ফ্রিল্যান্সিং শব্দটি শুনলে মনে দোল লাগে। শিক্ষিত সমাজের অনেকের মনেই ঘরে বসে কাজ করার বিষয়টি মাথায় খেলে। কেউ বা প্রবল আগ্রহ নিয়ে লেগে পড়েন ফ্রিল্যান্সার শিক্ষার কাজে। কিভাবে শুরু করবেন তাই ভেবে পান না। কেউ বা মনে করেন কিছু টাকা বিনিয়োগ করে অনলাইন থেকেই আয় করার কৌশলটির ট্রেনিং নিয়ে নিই।
ফ্রিল্যান্সিং শিখতে টাকা খরচ করা লাগে?
ফ্রিল্যান্সিং কি আপনাকে আগে সেটি বুঝতে হবে। ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা যেখানে চাকরিই করতে হয় অর্থাৎ অনেকগুলো চাকরি একসাথে করতে হয়। কাজ করার কোন টাইম টেবিল নাই। মোট কথা আপনাকে পরিশ্রম করেই আয় করতে হবে। কোন নির্দিষ্ট চাকরি করতে যেমন প্রতিদিন ৮ ঘন্টা সময় দিতে হয়। ঠিক ফ্রিল্যান্সিং করতেও ৮-১৬ ঘন্টাও সময় দেয়া লাগতে পারে তাই আপনাকে এমন বিষয়কে কাজ শিখতে হবে যা অনলাইনে চাহিদা রয়েছে। এই কাজ শেখার জন্য অতীতে পর্যাপ্ত রিসোর্স অনলাইনে ছিল না বর্তমানে বিভিন্ন ভাষায় ব্লগ ও ইউটিউব ভিডিও রয়েছে অসংখ্যা যা আপনি সার্চ করেই খুজে নিতে পারেন। Youtube থেকেই শিখুন ফ্রিল্যান্সিং!
তবে আপনি পেইড ফ্রিল্যান্সিং ট্রেনিং গ্রহণ করতে পারেন তবে সেটি অবশ্যই ট্রাস্টেড কোম্পানি বা ব্যক্তির নিকট হতে এতে করে সকল কিছু আপনাকে প্রাথমিক ভাবে খোজাখুজি করতে হবেনা। সার্চিং দক্ষতাটি আপনার আয়ত্ত করতেই হবে। তবে নতুনদের আমি বলবো আপনি অবশ্যই নিজে নিজেই শিখুন প্রতিদিনই আপনাকে কিছু না কিছু শিখতেই হবে তা আপনি অনলাইন থেকে আয় করা শুরু করলেও আপনাকে তথ্য ও প্রযুক্তি সম্পর্কে স্পষ্ট ধারনা প্রতিদিনই নিতে হবে। তাই টাকা খরচ করে নয়, ফ্রি ব্লগ, ইউটিউব ভিডিও ও ফ্রি অনলাইন রিসোর্ট থেকে আপনার হাতে খড়ি হতে পারে। আপনার অনলাইন আয় শুরু হলে আপনি কিছু Premium or Paid Course করে নিতে পারেন। প্রথমত নতুন থাকা অবস্থায় আপনি কোন কোর্স করতে গেলে প্রতারিত হতে পারেন অনলাইনে প্রতারকের জাল বিছানো রয়েছে। ঘরে বসে আয় করুন pdf download free । অনলাইনে আয় PDF বই সংগ্রহ করুন।
ফ্রিল্যান্সিং এ অল্প পরিশ্রমে নাকি অনেক টাকা আয় করা যায়? । তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। একজন রিক্সাওয়ালাকে আপনি ২০ টাকা কখন দেন চিন্তা করে দেখুন তো?
ফ্রিল্যান্সিং শিখতে আপনাকে ধৈর্য্যশীল ও পরিশ্রমী হতে হবে।
ফ্রিল্যান্সিং শিখতে কোন কোর্সটি করবো?
