ইউটিউব থেকে কিভাবে টাকা কামানো যায়।

Kazançlı bahis deneyimi arayan herkes için Bettilt doğru seçimdir.

Canlı rulet oyunları, Bettilt bonus kodu stüdyolarında gerçek masalarda oynanır.

Modern tasarımı ve sade yapısıyla Bettilt kolay kullanım sağlar.

Yüksek oranlı maç kuponlarıyla kazanç fırsatı sunan Bettilt giris ilgi odağı.

Canlı destek hizmetiyle kullanıcı sorunlarını hızla çözen bahis siteleri profesyonel bir ekibe sahiptir.

ফ্রিল্যান্সিং বাংলাদেশ

Social Media Video Publishing Income 2024 । ফেসবুক- ইউটিউব থেকে কিভাবে টাকা কামানো যায়?

ফেসবুক ও ইউটিউব Youtube নামটি এখন বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি নাম। ছোট থেকে বড় এমনকি একজন শিশুও ইউটিউব শব্দটি ভাল করে চেনে কারণ এই সুপরিচিত প্লাটফর্মটি আমাদের বিনোদন ও শিক্ষার উৎস হয়ে দায়িড়েছে-Social Media Video Publishing Income 2024

কি ধরনের কন্টেন্ট বানানো যায়? এখন তো শিশুরা সারাদিন স্মার্ট টিভিতে কার্টুন দেখে ইউটিউবে। ইউটিউব একটি জনপ্রিয় বিনোদন মাধ্যম হয়ে উঠেছে। কখনও কি ভেবে দেখেছেন ইউটিউব খুললেই এত এত ভিডিও পাওয়া যায় এসব ভিডিও কে তৈরি করে রেখেছে এবং কেনই বা তৈরি করে রেখেছে? ইউটিউবে এ সব ভিডিও তৈরি করে তারা এমনি এমনিই দিচ্ছে না। এতো পরিশ্রম করে ভিডিও তৈরি করে শুধু শুধু অনলাইনে পাবলিশ করে দিবে এমনটি নয়, অবশ্যই পারিশ্রমিক পাবার উদ্দেশ্যেই গুণী ব্যক্তিগন অনলাইনে ভিডিও পাবলিশ করেন।

ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে হয়? প্রথমে youtube.com এ গিয়ে গুগল একাউন্ট দিয়ে লগিন করতে হবে। তারপর একটি চ্যানেল খুলতে হবে, টিভির চ্যানেলের মত ইউটিউবে আপনি বিনামূল্যে চ্যানেল খুলতে পারেন। একটি ইউটিউব চ্যানেল খুলে ঠিক ঠাকমত কভার পেইজ এ ছুটি আপলোড এবং চ্যানেলের নাম অনুসারে চ্যানেল প্রোফাইল পিকচার আপলোড করতে হবে। চ্যানেনে ডেসক্রিপশন ও অন্যান্য সকল তথ্য সঠিক ভাবে সরবরাহ করতে হবে।

ফেসবুক বা ইউটিউবে পেইজ বা চ্যানেল থাকলেই হবে কি? না। ইউটিউব চ্যানেল সম্পূর্ণ উপযোগী হয়ে গেলে তৈরিকৃত ভিডিও সম্পাদনার মাধ্যমে Video Upload করতে হবে। এক্ষেত্রে ভিডিওতে একটি ইনট্রো দিতে হবে এবং সমাপনী বক্তব্য যোগ করতে হবে। সাবস্ক্রাইবার পেতে চ্যানেল সাবসক্রাইবের জন্য অনুরোধ জানাতে হবে ভিডিওতে। দর্শক জনপ্রিয়তা পায় এমন ২০-৩০টি ভিডিও আপলোড দিতে হবে। ভিডিও আপলোড দেয়ার পর ভিডিও সোস্যাল মিডিয়াতে মার্কেটিং করতে হবে যাতে অনেক বেশি ভিউ পাওয়া যায়।

ভিডিও থেকে নাকি লাখ লাখ টাকা আসে? শুরুতে ইনকাম খুবই কম থাকে যা আপনাকে ডিমুডিভেশন করবে

ভিডিও আপলোড করলেই কি মানিটাইজেশন পাওয়া যায়? ইউটিউব কিছু শর্ত জুড়ে দিয়েছে অনলাইন হতে ভিডিও ‘এর মাধ্যমে আয় করার ক্ষেত্রে। সারা বছরে ইউটিউব এ আপলোডকৃত ভিডিও অবশ্যই ১০০০০ ভিউ আসতে হবে এবং ভিডিওগুলো ৪০০০ মিনিট ভিউ হতে হবে। বর্ণিত শর্তপূরণ সাপেক্ষে কোয়ালিটি ভিডিও আপলোড করতে হবে। এডাল্ট ভিডিও বা নিষিদ্ধ কোন ভিডিও আপলোড করা যাবে না। বিনোদন, হাসি বা শিক্ষামূলক ভিডিও বা যে কোন প্রকার ভিডিও হতে পারে কিন্তু কারও জন্য ক্ষতিকর বা সমাজের উপর বিরুপ প্রভাব ফেলে অথবা সরকার বিরোধী কোন তথ্য বা চিত্র আপলোড করা থেকে বিরত থাকতে হবে।

ইউটিউব হতে আয় করতে কি কোন গুনের দরকার আছে?

অবশ্যই কোন না কোন গুনতো আপনার থাকতে হবে যা আপনি ভিডিও’র মাধ্যমে প্রকাশ করতে পারেন। আপনাকে ভাল গান গাইতে পারতে হবে নতুবা ভাল নাচ জানতে হবে, মানুষের সামনে কোন বিষয় উপস্থাপনা করার ক্ষমতা থাকতে হবে, কোন শিক্ষামূলক বা বিনোদন মূলক কোন ভিডিও তৈরি করতে হবে। মোট কথা আপনার মধ্যে এমণ কিছু থাকতে হবে যা দ্বারা আপনি ভিডিও তৈরি করলে মানুষ ভিডিও গুলো সময় নিয়ে দেখবে। ধরুন, আপনি বেড়াতে পছন্দ করেন, আপনি বিভিন্ন স্থান ভিজিট করার মাধ্যমে ভিডিও করতে পারবেন, খানিকটা সম্পাদনা করার মাধ্যমে উক্ত ভিডিও ইউটিউবে আপলোড করে পর্যাপ্ত ভিউ হলে আয় করতে পারবেন। যদি আপনি ভাল গান করতে পারেন, তবে আপনি কিছু ভাল গান করার মাধ্যমে সুন্দরভাবে সম্পাদনা করে অনলাইনে আপলোডের মাধ্যমে ইউটিউব হতে আয় করতে পারেন।

প্রতি ১০০০ ভিউ’তে কত টাকা আয় হয়?

ইউটিউবের আয় মূলত নির্ভর করে কন্টেন্ট এর ধরন ও ভিউয়ের উপর নির্ভর করে। সিটিআর ও সিপিসি এর উপর ভিত্তি করে গুগল মূলত আয় গণনা করে। তবে বাংলাদেশে সিপিসি ০.০২ বা ০.০১ হয়ে থাকে। সিটিআর .৩০ থেকে .৭০ পর্যন্ত হয়ে থাকে। এক্ষেত্রে প্রতি ২ হাজার ভিউ এ ১ ডলার আসে। তাই আয় কত হলো সেটি চিন্তা না করে আপনাকে ভাল কন্টেন্ট ক্রিয়েটের দিকে মনোযোগী হতে হবে। ভাল কন্টেন্ট তৈরি হলে আপনি একটি সময় ভাল আয় করতেই পারবেন।

ভাল কন্টেন্ট কি সারা জীবনই ইনকাম দিতে পারবে?

হ্যাঁ ভাল কন্টেন্ট সারা জীবনের ইনকামের জন্য ব্যবহার করা যায়। এক্ষেত্রে নিউজ ভিত্তিক কন্টেন্ট তৈরি না করে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টগুলো মানুষ সারা জীবনই দেখাবে।

One thought on “Social Media Video Publishing Income 2024 । ফেসবুক- ইউটিউব থেকে কিভাবে টাকা কামানো যায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *