রোজায় খোলা থাকছে স্কুল: ২০২৬ সালের ছুটির তালিকায় রমজান ও ঈদের ছুটি কমল ১৫ দিন
২০২৬ শিক্ষাবর্ষের জন্য সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত ২৮ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এবারের তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটিতে। গত বছরের তুলনায় এবার মাহে রমজান ও ঈদের ছুটি এক লাফে ১৫ দিন কমেছে।
ছুটির সময়সীমা বিশ্লেষণ: ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, পবিত্র রমজান, স্বাধীনতা দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে এবং চলবে ২৬ মার্চ পর্যন্ত। অর্থাৎ, এই তিনটি বড় উপলক্ষ মিলিয়ে মোট ছুটি থাকছে মাত্র ১৯ দিন। এর মধ্যে আবার ৮ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত রমজানের অধিকাংশ সময় ক্লাস চালু থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অথচ ২০২৫ সালের ছুটির তালিকায় পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ৩৪ দিনের দীর্ঘ ছুটি ছিল। সেই তুলনায় ২০২৬ সালে এই ছুটি ১৫ দিন কমে ১৯ দিনে এসে দাঁড়িয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালে মাধ্যমিক পর্যায়ে সর্বমোট ছুটি নির্ধারণ করা হয়েছে ৬৪ দিন। তালিকায় দেখা যায়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান শুরু হতে পারে। তবে শিক্ষাপঞ্জি অনুযায়ী রমজানের শুরুর দিকে বিদ্যালয়গুলো খোলা থাকবে এবং পাঠদান কার্যক্রম চলবে। ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১৯ দিনের যে ছুটি রাখা হয়েছে, তাতে রমজানের শেষার্ধ এবং ঈদুল ফিতরের ছুটি অন্তর্ভুক্ত করা হয়েছে।
অন্যান্য উল্লেখযোগ্য ছুটি:
ঈদুল আজহা: পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত মোট ১৫ দিনের ছুটি থাকবে।
দুর্গাপূজা: শারদীয় দুর্গাপূজা (নবমী ও বিজয়া দশমী) উপলক্ষে ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৩ দিনের ছুটি বরাদ্দ করা হয়েছে।
শীতকালীন অবকাশ: ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে শুরু করে ২৮ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন শীতকালীন অবকাশ ও অন্যান্য দিবস উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের ফলে রমজান মাসেও শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত থাকতে হবে। পাঠদানের ঘাটতি পূরণ এবং শিক্ষাবর্ষের সেশন জট এড়াতেই ছুটির তালিকায় এমন কাটছাঁট করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই সিদ্ধান্তের ফলে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

গত বছরের তুলনায় কত দিন ছুটি কমানো হলো?
উল্লেখ্য যে, ২০২৬ সালে পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস মিলিয়ে মোট ছুটি বরাদ্দ করা হয়েছে মাত্র ১৯ দিন (৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত)। অথচ ২০২৫ সালের তালিকায় এই একই উপলক্ষে মোট ৩৪ দিনের দীর্ঘ ছুটি বরাদ্দ ছিল।