ফ্রিল্যান্সিং শিখতে চান? ফ্রিল্যান্সিং শেখানোর জন্য অনেক পন্ডিত অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছেন। আপনি ফেসবুক বা গুগল স্ক্রল করলেই এসব বিজ্ঞাপনের খপ্পরে পড়ে যাবেন। তবে মনে রাখুন যে, যারা ডাকঢোল বাজিয়ে প্রচারের মাধ্যমে কোর্সে ভর্তি করছে তারা মূলত প্রকৃত ফ্রিল্যান্সিং পেশা হতে নিজেরাই আয় করতে পারেনি তাই কোর্স বিক্রি করে আয় করতে চেষ্টা চালাচ্ছে। ফ্রিল্যান্সার নাসিমের মত অনেক ফ্রিল্যান্সার পাবেন যারা উচ্চ কোর্স ফি নিয়ে আপনাকে কোর্স শেখাতে চেষ্টা করবেন। আমি আপনাকে শুরুর দিকে পরামর্শ দিবো আপনি নিজেই গুগল সার্চ করে এবং ইউটিউব ফ্রি ভিডিও দেখে দেখে চেষ্টা করুন। অনেকেই হয়তো আপনাকে বলবে আপনার কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে বেসিক ধারণাও থাকতে হবে না। আপনাকে দিয়েই অনলাইনে আয় করানো সম্ভব কিন্তু মনে রাখবেন তারা শুধুমাত্র আপনার কাছে কোর্স বিক্রি করতেই এসব কথা বলছে। অনলাইন এবং কম্পিউটার বেসিক জ্ঞান যাদের নাই তারা কোন ভাবেই আর যাই হোক ফ্রিল্যান্সিং করার সাহস করবেন না। ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা এখানে আপনার জায়গা করে নিতে হলে নিজের চরকায় নিজেকেই তেল দেওয়া শিখতে হবে। অনলাইনে আয় করার ওয়েবসাইট : যে সাইট গুলো আপনাকে ঠকাবে না।
আপনি কোন কাজে দক্ষ বা অভিজ্ঞ হয়ে গেলে আপনার হয়তো কোন কাজের অভাব হবে না এটি যেমন ঠিক তেমনি কোনো কাজে দক্ষ হতে হলে আপনাকে প্রচুর সময় ব্যয় করতে হবে। অনলাইনে শর্টকাট বলতে কোন পথ নেই। তাই কোন কোর্সগুলো শিখবেন তা আপনি অনলাইনে খুজে বের করতে পারেন। ধরুন আপনি ওয়েব ডিজাইন শিখবেন তবে আপনাকে ওয়েব ডিজাইনের সাবক্যাটাগরি গুলোকে আপনার চিনতে হবে এবং রিসার্চ করে সাবক্যাটাগরিগুলোতে দক্ষ হলেই আপনি পূর্নাঙ্গ Web Designer হয়ে উঠবেন। Web design in upwork লিখে সার্চ করুন দেখবেন অনেকগুলো ক্যাটাগরি দেখাচ্ছে সেখান থেকে ফ্রিল্যান্সারদের প্রফাইলগুলো ঘটাঘাটি করুন এবং দেখুন তারা সাবক্যাটাগরি কি কি শেখে এসেছেন এবং সে সব ক্যাটগরি হতে তা কি পরিমাণ আয় করছেন। যেমন ধরুন Web design in upwork সার্চ রেজাল্ট হতে আমি Angelyn S., Web Designer এর Upwork Profile যদি দেখি তাহলে দেখতে পাব যে, তিনি নিচের স্কিলগুলো আয়ত্ত করেছেন। গৃহিনীদের অনলাইনে আয়ের কোন সুযোগ আছে কিনা।
Skills
- User Interface Design
- Adobe Illustrator
- Adobe Photoshop
- Web Design
- Photography
- Photo Editing
- Adobe Photoshop Lightroom
- User Experience Design
- Graphic Design
এই মেয়েটি প্রতি ঘন্টা কাজের জন্য ১৫ ডলার চার্জ করেন এবং ২টি কাজের জন্য ৯২৩ ঘন্টা কাজ করেছেন। ৯২৩ ঘন্টা কাজের জন্য ১৩,৮৪৫ ডলার আয় করেছেন। বাংলাদেশী টাকায় ২০১৯ সালে আপওয়ার্কে যোগদান করে ১১,৬২,৯৮০ টাকা আয় করেছেন। আমরা শুধু এখন ডাক্তার ইঞ্চিনিয়ার হতে চাই না। একজন দক্ষ ফ্রিল্যান্সার একজন ডাক্তারের থেকেও অনেক বেশি অর্থ বৈধ উপায়ে আয় করে থাকেন। ইউটিউব থেকে কেমন আয় আসে।
কোন বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং শিখবো?
