বিনা মূল্যে ড্রাইভিং শিখন

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ 2022 । সরকারি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করুন

সরকারি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করুন – Driving Training for free – বিনা মূল্যে ড্রাইভিং শিখন

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ 2022 –দেশে বিদেশে শিক্ষিত ও দক্ষ পেশাদার ড্রাইভারদের চাহিদা পূরণের লক্ষ্যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরাে কর্তৃক বাস্তবায়নাধীন “দেশে বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান” শীর্ষক প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনা খরচে “ড্রাইভিং উইথ অটোমেকানিক্স” NTVQF Level এ পরিচালিত ৩৬০ ঘন্টা মেয়াদী কোর্সে ভর্তি চলছে এবং প্রকল্পের নিয়মানুযায়ী সকল প্রকার সুবিধাদি প্রদান করা হবে। বিআইএমটি, আইএমটি ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) সমূহের তালিকা

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যােগাযােগের ঠিকানা: তথ্য কর্ণার, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নগর জালফৈ, টাঙ্গাইল। ফোন ০২৯৯৭৭৫৩২৪০ মােবাঃ ০১৭১৪-৯৯৯৪৫৮, ০১৭৭০-২১২৩৪৫, ই-মেইলঃ tangailttc@gmail.com বিঃদ্রঃ কোভিট-১৯ এর কারণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যে কোন তারিখ বা সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। সরকারি ভাবে ড্রাইভিং প্রশিক্ষণ ২০২২ । লাইসেন্স করতেও কোন টাকা লাগবে না

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ 2022 । সরকারি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করুন

বিনা মূল্যে ড্রাইভিং লিখতে আপনাকে শুধুমাত্র সময় ও শ্রম দিতে হবে কোন অর্থ দিতে হবে না।

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ 2022 । সরকারি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করুন

Caption: No Payment For getting driving training 2022

ফ্রি ড্রাইভিং কোর্সে ভর্তির শর্ত সমূহ ২০২২

  1. বিদেশগামী পাসপাের্টধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  2. জাতীয় পরিচয়পত্র অবশ্যই থাকতে হবে।
  3. নূন্যতম জেএসসি/৮ম শ্রেণী পাস হতে হবে।
  4. পূর্বের লাইসেন্সধারীদের আবেদন করার প্রয়ােজন নাই।
  5. রাষ্ট্র ও সমাজ বিরােধী কাজে জড়িত থাকা যাবে না (কোন মামলা)।
  6. প্রত্যেক আগ্রহী প্রশিক্ষনার্থীদেরকে অবশ্যই NTVQF Level Assessment সম্পন্ন করতে হবে।
  7. বাধ্যতামুলক ড্রপটেষ্ট করতে হবে (ভর্তির সাথে সাথে)।
  8. টিটিসির স্কীল্ডধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  9. ভর্তির ক্ষেত্রে বয়স অবশ্যই ২১-৪৫ বৎসর এর মধ্যে হতে হবে।
  10. মুক্তিযােদ্ধা সন্তানদের অগ্রাধিকার দেয়া হবে।
  11. শুধুমাত্র স্বল্প শিক্ষিত, এতিম, দরিদ্র ও সুবিধাবঞ্চিত অনগ্রসর যুব পুরুষ/যুব মহিলাদের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে এবং প্রশিক্ষণ শেষে পেশাদার ড্রাইভার হওয়ার মানসিকতা থাকতে হবে।
  12. অন্য কোন প্রতিষ্ঠানে অধ্যায়নরত/প্রশিক্ষণরত বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী এ কোর্সের আওতায় প্রশিক্ষণ প্রদান করা হবে না।
  13. প্রশিক্ষণ শেষে বিআরটিএ কর্তৃক চুড়ান্ত টেষ্ট এ নির্বাচিতদের সরকারি খরচে লাইসেন্স প্রদান করা হবে।

আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সমূহ দাখিল করতে হবে?

আবেদন করতে যে সকল কাগজপত্র লাগবে- (১) শিক্ষাগত যােগ্যতার সত্যায়িত অনুলিপি (২) জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ১ কপি। (৩) পাসপাের্ট সাইজের ৩ কপি ছবি সত্যায়িত। (৪) নাগরিকত্ব সনদপত্র ১ কপি (০৫) পাসপাের্ট এর ফটোকপি সত্যায়িত (যদি থাকে)। বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের তালিকা

সূত্র: বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ 2022 । সরকারি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করুন: ডাউনলোড

বিআইএমটি, আইএমটি ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) সমূহের তালিকা : ডাউনলোড

বি:দ্র: আপনি আপনার নিকটস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে খোজ নিন। নির্ধারিত সময় ছাড়া ভর্তি হওয়া যায় না। এই কোর্সটি সাধারণত জুলাই এবং ডিসেম্বর মাসে শুরু হয়।

Free Driving Learning & Licence । বিনামূল্যে ড্রাইভিং শিখুন।

23 comments

      1. স্যার এখন আমি গাজী পুর অবস্থান করি কিন্তু কোন ওয়ে পাচ্ছি না?

  1. স্যার আমার বাড়ি ফরিদপুর আমি থাকি মিরপুর আমি এসএসসি পাস ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আমি কি ফ্রিতে শিখতে পারবো

    1. অবশ্যই পারবেন। আপনার নিকটস্থ সরকারি প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করুন।

  2. ,,স্যার আমার বয়স ১৯ আমি কি ড্রাইভারিং সিকতে পারবো

  3. আমি চট্টগ্রামে কোথায় যোগাযোগ করলে আমি শিখতে পারবো।

      1. স্যার আমার বয়স ২৮ আমি এস.এস.সি পাস করেছি আমি ড্রাইভিং সিকতে পারব

  4. স্যার আমি কোথায় যোগাযোগ করবো, আমি শিক্ষতে চাই।বর্তামান আমার বয়স ১২/০৪/২০০২

  5. আমি কি এখন আবেদন করতে পারবো,,, আমি চট্টগ্রাম থাকি

  6. স্যার আমি নারায়ণগঞ্জ থেকে বলছি…. আমি মাদ্রাসায় পড়ুয়া একজন ছাত্র আমার বয়স ২২,,আমার ৮ম শ্রেণীর সার্টিফিকেট নেই আমার দ্বারা কি শিখা সম্ভব হবে,,,,

  7. আমার মটরসাইকেল এর ড্রাইবিং আছে।আমি আবেদন করতে পারব

    1. স্যার আমি কুমিল্লা থেকে বলচি কুমিল্লা কোথায় সরকারি কার ট্রেনিং দেয়।
      স্যার আমার জন্ম তারিখ ৩০/১১/২০০৭ ইং।
      স্যার আমি কি এখন শিখতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *