আয়কর রিটার্ন দাখিলের সময় ২০২৩-২০২৪ । ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত বর্ধিত করা হয়েছে কি? - Technical Alamin
Latest News

আয়কর রিটার্ন দাখিলের সময় ২০২৩-২০২৪ । ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত বর্ধিত করা হয়েছে কি?

সরকারি কর্মচারীদের রিটার্ন কার্যক্রমে যুক্ত করার ফলে বহু কর্মচারীগণ রিটার্ন দাখিলের আওতায় এসেছেন-প্রায় ১৪ লাখ কর্মচারী রিটার্ন দাখিল করবে এবং এখনও অনেকেই দাখিল করেনি –আয়কর রিটার্ন দাখিলের সময় ২০২৩-২০২৪

একপাতার রিটার্ন কারা দাখিল করতে পারবে না?– সকল গণকর্মচারী; দেশে ও বিদেশে মোট সম্পত্তির মূল্য ৪০,০০,০০০ (চল্লিশ লক্ষ) টাকার অধিক হইলে; যাহার মোট সম্পত্তির মূল্য ৪০,০০,০০০ (চল্লিশ লক্ষ) টাকার নিম্নে কিন্তু আয়বর্ষের কোন সময় মোটরযানের মালিক ছিলেন অথবা সিটি কর্পোরেশন এলাকার মধ্যে গৃহসম্পত্তি বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করিয়াছেন অথবা বিদেশে কোন পরিসম্পদের মালিক হইয়াছেন অথবা কোনো কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক হইয়াছেন; অনিবাসী বাংলাদেশী স্বাভাবিক ব্যক্তি করদাতা এবং স্বাভাবিক ব্যক্তি করদাতা যিনি বাংলাদেশী নহেন তাহারা কেবল বাংলাদেশে অবস্থিত সকল সম্পদের তথ্য প্রদান করিবেন।

রিটার্ন দাখিল সময় বাড়লো কি? জনস্বার্থে, জাতীয় রাজস্ব বোর্ড ২০২০-২০২৪ করবর্ষের জন্য করদিবসের সময়সীমা সংক্রান্ত নিম্নরূপ আদেশ জারি করেছে। স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে নির্ধারিত করদিবস ৩০ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ এর পরিবর্তে ৩১ জানুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ নির্ধারণ করেছে।

কোম্পানি কি ফেব্রুয়ারি পর্যন্ত দাখিল করতে পারবে? হ্যাঁ। স্বাভাবিক ব্যক্তি ও আয়কর আইন, ২০২৩ এ সংজ্ঞায়িত কোম্পানি ব্যতীত অন্যান্য করদাতাদের জন্য নির্ধারিত কর দিবস ৩০ নভেম্বর, ২০২৩ এর পরিবর্তে ৩১ জানুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ নির্ধারণ করেছে এবং আয়কর আইন, ২০২৩ এ সংজ্ঞায়িত কোম্পানি করদাতার জন্য নির্ধারিত করদিবস ১৫ জানুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ এর পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ নির্ধারণ করেছে।

আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় ২০২৩- ২০২৪ । আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি

অবশেষে সময় বৃদ্ধি করা হয়েছে। যদিও সরকার পূর্বেই ঘোষণা দিয়েছিল সময় বৃদ্ধি করা হবে না।

জনস্বার্থে, জাতীয় রাজস্ব বোর্ড ২০২০-২০২৪

Caption: NBR Order

বাংলাদেশী নাগরিকের ইনকাম হেড ২০২৩ । কোন কোন খাতের আয় অন্তর্ভূক্ত করতে হবে?

  1. চাকরি হইতে আয় (এই রিটার্নের তফসিল ১ অনুযায়ী)
  2. ভাড়া হইতে আয় (এই রিটার্নের তফসিল ২ অনুযায়ী )
  3. কৃষি হইতে আয় (এই রিটার্নের তফসিল ৩ অনুযায়ী )
  4. ব্যবসা হইতে আয় (এই রিটার্নের তফসিল ৪ অনুযায়ী )
  5. মূলধনি আয়
  6. আর্থিক পরিসম্পদ হইতে আয় (ব্যাংক সুদ / মুনাফা, লভ্যাং শ, সঞ্চয়পত্র মুনাফা, সিকিউরিটিজ ইত্যাদি)
  7. অন্যান্য উৎস হইতে আয় (রয়্যালটি, লাইসেন্স ফি, সম্মানী, ফি, সরকার প্রদত্ত নগদ ভর্তুকি ইত্যাদি)
  8. ফার্ম বা ব্যক্তিসংঘের আয়ের অংশ
  9. অপ্রাপ্ত বয়স্ক সন্তান, স্ত্রী বা স্বামীর আয় (করদাতা না হইলে)
  10. বিদেশে উদ্ভূত করযোগ্য আয়
  11. মোট আয় (ক্রমিক ১ হইতে ১০ এর সমষ্টি)

কোন কোন খাতে বিনিয়োগ করলে রেয়াত পাওয়া যাবে?

বাংলাদেশে পরিশোধিত জীবন বিমা পলিসির প্রিমিয়াম বা চুক্তিভিত্তিক Deferred Annuity, ডিপোজিট পেনশন/ মাসিক সঞ্চয় স্কিমে প্রদত্ত চাঁদা (অনুমোদনযোগ্য সীমার অতিরিক্ত নহে), সরকারি সিকিউরিটিজ, ইউনিট সার্টিফিকেট, মিউচুয়াল ফান্ড, ইটিএফ অথবা যৌথ বিনিয়োগ স্কিম ইউনিট সার্টিফিকেট বিনিয়োগ, অনুমোদিত স্টক এক্সচেঞ্জের সহিত তালিকাভুক্ত কোন সিকিউরিটিজ বিনিয়োগ, Provident Fund Act, 1925 এর বিধানাবলি প্রযোজ্য এইরুপ যেকোনো তহবিলে করদাতার চাঁদা, করদাতা ও তাহার নিয়োগকর্তা কর্তৃক অনুমোদিত ভবিষ্য তহবিলে প্রদত্ত চাঁদা, অনুমোদিত বার্ধক্য তহবিলে প্রদত্ত চাঁদা, কল্যাণ তহবিলে প্রদত্ত/ গোষ্ঠী বিমা তহবিলে প্রদত্ত চাঁদা,  যাকাত তহবিলে প্রদত্ত চাঁদা,  অন্যান্য, যদি থাকে (বিবরণ দিন) তা রিটার্নে উল্লেখ করতে হবে। মোট বিনিয়োগের ১৫% আয়কর রেয়াত পাওয়া যাবে।

https://bdservicerules.info/tax-return-form-pdf-download-%e0%a5%a4-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%ab%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%95/

2 thoughts on “আয়কর রিটার্ন দাখিলের সময় ২০২৩-২০২৪ । ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত বর্ধিত করা হয়েছে কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *