মুক্তিযোদ্ধা নববর্ষ ভাতা ২০২৩ । মুক্তিযোদ্ধাদের বাংলা নববর্ষ ভাতার হার কত টাকা?

মুক্তিযোদ্ধা নববর্ষ ভাতা ২০২৩ । মুক্তিযোদ্ধাদের বাংলা নববর্ষ ভাতার হার কত টাকা?

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বাংলা নববর্ষ ভাতা প্রদান করা হয় এবং এরই ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধাদের নববর্ষ ভাতা প্রদান করা হয় – মুক্তিযোদ্ধা নববর্ষ ভাতা ২০২৩

সাধারণ বীর মুক্তিযোদ্ধা কত জন? আদিষ্ট হয়ে চলতি ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে বিশেষ কার্যক্রমের আওতায় ১২০০০১৮০৯- মুক্তিযোদ্ধাদের জন্য বাংলা নববর্ষ ভাতা শিরোনামে ৩৭২১১০২-কল্যাণ অনুদান খাতে বরাদ্দকৃত ৪২,৫৩,০০,০০০/- ( বিয়াল্লিশ কোটি তেপান্ন লক্ষ) টাকা হতে ১১,৯৯৮ জন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের বাংলা নববর্ষ ভাতা বাবদ ২,৩৯,৯৬,০০০/- (দুই কোটি উনচল্লিশ লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা এবং ৫৮২ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের বাংলা নববর্ষ ভাতা বাবদ ১১,৬৪,০০০/- (এগারো লক্ষ চৌষট্টি হাজার) টাকাসহ সর্বমোট (২,৩৯,৯৬,০০০+ ১১,৬৪,০০০) = ২,৫১,৬০,০০০/- (দুই কোটি একান্ন লক্ষ ষাট হাজার) টাকা বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টর অনুকূলে ছাড়করণে নিম্নোক্ত বিভাজন ও শর্তানুসারে আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে। মুক্তিযোদ্ধা পরিচয়পত্র বা স্মার্টকার্ড সুবিধা ২০২২

টাকা কি মুক্তিযোদ্ধাদের একাউন্টে যায়? হ্যাঁ। ছাড়কৃত (২,৩৯,৯৬,০০০+১১,৬৪,০০০)=২,৫১,৬০,০০০/- (দুই কোটি একান্ন লক্ষ ষাট হাজার) টাকা বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের, ব্যবস্থাপনা পরিচালক আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে যথাযথ বিলের মাধ্যমে চীফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে উত্তোলনপূর্বক বিতরণের ব্যবস্থা নিশ্চিত করবেন। Freedom fighter Festival allowance । মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতা কত?

মুক্তিযোদ্ধাগণ প্রতিমাসে মুক্তিযোদ্ধা ভাতা পেয়ে থাকেন। প্রতি উৎসব মূল ভাতার সমপরিমাণ উৎসব ভাতাও পেয়ে থাকেন। মুক্তিযোদ্ধা ভাতার সাথে চিকিৎসা ভাতাও পান। এসব ছাপিয়ে মুক্তিযোদ্ধাগণ বাড়ি নির্মানের জন্য বরাদ্দ পাচ্ছেন এবং হাট বাজারে দোকান পর্যন্ত বরাদ্দ পাচ্ছেন।

যুদ্ধাহত ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের একই হারে ভাতা প্রদান করা হয় / জনপ্রতি মুক্তিযোদ্ধা ভাতা প্রদান করা হয় ২০০০ টাকা

সরকারি কর্মচারীগণ ২০% মূল বেতনের পেলেও, মুক্তিযোদ্ধাগণ নির্ধারিত হারে এ ভাতা পেয়ে থাকেন।

Caption: Source of information

মুক্তিযোদ্ধা নববর্ষ ভাতা ২০২৩ । বরাদ্দ বিতরণ শর্তাবলী কি কি?

  • (ক) বাংলা নববর্ষ ভাতা পরিশোধ/বন্টনের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা এবং বিধি-বিদান ও নিয়মাচার অনুসরণ করতে হবে। সম্মানি ভাতা পরিশোধে কোন অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে;
  • (খ) অব্যয়িত অর্থ (যদি থাকে) ৩০ জুন ২০২৩ এর মধ্যে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে অর্থ বিভাগকে অবহিত করতে হবে।
  • এ বিষয়ে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের ১১-০৪-২০২৩ তারিখের ০৭.১০8.020.63,05,030,2022 সংখ্যক নথির উদ্বৃতাংশমূলে সম্মতি রয়েছে।

দেশের সব মুক্তিযোদ্ধাই কি এ ভাতা পান?

হ্যাঁ। উৎসব বা ঈদ বোনাস, বিজয় দিবস ভাতা ও বাংলা নববর্ষ ভাতা সকল মুক্তিযোদ্ধাগণই পেয়ে থাকেন। এক্ষেত্রে ইএফটি’র মাধ্যমে মুক্তিযোদ্ধা এবং তার পরিবারগণকে এ ভাতাগুলো ব্যাংক হিসাবে বিতরণ করা হয়। ভাতা ও সম্মানী নির্ধারিত সময়েই ব্যাংক হিসাবে পৌছে দেয়া হয়।

Freedom fighter Festival allowance । মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতা কত?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *