জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা, bdris.gov.bd search, জন্ম নিবন্ধন লগইন

জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা জানার নিয়ম ২০২২

নতুন জন্ম নিবন্ধন আবেদনের অবস্থা জানার পদ্ধতি – জন্ম বা মৃত্যু নিবন্ধন সংশোধন আবেদন জানার উপায় – জন্ম নিবন্ধন আবেদন স্ট্যাটাস

Birth Correction Application Status – জন্ম নিবন্ধন বা মৃত্যু নিবন্ধন সংশোধন বা নতুন আবেদন যা আপনি অনলাইনে করেছেন বা ইউনিয়ন পরিষদের মাধ্যমে সম্পন্ন করেছেন। যদি আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং জন্ম তারিখ জানা থাকে তবে আপনি অনলাইনে চেক করতে পারেন যে, আপনার জন্ম নিবন্ধন আবেদনটি গ্রহণ করা হয়েছে কিনা বা সম্পন্ন হয়েছে কিনা। যদি অনলাইনে স্ট্যাটাস ডেলিভারির জন্য রেডি দেখায় তবে এটি আপনি সংগ্রহ করতে যেতে পারেন।

আবেদনের অবস্থায় কি কি তথ্য দেখা যাবে? নিজের নাম, পিতা মাতার নাম, আবেদনের অবস্থা এবং প্রত্যাখ্যান যদি হয়ে থাকে তবে তার কারণ উল্লেখ করা থাকবে। যদি আপনি কোন তথ্য অসম্পূর্ণভাবে দিয়ে থাকেন অথবা ডকুমেন্ট আপলোড সঠিকভাবে না হয় তবে আবেদন বাতিল হতে পারে। যদি আপনি ঠিকানা যাচাইয়ে ইউটিলিটি বিলে, বাড়ি ট্যাক্স টোকেন, এনআইডি’র কপি ইত্যাদি কোন ডকুমেন্ট বা তথ্য সরবরাহ না করে থাকেন তবে আপনার আবেদন বাতিল হতে পারে। জন্ম নিবন্ধন অনলাইন আবেদন ২০২২ । পিতা মাতার জন্ম নিবন্ধন ও NID ছাড়াই আবেদন করা যাবে

আবেদন বাতিল হলে কি করবে? আবেদন বাতিল হলে আপনি পুনরায় আবেদন করতে পারবেন। আপনি পুনরায় সকল ডকুমেন্ট এবং তথ্য ঠিকমত সরবরাহ করে আবেদন সম্পূর্ণ করবেন। আবেদন শেষ করে প্রিন্ট কপি স্বাক্ষর করে সকল ডকুমেন্ট যুক্ত করে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা পৌর সভার জমা দিন এবংনির্ধারিত ফি পরিশোধ করুন। জন্ম নিবন্ধন ফি কত টাকা ২০২২

নতুন জন্ম নিবন্ধন আবেদনের অবস্থা জানার উপায় / জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা জানার উপায় ২০২২

নতুন আবেদন বা সংশোধনের জন্য আবেদনের স্ট্যাটাস বা অবস্থা জানতে Application ID এবং জন্ম তারিখ প্রয়োজন পড়বে।

আবেদনপত্রের অবস্থা - জন্ম নিবন্ধন

Caption: Birth Certificate Correction or New Birth Certificate Application ID 10585807

কোন কোন ধরনের আবেদনপত্রের অবস্থা অনলাইনে জানা যায়?

  1. জন্ম তথ্য সংশোধন এর আবেদন।
  2. জন্ম নিবন্ধন আবেদন।
  3. জন্ম তথ্য সংশোধন এর আবেদন।
  4. জন্ম নিবন্ধন সার্টিফিকেট পুনর্মুদ্রণ এর আবেদন।
  5. জন্ম নিবন্ধন সার্টিফিকেট বাতিল এর আবেদন।
  6. মৃত্যু নিবন্ধন আবেদন।
  7. মৃত্যু তথ্য সংশোধন এর আবেদন।
  8. মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট পুনর্মুদ্রণ এর আবেদন।
  9. মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট বাতিল এর আবেদন।

নতুন বা সংশোধিত আবেদনের ক্ষেত্রে ডকুমেন্ট আপলোড নিচ্ছে না কেন?

আপনার স্ক্যান করা ডকুমেন্ট বা মোবাইল ক্যামেরা দিয়ে তোলা ছবি বা ডকুমেন্টের সাইজ কোন ভাবে 100 KB এর বেশি হওয়া যাবে না। যদি বেশি হয় তা আপলোড হবে না। সঠিক সাইজে ফাইল কনভার্ট করে অত:পর আপলোড করুন। File Resize করতে এই লিংক ভিজিট করুন: www.sejda.com/resize-pdf

নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন কিভাবে করতে হয়?

নিবন্ধক কার্যালয়ের জন্য আপনার জন্ম স্থান বা স্থায়ী ঠিকানার বিভাগ, জেলা, প্রভৃতি ধাপ পার হয়ে ওয়ার্ড পর্যন্ত নির্বাচন করতে হবে। অনলাইন জন্ম নিবন্ধনের আবেদন ফরম প্রথমে বাংলায় (ইউনিকোড) ও পরবর্তীতে ইংরেজিতে পূরণের পর প্রয়োজনীয় সম্পাদনা করে সংরক্ষণ বাটনে ক্লিক করুন। সংরক্ষণ বাটনে ক্লিক করলেই আবেদন পত্রটি সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে স্থানান্তিরত হয়ে যাবে, আবেদনকারীর আর কোন সংশোধনের সুযোগ থাকবে না। অতঃপর পরবর্তী ধাপে প্রিন্ট বাটনে ক্লিক করলে আবেদন পত্রের মুদ্রিত কপি পাবেন। সনদের জন্য ১৫ দিনের মধ্যে উক্ত আবেদন পত্রে নির্দেশিত প্রত্যয়ন সংগ্রহ করে প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্রের সত্যায়িত কপিসহ নিবন্ধক অফিসে যোগাযোগ করুন। অনলাইনে আবেদন করতে এই লিংক ভিজিট করুন: bdris.gov.bd/br/application

Birth Certificate Application Status । আবেদনের বর্তমান অবস্থা চেক করবেন যেভাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *