“সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় ভোট গ্রহণের পূর্বে ০৭ (সাত) দিন, ভোগ গ্রহণের দিন এবং ভোট গ্রহণের পরের ০৫ (পাঁচ) দিন অর্থাৎ ১৩ (তের) দিন পর্যন্ত অস্ত্রের লাইসেন্সধারীগণের অস্ত্রসহ চলাচল, বহন ও প্রদর্শন করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।”
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
জননিরাপত্তা বিভাগ
রাজনৈতিক অধিশাখা-৪
www.mhapsd.gov.bd
নং-৪৪.০০.০০০০.০৭৭.২১.২০২১.২০৭; তারিখ: ১৭/০৬/২০২১
আদেশ
আগামী ২১ জুন ২০২১ তারিখে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ এর প্রথম ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কয়েকটি ধাপে অনুষ্ঠিতব্য আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে রাজনৈতিক অধিশাখা-০৬ এর স্মারক নং-৪৪.০০.০০০০.০৭৯.০১.০০১.২০২১.১৪৯, তাং ১৭/০৬/২০২১ খ্রি: মূলে জারীকৃত পরিপত্রের অনুচ্ছেদ নং-১৮ এর নির্দেশনা মোতাবেক বৈধ অস্ত্রী বহন ও প্রদর্শন নিষিদ্ধকরণ সংক্রান্তে The Arms Act, 1878)-এর ধারা ১৭ (ক)(১) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার নিম্নোক্ত আদেশ জারী করল:
“সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় ভোট গ্রহণের পূর্বে ০৭ (সাত) দিন, ভোগ গ্রহণের দিন এবং ভোট গ্রহণের পরের ০৫ (পাঁচ) দিন অর্থাৎ ১৩ (তের) দিন পর্যন্ত অস্ত্রের লাইসেন্সধারীগণের অস্ত্রসহ চলাচল, বহন ও প্রদর্শন করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।”
(২) যারা এ আদেশ লংঘন করবে তাদের বিরুদ্ধে The Arms Act, 1878 এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে
(মো: নাকিব হাসান তরফদার)
সিনিয়র সহকারী সচিব
ফোন: ৯৫৪৬৪৩০