ন্যাশনাল ব্যাংক ডাবল বেনিফিট স্কিম ২০২৩ । ফিক্সড আমানতের উপর ১৩.৪০% সুদ পাওয়া যাবে?

ন্যাশনাল ব্যাংক ডাবল বেনিফিট স্কিম ২০২৪ । ফিক্সড আমানতের উপর ১৩.৪০% সুদ পাওয়া যাবে?

ঋণের সুদ হার বৃদ্ধির পর এবার আমানতের উপরও সুদ হার বৃদ্ধি করা হয়েছে – ন্যাশনাল ব্যাংক আমানত সংগ্রহে এখন বিশেষ স্কিম অফার করছে- National Bank Double Benefit Scheme 2024

নতুন সুদ হার কি কার্যকর হয়েছে? – হ্যাঁ। গত ১২ নভেম্বর ২০২৩ থেকে কার্যকর ডাবল বেনিফিট অ্যাকাউন্টের (DBA) সংশোধিত সুদের হারের অধীনে জমাকৃত পরিমাণ ০৮ বছর ০৬ মাসের পরিবর্তে ০৫ বছর ০৬ মাসে দ্বিগুণ হবে, যার কার্যকর সুদ হার হল ১৩.৪০ % pa ডাবল বেনিফিট অ্যাকাউন্ট ( DBA) একাধিক টাকায় খোলা যাবে এবং ১,০০,০০০ (এক লাখ) টাকা কোনো উচ্চ সীমা ছাড়াই রাখা যাবে। সাড়ে ৫ বছর পরে ২ লক্ষ টাকা পাওয়া যাবে।

পূর্বে রাখা আমনতের সুদ হার কি একই থাকবে? হ্যাঁ। ১২ নভেম্বর ২০২৩ থেকে খোলা স্কিমের আমানতের বিপরীতে ক্রেডিট সুবিধা প্রদানের ক্ষেত্রে, উপরে বর্ণিত সুদের হার ন্যূনতম ঋণের হার নির্ধারণে ব্যবহার করতে হবে। উপরে উল্লিখিত সংশোধনগুলি ব্যতীত, পরবর্তী বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত সংশ্লিষ্ট স্কিমের আমানতের অন্যান্য সমস্ত বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকবে। ১১ নভেম্বর ২০২৩ তারিখে বা তার আগে খোলা স্কিম ডিপোজিট যেমন আছে তেমনই চলবে। সংশোধিত সুদের হার এবং অর্থপ্রদানের সময়সূচী এবং মেয়াদ ১২ নভেম্বর ২০২৩ থেকে খোলা বা পুনর্নবীকরণ করা সেই স্কিমের আমানতের জন্য প্রযোজ্য হবে।

সুদ বা মুনাফা পরিশোধের সময় কি ভ্যাট ট্যাক্স কাটা হবে? হ্যাঁ। সরকার সময়ে সময়ে প্রচারিত হিসাবে আবগারি শুল্ক, ভ্যাট এবং আয়কর অ্যাকাউন্ট থেকে আদায় করতে হবে। উপরে দেখানো আমানত স্কিমগুলির গণনাগুলি আবগারি শুল্ক, ভ্যাট, আয়কর এবং অন্যান্য চার্জ (যদি থাকে) বাদ দিয়ে গণনা করা হয়েছে৷ উপরের স্কিমের আমানতের পরিপক্ক মূল্য / প্রাপ্য পরিমাণ সরকারী নিয়ম অনুসারে কাটতির কারণে আলাদা হতে পারে। স্কিম ডিপোজিটের কিস্তির পরিমাণ রাউন্ড অফ করা হয়েছে।

National Bank Double Benefit Scheme 2024 / আমানতের উপর নতুন সুদ হার প্রযোজ্য হইবে

কোনও কোনও ব্যাংক ১৩ দশমিক ৪০ শতাংশ পর্যন্ত সুদে আমানত নিচ্ছে। এর ফলে মানুষের হাতে থাকা নগদ টাকা ব্যাংকে ফিরতে শুরু করেছে। সরকারি পদ্মা ব্যাংক এখন মেয়াদি আমানত নিচ্ছে ১০ শতাংশ পর্যন্ত সুদে। ন্যাশনাল ব্যাংক বিশেষ সঞ্চয় স্কিমে সাড়ে পাঁচ বছরে দ্বিগুণ তথা ১৩ দশমিক ৪০ শতাংশ সুদ দিচ্ছে। শরিয়াহভিত্তিক সোশ্যাল ইসলামী ব্যাংক তিন বছরমেয়াদি আমানতে রাখলে দিচ্ছে সাড়ে ৯ শতাংশ মুনাফা।

Caption: Info Source

ব্যাংক আমানতের সুদ হারে বড় পরিবর্তন ২০২৪ । কোন ব্যাংকের ফিক্স ডিপোজিটে সুদ বেশি?

  1. বেসরকারি পদ্মা ব্যাংক এখন মেয়াদি আমানত নিচ্ছে ১০ শতাংশ পর্যন্ত সুদে।
  2. ন্যাশনাল ব্যাংক বিশেষ সঞ্চয় স্কিমে সাড়ে পাঁচ বছরে দ্বিগুণ তথা ১৩ দশমিক ৪০ শতাংশ সুদ দিচ্ছে।
  3. শরিয়াহভিত্তিক সোশ্যাল ইসলামী ব্যাংক তিন বছরমেয়াদি আমানতে রাখলে দিচ্ছে সাড়ে ৯ শতাংশ মুনাফা।
  4. গত অক্টোবর শেষে ব্যাংক খাতের মোট আমানত ছিল ১৬ লাখ ৩৬ হাজার কোটি টাকা।
  5. গত বছরের একই সময়ের তুলনায় যা ৯ দশমিক ৮০ শতাংশ বেশি।

কেন মানুষ উচ্চসুদেও টাকা রাখতে যায় না?

সচেতন মানুষ আমানত রাখার ক্ষেত্রে সুদহার বেশির চেয়ে যথাসময়ে আমানত ফেরত পাওয়ার নিশ্চয়তার বিষয়টি বেশি বিবেচনায় নেয়। এজন্য সংকটে থাকা ব্যাংকগুলো উচ্চ সুদ অফার করলেও অনেক সময় কাঙ্ক্ষিত আমানত পায় না। সংকটে পড়া ব্যাংক অনেক সময় ঋণের সর্বোচ্চ সীমার বেশি সুদে আমানত নেয়। অবশ্য সুদ বেশি সত্বেও এই ব্যাংকগুলোতে অনেকেই আমানত রাখতে চান না। কারণ সংকটে পড়া ব্যাংক আরও সংকট পড়লে আমানত ঝুঁকির মুখে পড়তে পারে এই ভয়ে। আর সর্বোচ্চ সুদে আমানত নিয়ে হয়তো ব্যাংকটি স্বল্প মেয়াদে টিকে থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *