জমি মিউটেশন করার পদ্ধতি ২০২৩ । যে সকল কাগজপত্র যুক্ত করে আবেদন করতে হয় - Technical Alamin
ভূমি সেবা অনলাইন

জমি মিউটেশন করার পদ্ধতি ২০২৩ । যে সকল কাগজপত্র যুক্ত করে আবেদন করতে হয়

মিউটেশনের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম ভূমি মন্ত্রণালয়ের ওয়েব সাইট (www.minland.gov.bd), সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, ইউনিয়ন সহকারী কর্মকর্তার কার্যালয়, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র থেকে সংগ্রহ করা যাবে। তবে অনলাইনেও আপনি মিউটেশনের আবেদন করতে পারবেন। Link: mutation.land.gov.bd

মিউটেশনের আবেদনের সাথে যেসব কাগজপত্র দাখিল করতে হবে

  1. ক্রয়ের ক্ষেত্রে ক্রয়ের মূল দলিলের সার্টিফাইড কপি/ ফটোকপি ও প্রয়ােজনীয় বায়া দলিলের সার্টিফাইড কপি/ ফটোকপি।
  2. মৃত্যুর ক্ষেত্রে ওয়ারিশান সনদপত্র (অনধিক ৩ মাসের মধ্যে ইস্যুকৃত)
  3. হেবাদানের ক্ষেত্রে হেবা দলিলের কপি।
  4. সংশিষ্ট খতিয়ানের সার্টিফাইড কপি/ ফটোকপি
  5. ভূমি উন্নয়নর কর পরিশােধের দাখিলা।
  6. আবেদনকারীর/প্রতিনিধির ১ (এক) কপি পাসপাের্ট সাইজের ছবি।

জমি মিউটেশন বা নামজারি বা খারিজ ফি কত?

নামজারী ও জমাভাগ এবং নামজারী একত্রীকরণ ফি বাবদ মােট =১১৭০/=(এগার শত সত্তর) টাকা। ব্রেক আপগুলো নিম্নে উল্লেখ করা হলো। ১১৭০ বাবদ বিস্তারিত তথ্য।

  • আবেদন বাবদ কোর্ট ফি =২০/= (বিশ) টাকা।
  • নােটিশ জমা ফি = ৫০/= (পঞ্চাশ) টাকা।
  • রেকর্ড সংশােধন ফি =১০০০/= (এক হাজার) টাকা।
  • প্রতি কপি মিউটেশন খতিয়ান ফি=১০০/= (একশত) টাকা।

 সর্বমােট=১১৭০/= (এগার শত সত্তর) টাকা।

বেশি অর্থ দাবী করলে অভিযোগ কোথায় করবেন?

 মিউটেশন কি

মিউটেশন কার্যক্রম সমাপ্তের মেয়াদ ও অন্যান্য বিষয়

  • মালিকানার বিষয়ে বিতর্ক না থাকলে আবেদনের তারিখ থেকে সর্বোচ্চ ৪৫ (পয়তাল্লিশ) কার্যদিবসের মধ্যে মিউটেশন কার্যক্রম সমাপ্ত করা হবে।
  • আবেদনকারীকে নিদিষ্ট সময়ের মধ্যে ইউনিয়ন ভূমি অফিসে প্রয়ােজনীয় রেকর্ড দেখাতে হবে এবং নির্ধারিত তারিখে যথা সময়ে শুনানীতে উপস্থিত হতে হবে।
  • আবেদনকারীকে স্বয়ং আবেদন করিতে হবে। কোন যৌক্তিক কারণে সমর্থ না হলে ক্ষমতাপত্রের মাধ্যমে উপযুক্ত প্রতিনিধি প্রেরণ করতে হব।
  • দালাল বা টাউটের মাধ্যমে দাখিলকৃত আবেদন বাতিল করা হবে।

সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। অনুচ্ছেদ-২১(২), বাংলাদেশ সংবিধান। সেবা প্রদানের ক্ষেত্রে ধৈর্য, নিষ্ঠা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা সচেষ্ট।

সূত্র: জমি মিউটেশন সংক্রান্ত

3 thoughts on “জমি মিউটেশন করার পদ্ধতি ২০২৩ । যে সকল কাগজপত্র যুক্ত করে আবেদন করতে হয়

  • জমিতে কোন অভিযোগ থাকলে সেই জমি মিউটেশন করা যাবে ?
    দয়াকরে জানানবেন

    Reply
  • অনেক ভালো লিখেছেন

    Reply
  • এই কাজ টি অনলাইন হওয়ার জন্য আমি বিদেশ থেকে চেষ্টা করবো

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *