ক্ষুদ্রঋণ সেবা প্রতিষ্ঠানের কার্যক্রম সীমিত পরিসরে পরিচালনা সংক্রান্ত।
বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত এজেন্ট ব্যাংকিং সেবা, মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ও রেমিট্যান্স সেবা প্রদানসহ এ অথরিটির ইতোপূর্বে নির্দেশনার আওতায় সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বিশেষ করে অসহায় প্রান্তিক জনগোষ্ঠির মাঝে প্রয়োজনীয় মানবিক অসহায়তা, খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার, চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি বিতরণ;
মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি
পুফেশা প্লাজা (৭ম তলা)
৮ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক
বড় মগবাজার, রমনা, ঢাকা-১২১৭
এমআরএ/সার্কুলার লেটার নং-৬৩; তারিখ: ২৫ জুলাই ২০২১
বিষয়: মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর সনদপ্রাপ্ত আর্থিক সেবা প্রদানকারী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের কার্যক্রম সীমিত পরিসরে পরিচালনা।
প্রিয় মহোদয়,
উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, কোভিড-১৯ সংক্রমণের বিদ্যমান পরিস্থিতে মন্ত্রিপরিষদ বিভাগের ২৩ জুলাই ২০২১ সকাল ৬.০০ ঘটিকা হতে ০৫ আগষ্ট ২০২১ তারিখ দিবাগত রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত করোনা ভাইরাস জনিত সংকট মোকাবেলায় ২৩ শর্ত সম্বলিত বিধি নিষেধ আরোপ করা হয়েছে। উক্ত বিধি নিষেধের ২.৮ নং ক্রমিকের নির্দেশনার আওতায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক ১৯ জুলাই, ২০২১ তারিখের স্মারক নং ৫৩.০০.০০০০.২১১.৯৯.০১৫.২০.১৭৪ এর মাধ্যমে জারিকৃত নির্দেশনার আলোকে ক্ষুদ্রঋণ কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এমআরএ এর সনদপ্রাপ্ত সকল ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হলো:
১। করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় আগামী ২৫ জুলাই ২০২১ হতে ০৫ আগষ্ট ২০২১ পর্যন্ত (সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত) বিধি নিষেধ চলাকালে এতদবিষয়ক সরকারের সকল নির্দেশনা অনুসরণ করে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে সীমিত সংখ্যক জনবল দ্বারা সকল ৯.০০ টা হতে বিকাল ২.০০ ঘটিকা পর্যন্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম সংশ্লিষ্ট আর্থিক সেবা পরিচালনা;
২। বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত এজেন্ট ব্যাংকিং সেবা, মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ও রেমিট্যান্স সেবা প্রদানসহ এ অথরিটির ইতোপূর্বে নির্দেশনার আওতায় সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বিশেষ করে অসহায় প্রান্তিক জনগোষ্ঠির মাঝে প্রয়োজনীয় মানবিক অসহায়তা, খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার, চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি বিতরণ;
৩। বিধি নিষেধ চলাকালীন সময়ে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণকে চলাচলের সময় স্ব স্ব প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র বহন ও নিজস্ব ব্যবস্থাপনায় যাতায়াতের ব্যবস্থাকরণ এবং সরকার কর্তৃক সময়ে সময়ে ঘোষিত সংশ্লিষ্ট অন্যান্য নির্দেশনা অনুসরণ।
আপনাদের বিশ্বস্ত
মো: ইয়াকুব হোসেন
পরিচালক
ফোন: ৪৮৩১৫৭১৫
ক্ষুদ্রঋণ সেবা প্রতিষ্ঠানের কার্যক্রম সীমিত পরিসরে পরিচালনা সংক্রান্ত; ডাউনলোড