বাংলাদেশে প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত।
আজ ২৮ জুলাই ২০২১ বিশ্ব হেপাটাইটিস দিবস। বাংলাদেশে প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত। আপনি জানেন কি? আক্রান্ত রোগীর প্রায় ২০ হাজার রোগী প্রতিবছর হেপাটাইটিসে মারা যায়। হেপাটাইটিসে আক্রান্ত রোগরীদের ১০ জনের ৯ জনই জানে না যে, তিনি এই ভাইরাসে আক্রান্ত।
হেপাটাইটিস সংক্রমণের জন্য দায়ী
- সংক্রমিত রক্ত গ্রহণ।
- অরক্ষিণ যৌন মিলন।
- হেপাটাইটিস বি অথবা সিতে আক্রান্ত মা থেকে সন্তানে সংক্রমণ।
- সংক্রমিত সূঁচ বা রেজার ব্যবহারের মাধ্যমে।
- কান ফোঁড়ানো বা Tatto-এর মাধ্যমে।
- অসচেতনভাবে দাতেঁর চিকিৎসা।
- সার্জারি করার ক্ষেত্রে জীবানুমুক্ত নয় এরূপ যন্ত্রের ব্যবহার।
- দূষিত খাদ্য অথবা পানীয় গ্রহণ।
হেপাটাইটিস প্রতিরোধের উপায়
- নিয়মিত রক্ত পরীক্ষা করানো।
- রোগীর শরীরে ক্ত ও রক্তের বিভিন্ন উপাদান প্রবেশ করানোর পূর্বে তা পরীক্ষা করা।
- অনিরাপদ যৌন মিলন থেকে বিরত থাকা।
- সূঁচ ব্যবহারে সাবধনতা অবলম্বন করা।
- ডিসপোজিবল সিরিঞ্জ ব্যবহার করা বাইরের খোলা খাবার ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকা।
হেপাটাইটিস পরীক্ষা করার জন্য আপনার নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। সূত্র: রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্ত, ঢাকা।