ভূমি সেবা অনলাইন

ভূমি মামলা পরিচালনায় নির্ধারিত ফি ২০১২

আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে মাননীয় সুপ্রীম কোর্টে তথ্য সচিব জনাব আবদুল মালেক এর বিপক্ষে চলমান অতিজরুরি ও গুরুত্বপূর্ণ কনটেম্পট মামলা পরিচালনার জন্য সুপ্রীম কোর্টের আইনজীবি শেখ শফিক মাহমুদ পুষ্পকে আইনজীবি হিসেবে নির্দেশক্রমে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

তথ্য মন্ত্রণালয়

আইন শাখা 

বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

নম্বর: ১৫.০০.০০০০.০২৮.১১.০০১.১৮.১২২; তারিখঃ ২৮ জুন ২০১৮

বিষয়: মাননীয় সুপ্রীম কোর্টে তথ্য মন্ত্রণালয়ের বিপক্ষে চলমান অতিজরুরি মামলা পরিচালনার জন্য অস্থায়ীভাবে আইনজীবি নিয়ােগ।

উপযুক্ত বিষয়ে আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে মাননীয় সুপ্রীম কোর্টে তথ্য সচিব জনাব আবদুল মালেক এর বিপক্ষে চলমান অতিজরুরি ও গুরুত্বপূর্ণ কনটেম্পট মামলা পরিচালনার জন্য সুপ্রীম কোর্টের আইনজীবি শেখ শফিক মাহমুদ পুষ্পকে আইনজীবি হিসেবে নির্দেশক্রমে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হলাে।

২। তিনি মামলা পরিচালনার জন্য ফিসমূহ ভূমি মন্ত্রণালয়ের ০৮.০১.২০১২ তারিখের ৩১.০০.০০০০.০৩৫.০৪. ০০১.১১-৩৬ সংখ্যক স্মারক অনুযায়ী নিম্নরূপ হারে (প্রাপ্যতা মােতাবেক) তথ্য মন্ত্রণালয়ের হিসাব শাখা থেকে গ্রহণ করবেন:

ভূমি সংক্রান্ত মামলায় ফি প্রাপ্যতা

৩।এ অস্থায়ী নিয়ােগপত্র কর্তৃপক্ষ কর্তৃক যে কোন সময় বাতিল করা যাবে।

( মােঃ মােতালেব হােসাইন) 

সহকারী সচিব (আইন) 

ফোন : ৯৫৪৫৫৮৯

ভূমি মামলা পরিচালনায় নির্ধারিত ফি ২০১২ : ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *