আইসিবি ইউনিট ফান্ড ২০২৩ । কোথায়, কিভাবে এবং কেন নিরাপদ বিনিয়োগ করবেন?
ব্যাংক, সঞ্চয়পত্রের পর নির্ভরযোগ্য বিনিয়োগ খাত হলো আইসিবি ইউনিট ফান্ড- যা রাষ্ট্রয়াত্ত প্রতিষ্ঠান – আইসিবি ইউনিট ফান্ড ২০২৩
ICB Unit Fund কি?– বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ কর্তৃক ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ অধ্যাদেশ, ১৯৭৬ এর ২১(২) ধারা [বর্তমানে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইন, ২০১৪ এর ধারা ১৭(খ)] এবং আইসিবি ইউনিট রেগুলেশনস, ১৯৮১ এর অধীনে এপ্রিল, ১৯৮১ সালে আাইসিবি ইউনিট ফান্ড (একটি বে-মেরাদি মিউচ্যুয়াল কাজ গঠিত হয়। আইসিবি ইউনিট রেগুলেশনস্, ১৯৮১ মোতাবেক কর্পোরেশন আনন্দের সাথে আইসিবি ইউনিট ফান্ডের উনচল্লিশতম বার্ষিক প্রতিবেদনসহ ৩০ জুন ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত হিসাব উপস্থাপন করছে। আজ আমরা সে তথ্যগুলোই জানবো।
ICB কেন এই ফান্ড গঠন করেছে? আইসিবি ইউনিট ফান্ড হলো একটি বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড। বিনিয়োগের সর্বোচ্চ নিরাপত্তা বিধান এবং আশানুরূপ বাৎসরিক মুনাফা অর্জনে ফান্ডকে সুষ্ঠুভাবে পরিচালনা ও বৈচিত্র্যময় পত্রকোষে বিনিয়োগের লক্ষ্যে এটি ইউনিট হোল্ডারগণকে সুযোগ প্রদান করে থাকে। আইসিবি ইউনিট ফান্ডের প্রধান উদ্দেশ্য হলো এর ইউনিটসমূহ ক্ষুদ্র বিনিয়োগকারীদের নিকট বিক্রয় করার মাধ্যমে সঞ্চিত অর্থকে সচল রাখা এবং সেই সাথে গৃহীত তহবিলসমূহ বাজারজাতকৃত সিকিউরিটিজে বিনিয়োগ করা। মূলধন ও ঋণের অন্যতম উৎস হিসেবে এই স্কিম দেশের শিল্প ও বাণিজ্যে সহায়তা প্রদান করে থাকে এবং দেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
আইসিবি ইউনিট মূল্য কিভাবে নির্ধারিত হয়? ইউনিটের মূল্য নির্ধারণ কমিটি নিয়মিতভাবে সভায় মিলিত হয়ে ইউনিটের পুনঃক্রয়মূল্য নির্ধারণ করে থাকে। ইউনিটের মূল্য নির্ধারণ করার সময় অন্যান্যের মধ্যে ফান্ডের সম্পদ মূল্যকে বিবেচনায় নেয়া হয়। ইউনিটের মূল্য নির্ধারণ সংক্রান্ত তথ্য আইসিবির ওয়েবসাইট, নোটিশ বোর্ড এবং বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয় ৷ ১০০ টাকার ইউনিট মূল্য এখন ২৭১ টাকা উন্নীত হয়েছে।
কোথা হতে আইসিবি ইউনিট ক্রয় করা যায়? আপনি ৭টি বিভাগীয় শহরের আইসিবি শাখা হতে ক্রয় করতে পারবেন। প্রধান অফিস Investment Corporation of Bangladesh এছাড়া বেশি কয়েকটি ব্যাংক হতেও আইসিবি ইউনিট ফান্ড ক্রয় করতে পারবেন। যেমন-IFIC Bank Limited, Sonali Bank Limited, United Commercial Bank Limited, Agrani Bank Limited, Uttara Bank Limited, Eastern Bank Limited, City Bank Limited, Janata Bank Limited, Rupali Bank Limited, Bangladesh Krishi Bank, Dhaka Bank Limited, Prime Bank Limited । তবে ব্যাংকগুলোর সকল শাখায় পাওয়া যাবে না। বিভাগীয় এবং ঢাকাস্থ তালিকাভূক্ত শাখা হতে ক্রয় করা যাবে। লিস্ট দেখুতে PDF Download করুন।
শেয়ার মার্কেট ঝুকিপূর্ণ হলেও আইসিবি ইউনিট সঞ্চয়পত্রের পরেই নিরাপদ বিনিয়োগ / রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান হওয়ার কারণে নিরাপদে বিনিয়োগ করতে পারেন
আইসিবি লভ্যাংশ কেমন দেয়? আইসিবির পরিচালনা বোর্ড কর্তৃক বার্ষিক নিট মুনাফার ন্যূনতম ৭০ শতাংশ লভ্যাংশ হিসেবে ঘোষণা করা হয়। ২০২১-২২ অর্থবছরে বার্ষিক নিট মুনাফার প্রায় ৯০.৯৩ শতাংশ লভ্যাংশ হিসেবে ঘোষণা করা হয়েছে। লভ্যাংশ ঘোষণার পরপরই লভ্যাংশ পত্র বিতরণ করা হয়। গত বছর একশ টাকার প্রতি ইউনিটে ৪২ টাকা মুনাফা বা লভ্যাংশ প্রদান করা হয়েছে।
Caption: For Details Download Full PDF
আইসিবি ইউনিট ফান্ডের সুবিধাসমূহ । ঠিক যে কারণ বা সুবিধার জন্য আপনি ICB ইউনিটে বিনিয়োগ করবেন
- সর্বশেষ নিট অ্যাসেট ভ্যালু (NAV) বিবেচনায় নিয়ে আইসিবি ইউনিট সার্টিফিকেট-এর পুনঃক্রয় মূল্য নির্ধারিত হয়ে থাকে। ইউনিট ফান্ডের সম্পদমূল্য পরিবর্তনের ফলে পুনঃক্রয় মূল্য পরিবর্তিত হয়ে থাকে। ফলশ্রুতিতে ইউনিট হোল্ডারগণ যে কোন সময় যুক্তিযুক্ত মূল্যে বিনিয়োগ প্রত্যাহারের সুযোগ পেয়ে থাকেন ;
- আইসিবি ইউনিট ফান্ডের পুনঃক্রয় মূল্য, নিট সম্পদ মূল্যসহ অন্যান্য মূল্য সংবেদনশীল তথ্য নিয়মিতভাবে জাতীয় দৈনিক পত্রিকা ও ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ফলে বিনিয়োগকারীগণ প্রয়োজনীয় তথ্য সহজেই পেয়ে থাকেন;
- ইউনিট ধারকগণ সাময়িক প্রয়োজনে ইউনিট সার্টিফিকেট লিয়েন রেখে আইসিবিসহ অন্যান্য ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান হতে সহজে ঋণ গ্রহণ করতে পারেন
- আইসিবি ইউনিট ফান্ডে নমিনি মনোনয়নের সুযোগ রয়েছে;
- আইসিবি ইউনিট ফান্ডে বিনিয়োগকারীগণ আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৪৪(২) ধারা অনুযায়ী Investment Allowance সুবিধা ভোগ করে থাকেন;
- আইসিবি ইউনিট ফান্ড হতে প্রাপ্ত লভ্যাংশের নির্দিষ্ট পরিমাণ আয় (বর্তমানে ২৫,০০০ টাকা পর্যন্ত) করমুক্ত; আইসিবি ইউনিট ফান্ডের অর্জিত আয় করমুক্ত।
- ইউনিট ধারকগণের চাহিদা অনুযায়ী আইসিবি ইউনিট সার্টিফিকেট-এর প্রাপ্য লভ্যাংশ ও সমর্পণ মূল্য BEFTN-এর মাধ্যমে হোল্ডারগণের ব্যাংক অ্যাকাউন্ট-এ প্রেরণ করা হয়; এবং মুনাফা শেয়ার হোল্ডারের ব্যাংক হিসাবে পৌছে যায়।
- ইউনিট ধারকগণের চাহিদা মোতাবেক আয়কর কর্তন সনদ/ইনভেস্টমেন্ট সার্টিফিকেট/ভ্যালুয়েশন সার্টিফিকেট ই-মেইলে প্রেরণ করা হয়ে থাকে।
আইসিবি ইউনিট ফান্ড সার্টিফিকেট হারিয়ে গেলে করণীয় কি?
লভ্যাংশ পত্র না পেলে বা হারিয়ে গেলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সাপেক্ষে ডুপ্লিকেট লভ্যাংশ পত্র ইস্যু করা হয়। ইউনিট ধারকগণকে তাদের পরিবর্তিত ঠিকানা যথাশীঘ্র সম্ভব ইস্যুকৃত কার্যালয়ে জানাতে হবে যাতে করে লভ্যাংশ প্রদান এবং সার্টিফিকেট সমর্পণে কোন ধরণের জটিলতার সৃষ্টি না হয়। কোন প্রকার পূর্ব নোটিশ ব্যতিরেকেই এবং যথাযথভাবে স্বত্ব ত্যাগপত্র পূরণ ও রেজিস্টার্ড ধারক কর্তৃক স্বাক্ষরপূর্বক ইউনিটসমূহের প্রচলিত পুনঃক্রয় মূল্যে নগদায়ন করা হয়; এবং বৃহস্পতিবার, ছুটির দিন এবং প্রতিবছর জুলাই মাস ব্যতীত প্রতিদিন ব্যাংকিং সময়সীমার মধ্যে যাবতীয় লেনদেন সম্পন্ন হয়ে থাকে ৷
২০২১-২২ অর্থবছরে ক্রমপুঞ্জিত বিনিয়োগ পরিকল্পনা (সিআইপি) এর আওতায় ২৭৩.৬৯ কোটি টাকার ১০৪৮৬২৬৬টি ইউনিট ইস্যু করা হয় এবং ১৬.২০ কোটি টাকার ৫৯৩১৭৪টি ইউনিট পুনঃক্রয় করা হয়।
Pingback: ১ লাখ টাকা বিনিয়োগ ২০২৪ । এক লক্ষ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করা উচিত? - Technical Alamin