সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে সাধারণ ছুটি: ৩১ ডিসেম্বরের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা - Technical Alamin
Latest News

সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে সাধারণ ছুটি: ৩১ ডিসেম্বরের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় আগামীকাল ৩১ ডিসেম্বর (বুধবার) অনুষ্ঠিতব্য জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ স্থগিত করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আজ এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও জুনিয়র বৃত্তি পরীক্ষার নির্বাহী কমিটির সদস্য সচিব প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আগামী ৩১/১২/২০২৫ তারিখ বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছেন। এমতাবস্থায়, চলমান জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর সময়সূচি অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বরের নির্ধারিত পরীক্ষাটি স্থগিত করা হলো।

নতুন তারিখ ঘোষণা শিক্ষা বোর্ড জানিয়েছে, স্থগিতকৃত এই পরীক্ষাটি আগামী ০৫ জানুয়ারি ২০২৬ (সোমবার) যথাসময়ে অনুষ্ঠিত হবে। বিষয়টি অতিব জরুরি হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *