কেয়ারগিভিং কোর্স শেষে আপনি যে কোন হসপিটাল বা ব্যক্তি প্রতিষ্ঠানে নার্সিং সেবা দিতে পারবেন – কেয়ারগিভিং সেবার এখন ব্যাপক চাহিদা রয়েছে – কেয়ারগিভিং কোর্সে বিনামূল্যে প্রশিক্ষণ ২০২৩
CAREGIVER বা শুশ্রুষাকারী কে? – অসুস্থ্য বা মানসিক প্রতিবন্ধী সার্বক্ষণিক সার্বক্ষণিক দেখাশোনার জন্য নিয়োজিত ব্যক্তি যিনি এ বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে থাকে। সরকারিভাবে বা সিপ প্রজেক্টের মাধ্যমে বিনামূল্যে থাকা খাওয়া সহ কোন রকম কোর্স ফি ছাড়াই এ কোর্স করা যাবে। নারী এবং পুরুষগণ এ কোর্স করতে পারবেন।
কুমুদিনীতে কেয়ারগিভিং কোর্সে প্রশিক্ষণ কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন Skills for Employment Investment Program (SEIP) প্রকল্পের আওতায় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় নিম্নেলিখিত ০৬ (ছয়) মাস মেয়াদি Caregiving Course-এ সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই প্রশিক্ষণে অংশ গ্রহণের জন্য প্রয়ােজনীয় যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন।
প্রতি ব্যাচের ৫ (জন) প্রশিক্ষণপ্রাপ্তকে উল্লেখযােগ্য ফলাফলের ভিত্তিতে American Caregiver Association-এ উন্নততর Online কোর্সে বিনা খরচে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। দেশে ও বিদেশে এ কোর্সে দক্ষ জনশক্তির বেশ চাহিদা রয়েছে। তাই দেরী না করে বেকারত্ব ঘোচাতে আজই কোর্সে ভর্তি হয়ে যান। শুধু সময় ও আপনার শ্রম প্রয়োজন পড়বে।
SEIP প্রকল্পের আওতায় বিনা খরচে Kumudini CARES কুমুদিনীতে কেয়ারগিভিং কোর্সে প্রশিক্ষণ / সরকারি খরচে কোর্স করে দক্ষ হয়ে যান।
টাঙ্গাইল ও নারায়নগঞ্জ কেয়ারগিভিং কোর্স করানো হবে।
Caption: Skill For Employment Investment Program (SEIP)
কেয়ারগিভিং কোর্সে ভর্তি সংক্রান্ত সাধারণ শর্তাবলী ও সুযােগ-সুবিধা। কোর্স চলাকালে বৃত্তি প্রদান করা হবে
- প্রশিক্ষণের মেয়াদকাল ৬ মাস।
- নূন্যতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ।
- বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
- দরিদ্র, ক্ষুদ্র নৃ-গােষ্ঠী, নারী, প্রতিবন্ধী এবং সুবিধাবঞ্চিত প্রশিক্ষণার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- আবেদন পত্র ছত্রের যে কোন সময় গ্রহণ করা হয়।
- বিনা খরচে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
- প্রশিক্ষণকালীন ছাত্র এবং ছাত্রীদের বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে।
- প্রশিক্ষণের অংশ হিসেবে English ও Computer প্রশিক্ষণের সুযোগ আছে।
- প্রশিক্ষণ শেষে সাফল্যের সাথে উত্তীর্ণদের সনদপত্র এবং কর্মসংস্থানের সহায়তা প্রদান করা হবে।
- প্রশিক্ষণকালে মাসিক বৃত্তি প্রদান করা হবে।
কোর্স শেষে কি কোন ভাতা পাওয়া যাবে?
না – তবে ৬ মাস ব্যাপী কোর্স চলাকালে আপনি মাসিক ভিত্তিতে বৃত্তি পাবেন। থাকা খাওয়া যেহেতু ফ্রি তাই আপনার কোন প্রকার ব্যয় হচ্ছে না। কোন অর্থ খরচ না করেই আপনি কেয়ারগিভিং কোর্স শেষ করতে পারবেন এবং মজার ব্যাপার হচ্ছে আবেদন যে কোন সময় গ্রহণ করা হয় তাই আপনি ফ্রি আছেন এমন ৬ মাস বেছে নিতে পারেন এ কোর্স করার জন্য।
সিলেটে এই কোর্সটি করার সুযোগ নাই
খোজ নিয়ে দেখুন। সকল জেলায় নেই।
আমি করতে চাই।
কিভাবে এপ্লাই করবো
বিজ্ঞপ্তিস্থলে যোগাযোগ করুন। এ কাজের ভাল ডিমান্ড আছে। ৩০-৫০ হাজার টাকা পর্যন্ত বেতন হয়।
Ami Pabna thaki online e ki korte parbo
না। আপনার জেলা টিটিসিতে খোজ নিন।
আমি কোর্স করতে চাই।কোথায় যোগাযোগ করবো।
সার্কুলার হলেই যোগাযোগ করুন।
সিলেট আছে নি এই কোর্স
অপেক্ষা করুন চলে আসবে।