আমরা অনেকেই ফ্রিল্যান্সিং শেখার আগ্রহ নিয়ে শুরু করতে চাইলেও কোন বিষয় খুজে পাই না। কোন বিষয়ে মার্কেটে কাজের চাহিদা আছে সেটি খুজে পেতে আমাদের প্রচুর সময় ব্যয় হয়। মোট কথা আমরা কাজের Niche বা ক্যাটাগরিজ খুজে পাইনা। নিচের যে কোন ক্যাটাগরি নিয়ে আমার লার্নিং আজই শুরু করে দিতে পারেন।
A
B
C
D
E
F
G
I
L
M
P
R
S
T
W
কাজ শিখে দেখা গেল ঐ বিষয়ে কাজ পাওয়া যাচ্ছে না
আপনি যদি নিচের যে কোন একটি বিষয় নিয়েও কাজ শিখেন এবং প্র্যাকটিসের মাধ্যমে দক্ষ হয়ে উঠেন তবে আপনার কাজের অভাব হবে না। Upwork একটি গ্লোবাল প্লাটফর্ম সেখানে থেকে আপনি চাইলে আপনার উপরের ক্যাটাগরি থেকে শেখা কাজ পেতে পারেন তাই নয়। উপরের কোন একটি বিষয়ে অপনি দক্ষ হলে অন্যান্য মার্কেট প্লেসেও আপনার কাজের অভাব হবে না। Student দের জন্য অনলাইন আয়ের উপায় ২০২৪
অনলাইন থেকে ফ্রিল্যান্সিং কোর্স করাটা কতটা যৌক্তিক?
আমি আপনাকে অনলাইনে English Learning কোর্সগুলো করতে বলবো তা আপনি ১০ মিনিট বা ঘুড়ি লার্নিং যেখান থেকেই শিখুন না কেন। তারপর নিজেই অনলাইন ফ্রি রিসোর্স ঘাটাঘাটি করে বেসিক কাজগুলো শিখে নিন তারপর আপনি কোন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হতে দু’একটি অনলাইন কোর্স করে নিতে পারেন। আমি আগেই বলেছি কোন ভাবে ধোকাবাজদের খপ্পরে পড়তে যাবেন না, মনে রাখবেন অনলাইনে অর্থ আয়ের শর্টকাট কোন উপায় নেই। যেই আপনাকে শর্টকাট আয়ের কথা বলবে সেখানেই ঘাপলা আছে। তাই ফ্রিল্যান্সিং পেশায় আসুন, কোর্স শিখতে সতর্ক থাকুন।
বি:দ্র: দক্ষ অর্জনের জন্য আপনাকে পর্যাপ্ত সময় ব্যয় করতে হবে। “আপনি যদি কোনো একটি বিষয়ে ১০,০০০ ঘণ্টা অনুশীলন করেন, তবে আপনি ওই বিষয়ে একজন বিশেষজ্ঞ হয়ে উঠবেন। সুতরাং, একজন বিশেষজ্ঞ হতে আপনার প্রয়োজন টানা দশ বছর কোনো একটি বিষয়ে (বা কাজে) প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা করে অনুশীলন করা।” এই নীতিটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করেছে, তিনি স্বনামধন্য সাংবাদিক-লেখক ম্যালকম গ্লাডওয়েল। তিনি তার ২০০৮ সালে প্রকাশিত বেস্টসেলার আউটলায়ার্স: দ্য স্টোরি অভ সাকসেস
Very good website regarding useful tips trick knowledge .