বিআরটিএ নোটিশ ২০২৩ । অনলাইনে যথাযথ ডকুমেন্ট আপলোড না করলে আবেদন বাতিল

বিআরটিএ নোটিশ ২০২৩ । একই দিনে লার্নার লাইসেন্সের ফ্রন্ট সাইডে এনডোর্স করতে হবে

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদনের ক্ষেত্রে সঠিক ডকুমেন্ট আপলোড করতে হবে – ভূয়া ডকুমেন্ট আপলোডে আবেদন বাতিল হবে– বিআরটিএ নোটিশ ২০২৩

কিউআর কোড ব্যবহার করে লার্নার চেক করা যাবে- মোটর ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশী আবেদনকারীকে জানানো যাচ্ছে যে, মোটর ড্রাইভিং লাইসেন্স সহজীকরণ প্রক্রিয়া হিসেবে গ্রাহককে বিআরটিএ’র সার্কেল অফিসে স্ব-শরীরে না এসে ঘরে বসে অনলাইনে বিআরটিএ সার্ভিস পোর্টাল (বিএসপি) (bsp.brta.gov.bd) এর মাধ্যমে (QR code) কিউআর কোড সম্বলিত মোটর ড্রাইভিং লার্নার লাইসেন্স প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি সহজীকরণ ২০২৩ । লার্নার এবং স্মার্ট কার্ডের জন্য কম্বাইন্ড আবেদন ফরম চালু করা হয়েছে

এ ক্ষেত্রে লাইসেন্স প্রত্যাশীকে বিআরটিএ সার্ভিস পোর্টালে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে লগইন করে নির্ধারিত ফর্মে তথ্য প্রদান ও সুনির্দিষ্ট কিছু প্রমাণক (যেমন: জাতীয় পরিচয় পত্র, শিক্ষাগত যোগ্যতা, নির্ধারিত ফরমে মেডিকেল সনদ এর কপি ইত্যাদি) আপলোড করতে হয়। লার্নার দিয়ে বাইক রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি ২০২২ । ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইকের নিবন্ধন দেওয়া হবে

ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, অধিকাংশ আবেদনের সাথে গ্রাহক কর্তৃক উল্লিখিত প্রমাণকগুলো যথাযথভাবে আপলোড না করে ভিন্ন কোন ডকুমেন্টের স্ক্যানড্ কপি বা একই ছবি সকল আপলোডের অংশে আপলোড করা হচ্ছে। সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ এর বিধি নং- ৬(৫) অনুযায়ী এ সকল লার্নার লাইসেন্স কর্তৃপক্ষ কর্তৃক বাতিল করার সুযোগ রয়েছে। এ কারণে ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশী গ্রাহককে নির্ভুল তথ্য ও সঠিক স্থানে সঠিক প্রমাণক আপলোড করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। মেডিকেল সার্টিফিকেট বা ফিটনেস ফরম ২০২২

ড্রাইভিং লাইসেন্স লার্নার কার্ড ২০২৩ / সঠিক ডকুমেন্ট আপলোড করেই লার্নার সংগ্রহ করতে হবে।

সঠিক ডকুমেন্ট আপলোড করেই আপনি অনলাইন হতে লার্নার গ্রহণ করতে পারবেন। বিআরটিএ অফিসে না গিয়েই।

সড়ক পরিবহন বিধিমালা ২০২২ Full PDF Download

Documents for driving licence Application 2023 । ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে যে সকল কাগজপত্র লাগে

  1. আবেদনকারীর ছবি।
  2. রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট।
  3. জাতীয় পরিচয় পত্রের ফটোকপি / স্ক্যানডকপি।
  4. ইউটিলিটি বিলের ফটোকপি।
  5. শিক্ষাগত যোগ্যতার সনদ।

ড্রাইভিং লার্নার আবেদনে ডকুমেন্ট সাইজ কত হতে হবে? 

লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স আবেদনের পূর্বশর্ত হচ্ছে-আবেদনকারীর ছবি(সর্বোচ্চ ১৫০ কে.বি)।রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট (সর্বোচ্চ ৬০০কে.বি)। মেডিক্যাল সার্টিফিকেটের ফর্মের জন্য এখানে ক্লিক করুন। জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি (সর্বোচ্চ ৬০০কে.বি)। ইউটিলিটি বিলের স্ক্যান কপি (সর্বোচ্চ ৬০০কে.বি), [ আবেদনকারীর বর্তমান ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্রের ঠিকানা যদি ভিন্ন হয় তবে বর্তমান ঠিকানার ইউটিলিটি বিল সংযুক্ত করতে হবে ] । বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি [ ড্রাইভিং লাইসেন্সের নবায়ন/শ্রেণী পরিবর্তন/শ্রেণী সংযোজন/ লাইসেন্সের ধরণ পরিবর্তণের ক্ষেত্রে প্রযোজ্য ] (সর্বোচ্চ ৬০০কে.বি)। শিক্ষাগত যোগ্যতার সনদ এর স্ক্যান কপি (সর্বোচ্চ ৬০০কে.বি)। অনলাইনে আবেদন দাখিলের সময় ভুয়া তথ্য প্রদান করা হলে তার লার্নার ড্রাইভিং লাইসেন্স ও স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই দিনে লার্নার লাইসেন্সের ফ্রন্ট সাইডে এনডোর্স করতে হবে?

ড্রাইভিং লাইসেন্স সহজীকরণ প্রক্রিয়ায় গ্রাহককে বিআরটিএ’র সার্কেল অফিসে স্ব-শরীরে না এসে ঘরে বসে অনলাইনে সিস্টেম জেনারেটেড ই-লার্নার লাইসেন্স প্রাপ্তির বিষয়টি বিআরটিএ সার্ভিস পোর্টাল (বিএসপি) (bsp.brta.gov.bd) এর মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। তাকে পরবর্তীতে একই দিনে অর্থাৎ পরীক্ষার দিন বায়োএনরোলমেন্ট (আঙ্গুলের ছাপ, স্বাক্ষর, ছবি) প্রদানসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে বা তাৎক্ষনিকভাবে ই-লার্নার লাইসেন্সের ফ্রন্ট পেজে পাশ/ফেল এনডোর্স করা হয়। সুতরাং পরীক্ষা শেষে পরীক্ষার্থীকে পরীক্ষার ফলাফলসহ ই-লার্নার পরীক্ষার দিনই (লার্নার লাইসেন্সের ফ্রন্ট সাইডে এনডোর্স নিশ্চিতপূর্বক) সংগ্রহ করে সংরক্ষণ করতে হবে, যার কপি পরীক্ষায় পাশের পর পরীক্ষার্থীর বিএসপি একাউন্ট থেকে আপলোড করতে হবে।

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন ২০২৩ । E Learner Driving License Smart Card Only Apply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *