পেশদার লাইসেন্স নবায়নে ডোপ টেস্ট

Dope Test For Professional Driving Licence । ডোপ টেস্ট সনদ বাধ্যতামূলক

পেশাদার ড্রাইভিং লাইসেন্স পেতে ডোপ টেস্ট সনদ – ডোপ টেস্ট রিপোর্ট সনদ বাধ্যতামূলক – ডোপ টেস্ট

ড্রাইভিং লাইসেন্স এ ডোপ টেস্ট – মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নকল্পে আগামী ৩০শে জানুয়ারি, ২০২২ থেকে পেশাদার মােটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স ইস্যু/নবায়নকালে প্রার্থীর আবেদনপত্রের সাথে সরকারি হাসপাতাল কর্তৃক সম্পাদিত ডােপটেস্ট রিপাের্ট/সনদ দাখিল করতে হবে।

ডােপটেস্ট রিপাের্টসনদ পজিটিভ হলে (মাদক সেবনের আলামত পাওয়া গেলে) বা এতে কোনাে বিরূপ মন্তব্য থাকলে সেক্ষেত্রে পেশাদার ড্রাইভিং লাইসেন্স ইস্যু/নবায়ন করা হবে না।

এই ডােপটেস্ট সারাদেশে সকল পর্যায়ের সরকারি হাসপাতালে এবং ঢাকা মহানগরীর ক্ষেত্রে ৬টি প্রতিষ্ঠানে [ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, শের-ই-বাংলা নগর, ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন এন্ড রেফারেল সেন্টার, শের-ই-বাংলা নগর, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), শের-ই-বাংলা নগর, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা] করা যাবে।

যে সকল হাসপাতালে ডোপ টেস্ট করা যাবে / সারা দেশে সকল পর্যায়ের সরকারি হাসপাতালে ডোপ টেস্ট

ডোপ টেস্ট ছাড়া কোন পেশাদারী ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা ইস্যু করা যাবে না।

dope test for driving licence

Caption: আগামী ৩০ জানুয়ারি ২০২২ হতে ডোপ টেস্ট সনদ বাধ্যতামূলক করা হয়েছে।

কোন কোন হসপিটালে ডোপ টেস্ট করা যাবে?

  1. ডােপটেস্ট সারাদেশে সকল পর্যায়ের সরকারি হাসপাতালে 
  2. ঢাকা মহানগরীর ক্ষেত্রে ৬টি প্রতিষ্ঠানে হতে করা যাবে তা নিম্নরূপ-
  3. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
  4. জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, শের-ই-বাংলা নগর, 
  5. ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন এন্ড রেফারেল সেন্টার, শের-ই-বাংলা নগর, 
  6. জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, 
  7. জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), শের-ই-বাংলা নগর, 
  8. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা

ডোপ টেস্টে কত খরচ হয়?

ডোপ টেস্ট – জনপ্রতি ‘ডোপ টেস্ট’ ফি গুনতে হচ্ছে ৯০০ থেকে দুই হাজার টাকা। চাকরিতে ঢোকার ডোপ টেস্ট খরচ কত?

চাকরিতে ঢোকার ডোপ টেস্ট খরচ কত?

4 comments

  1. আমার ড্রোপ টেস্টা খুজে পাচ্ছিনা এখন আমি কী করবো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *