ভূমি উন্নয়ন কর

জুনের পর ডিজিটাল পদ্ধতিতে খাজনা বাধ্যতামূলক!

বিভিন্ন ভূমি অফিস সকল সম্মানিত ভূমি মালিকের সোস্যাল মিডিয়াল দৃষ্টি আকর্ষণ করছেন। সরকার ভূমি উন্নয়ন কর(ভূমির খাজনা) ব্যবস্থাপনা ডিজিটাল করার কার্যক্রম শুরু করেছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৩০ জুন, ২০২১ এর পর থেকে প্রচলিত (ম্যানুয়াল) পদ্ধতিতে আর ভূমি উন্নয়ন কর আদায় করা হবে না। এর পরিবর্তে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় করা হবে।

ভূমি মালিকগণ ইউনিয়ন ভূমি অফিসে না গিয়ে অর্থাৎ ঘরে বসে কিংবা দেশের বাইরে বসেও ভূমি উন্নয়ন কর প্রদান এবং দাখিলা সংগ্রহ করতে পারবেন। উপজেলার সকল ইউনিয়নে মৌজাওয়ারী ভূমি মালিকের তথ্য অনলাইনে এন্ট্রি দেওয়ার কার্যক্রম চলছে। এ প্রচেষ্টা সফল করার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য।

নিম্নলিখিত প্রমাণকসমূহ যথাঃ

১. খতিয়ানের কপি,
২. দলিল,
৩. পূর্ববর্তী দাখিলার কপি,
৪. পাসপোর্ট সাইজের ছবি,
৫. জাতীয় পরিচয়পত্র এবং
৬. মোবাইল নাম্বার;

সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করে আপনার ভূমি মালিকানা সংক্রান্ত তথ্য অনলাইনে এন্ট্রি দেওয়া নিশ্চিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় ভূমি উন্নয়ন কর প্রদানে জটিলতাসহ ভূমির মালিকানা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। উপরোক্ত বাধ্যবাধকতা সৃষ্টি হয়েছে মূলত নিম্নোক্ত আদেশ জারির ফলে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ভূমি মন্ত্রণালয়

মাঠ প্রশাসন-১ অধিশাখা

www.minland.gov.bd

স্মারক নম্বর: ৩১.০০.০০০০.০৪৬.৩১.০০৫.২১.২২৮; তারিখ: ২০ মে ২০২১

বিষয়: অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান সংক্রান্ত।

আপনি জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য ভূমি মন্ত্রণালয় একটি অ্যাপ্লিকেশন প্লাটফর্ম তৈরি করেছে। এই প্লাটফর্মের মাধ্যমে নাগরিকগণ এখন ঘরে বসেই অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন। এ জন্য একজন নাগরিককে প্রথমেই নিম্নের যে কোন একটি উপায়ে এলডি ট্যাক্স সিস্টেমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে;

১। অনলাইন পোর্টাল Land.gov.bd অথবা www.ldtax.gov.bd -এ ঢুকে অনআইডি ও মোবাইল ফোন নম্বর এবং জন্মতারিখ এন্ট্রিল করার মাধ্যমে; অথবা

২। কল সেন্টার নম্বর ৩৩৩ বা ১৬১২২-এ ফোন করে এনআইডি নম্বর, জন্মতারিখ এবং জমির তথ্য প্রদান করার মাধ্যমে; অথবা

৩। এনআইডি ব্যবহার করে যে কোন ইউনিয়ন ডিজিটাল সেন্টার -এর মাধ্যমে।

উল্লেখ্য, রেজিস্ট্রেশনবিহীন কোন ব্যক্তি সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে খাজনা প্রদানের জন্য উপস্থিত হলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রথমেই তার সকল ডাটা এন্ট্রি করবেন। পাশাপাশি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা স্বউদ্যোগে হোল্ডিং মালিকদের তথ্য এন্ট্রির উদ্যোগ নিবেন।

০২। রেজিস্ট্রেশন সম্পন্ন হবার পর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নিজে ইউনিয়ন ভূমি অফিসে বসেই এলডি ট্যাক্স সিস্টেমে অন্যান্য ডাটা অনলাইনে এন্ট্রি করবেন। এক্ষেত্রে তিনি আউটসোর্সিং বা ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তাদের সহায়তা নিতে পারেন। ইউনিয়ন ভূমি অফিস কর্তৃক এলডি ট্যাক্স সিস্টেমে প্রয়োজনীয় ডাটা এন্ট্রি করার জন্য ইতিমধ্যে জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দ প্রদান করা হয়েছে।

০৩। প্রসঙ্গেত উল্লেখ্য, অনলাইনে খাজনা পরিশোধের পর কিউআর কোড-সম্বলিত অটোমেটেড দাখিলা জেনারেট হবে। এই ডিজিটাল দাখিলা যাতে সর্বস্তরে গ্রহণযোগ্য এবং অনলাইনে যাচাইযোগ্য হয, সে লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় শিঘ্রই একটি পরিপত্র জারি করবে।

০৪। এক্ষণে জেলা প্রশাসকগণ অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের বিষয়ে সাধারণ জনসাধারণের মাঝে উৎসবমূখর পরিবেশে ব্যাপক প্রচার -প্রচারণা চালাবেন যার ফলে তারা স্বপ্রণোদিত হয়ে নিজের রেজিস্ট্রেশন নিজেই সম্পন্ন করতে উদ্বুদ্ধ হয়।

০৫। অনলাইনে নাগরিকগণের এলডি ট্যাক্স প্রদানের সামগ্রিক বিষয়টি নিবিড় মনিটরিংসহ প্রতি সপ্তাহে অনলাইনে ডাটা এন্ট্রির তথ্য ভূমি মন্ত্রণালয়ে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।

(মো: মোস্তাফিজুর রহমান, পিএএ)

সচিব

ভূমি মন্ত্রণালয়

ফোন: ০২-৯৫৪৫১৩১

অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করা যাবে: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *