আয়কর রিটার্ন ফরম ২০২৩-২০২৪ pdf । ১ পাতার আয়কর রিটার্ন ফরম pdf ডাউনলোড - Technical Alamin
All Type of Forms

আয়কর রিটার্ন ফরম ২০২৩-২০২৪ pdf । ১ পাতার আয়কর রিটার্ন ফরম pdf ডাউনলোড

বাংলাদেশী টিনধারী নাগরিকদের জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক এবং এছাড়াও যাদের করযোগ্য আয় আছে তাদের রিটার্ণ দাখিল করতে হবে- আপনি এক পৃষ্ঠার ফর্মেও রিটার্ন দাখিল করতে পারেন – ১ পাতার আয়কর রিটার্ন ফরম pdf ডাউনলোড

আয়কর রিটার্ন ফরম ২০২৪-২০২৫ pdf – আয়কর রিটার্ণ ফর্ম আপনি অনলাইন হতে সংগ্রহ করে প্রিন্ট করে নিতে পারেন। চাইলে কর অঞ্চলের অফিসে গিয়েই প্রিন্ট করা ফরম সংগ্রহ করে নিতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে রিটার্ণ ফর্ম অফিসের নিচে ফটোকপির দোকানে দেয়া থাকে আপনি সেট ১০ টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারেন। অনলাইনে দাখিল করুন জিরো রিটার্ণ – Zero Return Submission

আয়কর রিটার্ন ফরম ২০২৪-২০২৫ ফরম কি নতুন এসেছে? না। পুরাতন আয়কর রিটার্ণ ফর্ম ২০১৬ এখনও প্রচলিত আছে এবং এটি ব্যবহার করে এ বছরও ব্যক্তি আয়কর দাখিল করা যাবে। আমি টিন সার্টিফিকেট খুলে সঞ্চয়পত্র কিনেছেন কিন্তু কর‍যোগ্য আয় নাই। ২ বছর হয়ে গেছে বা এ বছরই হয়তো সঞ্চয়পত্র কিনেছেন যদি রিটার্ণ দাখিল না করেন তবে ১লা জুলাই ২০২২ এর পর রিটার্ণ দাখিল না করলে আর নতুন করে সঞ্চয়পত্র কিনতে পারবেন না। এনবিআর ওয়েবসাইট হতেও রিটার্ণ ফর্ম সংগ্রহ করতে পারেন: আয়কর রিটার্ন ফরম ২০২২-২০২৩ pdf

সকল আয়কর অফিসে আয়কর রিটার্ন ফরম পাওয়া যায়। একজন করদাতা সারা বছর বিনামূল্যে আয়কর অফিস থেকে রিটার্ন ফরম সংগ্রহ করতে পারেন। জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট www.nbr.gov.bd থেকেও রিটার্ন ফরম Download করা যাবে। রিটার্নের ফটোকপিও গ্রহনযোগ্য। রিটার্ন ফরম কোথায় পাওয়া যায়, রিটার্ন দাখিলের সময়সীমা।

one leaf return form under 40 lac gross wealth / 1 leaf New Return From bd

রিটার্ন দাখিল না করলে কি হয়? যারা একদমই কর দেন না আর যারা করযোগ্য হওয়ার পরও একেবারেই কর দেন না, তাদের ক্ষেত্রে, তিন ধরনের জরিমানা করা যায়। একটি হল যে পরিমাণ কর বকেয়া হয়েছে সেটি ছাড়াও আরও ২৫ শতাংশ বাড়তি জরিমানা করার বিধান রয়েছে। যে পরিমাণ কর বকেয়া হয়েছে তার উপর ২ শতাংশ হারে মাসিক সরল সুদ। যে পরিমাণ কর বকেয়া হয়েছে তার সমপরিমাণ জরিমানা।

1 leaf New Return From bd

One leaf return form pdf । ১ পৃষ্ঠার রিটার্ন ফরম সংগ্রহ করুন: ডাউনলোড

৪৩ ধরনের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রিটার্ণ দাখিল করতে হবে ।  সরকারি কর্মচারীদের কত মূল বেতন হলে রিটার্ণ দাখিল করতে হয়?

  • করদাতার মােট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে;
  • আয়বর্ষের পূর্ববর্তী তিন বছরের যে কোন বছর করদাতার কর নির্ধারণ হয়ে থাকে বা তার আয় করযােগ্য হয়ে থাকে;
  • ফার্মের অংশীদার হলে;
  • কোম্পানির শেয়ারহােল্ডার পরিচালক বা শেয়ারহােল্ডার কর্মচারী হলে;
  • সরকার অথবা সরকারের কোন কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্ত্বা বা ইউনিটের বা প্রচলিত কোন আইন, আদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কোন কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্ত্বা বা ইউনিটের কর্মচারী হয়ে ১৬,০০০ টাকা বা তদূর্ধ্ব পরিমাণ মূল বেতন আহরণ করলে;
  • কোন ব্যবসায় বা পেশায় যেকোন নির্বাহী বা ব্যবস্থাপনা পদে বেতনভােগী কর্মী হলে;
  • কর অব্যাহতি প্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযােগ্য আয় থাকলে;
  • ৮. মােটর গাড়ির মালিক হলে;
  • সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ হতে ট্রেড লাইসেন্স গ্রহণ করে কোন ব্যবসা বা পেশা পরিচালনা করলে;
  • মূল্য সংযােজন কর আইনের অধীন নিবন্ধিত কোন ক্লাবের সদস্যপদ থাকলে;
  • চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড একাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি অথবা সার্ভেয়ার হিসেবে বা সমজাতীয় পেশাজীবী হিসেবে
    কোন স্বীকৃত পেশাজীবী সংস্থার নিবন্ধিত হলে;
  • আয়কর পেশাজীবী হিসেবে জাতীয় রাজস্ব বাের্ডে নিবন্ধিত হলে;
  • কোন বণিক বা শিল্প বিষয়ক চেম্বার বা ব্যবসায়িক সংঘ বা সংস্থার সদস্য হলে;
  • কোন পৌরসভা বা সিটি করপােরেশনের কোন পদে বা সংসদ সদস্য পদে প্রার্থী হলে;
  • সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা বা কোন স্থানীয় সরকারের কোন টেন্ডারে অংশগ্রহণ করলে;
  • কোন কোম্পানির বা কোন গ্রুপ অব কোম্পানিজের পরিচালনা পর্ষদে থাকলে;
  • মটরযান, স্পেস/স্থান, বাসস্থান অথবা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ারড ইকোনমিক এক্টিভিটিজে অংশগ্রহণ করলে;
  • লাইসেন্সধারী অস্ত্রের মালিক হলে; এবং

রিটার্ন দাখিলের সর্বশেষ সময়?

স্বাভাবিক ব্যক্তি করদাতাকে Tax Day (কর দিবস) এর মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। ২০২৩-২০২৪ করবর্ষের জন্য ৩০ নভেম্বর ২০২৪ তারিখ হচ্ছে কর দিবস, অর্থাৎ রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখ। একজন স্বাভাবিক ব্যক্তি করদাতা ১ জুলাই ২০২২ থেকে ৩০ নভেম্বর ২০২৩ তারিখের মধ্যে ২০২৩-২০২৪ করবর্ষের রিটার্ন দাখিল করবেন। কোন ব্যক্তি যিনি পূর্বে কখন-ই রিটার্ন দাখিল করেননি তার জন্য ৩০ জুন ২০২২ তারিখে সমাপ্ত আয়বর্ষের জন্য করবর্ষ এর সর্বশেষ দিন অর্থাৎ ৩০ জুন ২০২৩ হচ্ছে করদিবস। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করা সম্ভব না হলে করদাতা রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানাের জন্য নির্ধারিত ফরমে উপযুক্ত কারণ উল্লেখপূর্বক উপ-কর কমিশনারের কাছে সময়ের আবেদন করতে পারেন। সময় মঞ্জুর হলে বর্ধিত সময়ের মধ্যে সাধারণ অথবা সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতির আওতায় রিটার্ন দাখিল করা যাবে। জাতীয় রাজস্ব বাের্ডের ওয়েবসাইট www.nbr.gov.bd থেকে সময় বৃদ্ধির আবেদন ফরম download করা যায়।

Income Tax Return Form PDF 2023-24 । আয়কর রিটার্ন ফরম ২০২৩-২০২৪ pdf ডাউনলোড করুনIncome Tax Return Form bd । আয়কর রিটার্ন ফরম কোথায় পাওয়া যাবে?রিটার্ণ ফরম পূরণে পরিবর্তন ২০২৩ । আয়কর রিটার্ন তৈরিতে যে ভূলগুলো করা যাবে না
রিটার্ন দাখিল বাধ্যতামূলক । TAX Return Submit না করলে বন্ধ হবে বেতন?E return bd । Online tax return 2023-24 । অনলাইনে নিজ রিটার্ন নিজেই দাখিল করুনঅনলাইনে খুব সহজে ই-রিটার্ন জমা দেয়ার নিয়ম ২০২২ । ডকুমেন্ট যা যা লাগবে

One thought on “আয়কর রিটার্ন ফরম ২০২৩-২০২৪ pdf । ১ পাতার আয়কর রিটার্ন ফরম pdf ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *