর্শক আপনাকে প্রশ্নপত্র দেবেন ( কোনো কোনো ক্ষেত্রে প্রশ্নপত্রের সাথে আলাদা উত্তরপত্র এবং/অথবা রাফ কাগজ থাকতে পারে)। যদি প্রশ্নপত্রে আপনার নামটি ভুল ছাপা হয় তাহলে সাথে সাথে পরীক্ষা পরিদর্শককে জানাবেন। পরীক্ষা পরিদর্শক আপনাকে প্রতিটি পেপার সম্পর্কে নির্দিষ্ট নির্দেশনা দেবেন। মনোযোগ দিয়ে নির্দেশনাগুলো শুনুন এবং কোনোকিছু নিয়ে যদি আপনার প্রশ্ন থাকে পরিদর্শককে জিজ্ঞেস করুন।

পরীক্ষা শুরু হবার পর যা করতে হবে- প্রশ্নপত্রের প্রথম পাতায় প্রদত্ত নির্দেশনাগুলো পড়ুন। যদি সাথে আলাদা উত্তরপত্র থাকে তাহলে তার নির্দেশনাগুলোও পরীক্ষা পরিদর্শক না বলা পর্যন্ত প্রশ্নপত্রের পাতা উল্টাবেন না। পরীক্ষা পরিদর্শক আপনাকে প্রতিটি পেপারের সময়সীমা জানিয়ে দেবেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই একেকটি পেপারের উত্তর দিতে চেষ্টা করবেন কারণ পরবর্তী পেপারের সময় শুরু হয়ে গেলে আপনাকে আর পূর্ববর্তী পেপারে উত্তর লিখতে দেয়া হবে না। পরীক্ষা পরিদর্শক আপনাকে জানিয়ে দেবে একেকটি পেপারে উত্তর লেখার জন্য আপনি কলম বা পেন্সিল কোনটি ব্যবহার করবেন।  আপনার যদি টয়লেটে যেতে হয় তাহলে আপনার সাথে নিরাপত্তাজনিত কারণেই একজন পরীক্ষা পরিদর্শকও সাথে যাবেন। কিছু বলতে হলে হাত তুলবেন। আপনি পরীক্ষা চলাকালীন সময়ে টয়লেটে গেলে সেজন্য আপনাকে অতিরিক্ত কোনো সময় দেয়া হবে না। লিখিত পরীক্ষার ১০ মিনিট বা ৫ মিনিট বাকি থাকতেই পরীক্ষা পরিদর্শক আপনাদের সতর্ক করে দেবেন।

SSC 2022 exam new routine এসএসসি পরীক্ষা ২০২২ নতুন তারিখ

New SSC Exam Routine 2022 অনুসারেই আজ ১৫/০৯/২০২২ তারিখ হতে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় নোটিশ বোর্ড 2022, ssc SSC Routine 2022, PDF Download 2022, পরীক্ষার রুটিন এসএসসি নতুন রুটিন, SSC 2022 exam date, SSC 2022 routine Vocational HSC exam Routine 2022, মাধ্যমিক পরীক্ষার রুটিন 2022,

Caption: SSC Exam Routine 2022

এস.এসসি পরীক্ষার দিনে যা করবে এবং যা করবেন না । পরীক্ষার দিনের নির্দেশনা ২০২২

  1. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
  2. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
  3. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনাে বিরতি থাকবে না। বহুনির্বাচনী (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২০ মিনিট এবং সৃজনশীল (CQ) রচনামূলক পরীক্ষার ক্ষেত্রে সময় ১ ঘন্টা ৪০ মিনিট।
  4. পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিনদিন পূর্বে সংগ্রহ করবে।
  5. সকল শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বাের্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে।
  6. পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রােল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাজ করা যাবে না।
  7. পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।
  8. প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
  9. কোন পরীক্ষার্থীর পরীক্ষা (সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক) নিজ বিদ্যালয়ে/প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।
  10. পরীক্ষার্থীগণ পরীক্ষায় নন-প্রােগ্রামাবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
  11. কেন্দ্র সচিব ছাড়া অন্য কোন ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মােবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না।
  12. সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।
  13. ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্র/ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
  14. পরীক্ষার ফল প্রকাশের ০৭ (সাত) দিনের মধ্যে পুনঃনিরীক্ষার জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে।

আপনার পরীক্ষা শেষ হয়ে গেলেই কি খাতা জমা দিয়ে চলে আসবেন?

না। পরীক্ষা শেষ হবার পর করণীয় ২০২২ – পরীক্ষার সময় শেষ হয়ে গেলে আপনাকে কলম বা পেন্সিল নামিয়ে রাখতে বলা হবে। পরীক্ষা পরিদর্শক সবার প্রশ্নপত্র, উত্তরপত্র ও রাফ কাগজ জমা নেয়ার পর আপনাদের পরীক্ষা কক্ষ ত্যাগ করার অনুমতি দেবেন। এইসময়টুকু আপনাকে সিটেই বসে থাকতে হবে।

এস.এসসি পরীক্ষার রুটিন ডাউনলোড করে নিন: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *