যাদের পরীক্ষা নাই তাদের ক্লাশ ১ দিন

শিক্ষা প্রতিষ্ঠানের রুটিন প্রণয়নের নির্দেশনা।

শিক্ষা প্রতিষ্ঠানসমূহ স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইতোমধ্যে সূত্রোস্থ পত্রদ্বয়ের মাধ্যমে জনস্বাস্থ্য ও স্বাস্থ্য বিধি প্রতিপালন করে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম চালুর লক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক গাইড লাইন প্রকাশ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস রুটিন প্রণয়নের জন্য নিম্নোক্ত নির্দেশনা সমূহ প্রদান করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

শিক্ষা মন্ত্রণালয়

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তর

বেসরকারি কলেজ শাখা

www.dshe.gov.bd

ঢাকা

স্মারক নং-৩৭.০২.০০০০.১০৫.৪৬.০০১.২১.৫০১; তারিখ: ০৮ সেপ্টেম্বর ২০২১

বিষয়: কোভিড-১৯ অতিমারি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্য বিধি প্রতিপালনপূর্বক শিক্ষা প্রতিষ্ঠানের রুটিন প্রণয়নের নির্দেশনা।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, কোভিড-১৯ অতিমারির কারণে ১৮/০৩/২০২০ খ্রি: থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। কোভিড-১৯ পরিস্থিতি ক্রমান্বয়ে সন্তোষজনক পর্যায়ে উপনীত হওয়ায় সরকার ১২/০৯/২০২১ খ্রি: থেকে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইতোমধ্যে সূত্রোস্থ পত্রদ্বয়ের মাধ্যমে জনস্বাস্থ্য ও স্বাস্থ্য বিধি প্রতিপালন করে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম চালুর লক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক গাইড লাইন প্রকাশ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস রুটিন প্রণয়নের জন্য নিম্নোক্ত নির্দেশনা সমূহ প্রদান করা হলো।

১) ২০২১ ও ২০২২ সালে এসএসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং ৫ম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে আসবে;

২) ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৬ষ্ঠ, ৭ম, ও ৯ম শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে ০১ (এক) দিন প্রতিষ্ঠানে আসবে;

৩) সপ্তাহে প্রতিদিন নির্দিষ্ট শ্রেণিতে ২টি করে ক্লাস ধরে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান রুটিন প্রণয়ন করবে;

৪) রুটিনের সাথে প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক ক্লাসমূহ নির্ধারিত করা যেতে পারে;

৫) যে সকল প্রতিষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তর সংযুক্ত রয়েছে সেসকল প্রতিষ্ঠান ঐ সকল স্তরের জন্য নির্ধারিত ক্লাসসমূহ সমন্বয় করে রুটিন প্রণয়ন করবেন;

৬) জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ চলমান ডিগ্রি, সম্মান ও মাস্টার্স পরীক্ষার সাথে সমন্বয় সাপেক্ষে ২০২১ ও ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রুটিন প্রণয়ন করে শ্রেণী কার্যক্রম পরিচালনা করবে;

৭) রুটিন প্রণয়নের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন শিক্ষার্তীদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ/প্রস্থান/অবস্থানের সময় স্বাস্থ্য বিধি লঙ্গনের মত কোনো বিষয় না ঘটে;

৮) রুটিন এমনভাবে প্রস্তুত করতে হবে যেন ভিন্ন ভিন্ন সময়ে প্রতিষ্ঠানে প্রবেশ করে এবং প্রতিষ্ঠান থেকে বের হয়;

৯) শিক্ষা প্রতিষ্ঠানে আপতত: এসেম্বলি বন্ধ থাকবে;

১০) প্রতিদিন নির্ধারিত চেকলিষ্ট অনুযায়ী তথ্য প্রেরণ করতে হবে;

১১) পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্লাশ রুটিন তৈরির ক্ষেত্রে উপর্যুক্ত বিষয় সমূহ অনুসরণ করতে হবে।

(প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক

মহাপরিচালক

শিক্ষা প্রতিষ্ঠানের রুটিন প্রণয়নের নির্দেশনা: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *