আগামী ২১ জুলাই বুধবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। - Technical Alamin
Latest News

আগামী ২১ জুলাই বুধবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।

বাংলাদেশের আকাশে আজ ১৪৪২ হিজরি সনের পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে আগামীকাল ১২ জুলাই সোমবার থেকে পবিত্র জিলহাজ্জ মাস গণনা করা হবে। প্রেক্ষিতে, আগামী ২১ জুলাই বুধবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন

প্রতিষ্ঠাতা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

আগারওগাঁও, শেরে বাংলানগর, ঢাকা-১২০৭

প্রেস বিজ্ঞপ্তি

জাতীয় চাদঁ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত: বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা গিয়েছে

আগামী ১২ জুলাই সোমবার থেকে পবিত্র জিলহজ্জ মাস গণনা শুরু ২১ জুলাই বুধবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।

ঢাকা, রবিবার ১১ জুলাই, ২০২১

বাংলাদেশের আকাশে আজ ১৪৪২ হিজরি সনের পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে আগামীকাল ১২ জুলাই সোমবার থেকে পবিত্র জিলহাজ্জ মাস গণনা করা হবে। প্রেক্ষিতে, আগামী ২১ জুলাই বুধবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।

আজ সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিতত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রি মো: ফরিদুল হক খান এমপি।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: নুরুল ইসলাম পিএইচ.ডি, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, ড. মো: মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব), মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ন সচিব মো: ছাইফুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মো: নজরুল ইসলাম, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মো: শাহেনুর মিয়া, বাংলাদেশ ওয়াকফ প্রশাসন আব্দুল্লাহ সাজ্জাদ, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মুহা: আছাদুর রহমান, ঢাকা জেলার এডিসি মো: ইলিয়াস মেহেদী, মাদ্রাসা ই-আলিয়ার অধ্যক্ষ মো: আলমগীর, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় ১৪৪২ হিজরি সালের পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দুর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ জিলকদ ১৪৪২ হিজরি, ২৭ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ, ১১ জুলাই ২০২১ খ্রি: রবিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়াছে। এমতাবস্তায়, আগামী কাল ২৮ আষাঢ় বঙ্গাব্দ, ১২ জুলাই ২০২১ খ্রি: সোমবার থেকে পবিত্র জিলহজ্জ মাস গণনা শুরু হবে।

প্রেক্ষিতে, আগামী ১০ জিলহজ্জ ১৪৪২ হিজরী, ৬ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ, ২১ জুলাই ২০২১ খ্রি: বুধবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।

স্বাক্ষরিত

(শায়লা শারমীন)

সহকারী জনসংযোগ কর্মকর্তা ইসলামিক ফাউন্ডেশন

মোবাইল: ০১৫৫৩৫৩৬২৭৬

আগামী ২১ জুলাই বুধবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *