“উদ্যােক্তা উন্নয়ন” প্রশিক্ষণ কোর্স ২০২১
স্বাস্থ্যবিধি মেনে করোনা টিকা গ্রহীতারা বিসিক ট্রেনিং ইনস্টিটিউট, স্কিটির ক্লাশরুমে সশরীরে এবং আগ্রহীরা অনলাইনে ZOOM App এর মাধ্যমে প্রশক্ষিণে অংশগ্রহণরে সুযোগ পাবনে। ০৫-০৯-২০২১ থেকে ০৯-০৯-২০২১ খ্রিঃ পর্যন্ত।
কোর্সে অন্তর্ভূক্ত বিষয়সমূহ :
*উদ্যোক্তার যোগ্যতা নিরূপণের উপায়
*যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী লাভজনক শিল্প/ব্যবসা বাছাই পদ্ধতি
*বাছাইকৃত শিল্প/ব্যবসার ব্যাংক উপযোগী প্রকল্প প্রস্তাব প্রণয়ন
*শিল্প/ব্যবসার বিপণন, উৎপাদন, ব্যবস্থাপনা ও আর্থিক দিক বিশ্লেষণ
*ব্যাংক থেকে ঋণ পাওয়ার পদ্ধতি
*শিল্পনীতি ২০১৬ অনুযায়ী উদ্যোক্তাগণকে প্রদত্ত সরকারি সুযোগ-সুবিধাসমূহ
*শিল্প/ব্যবসার লাভ- ক্ষতির হিসাব ও আর্থিক অনুপাতসমূহ
ঋণ সহায়তা :
সফলভাবে কোর্স সমাপ্ততিে সনদপত্র বিতরণ ও সম্ভাবনাময় যোগ্য উদ্যোক্তাগণকে বিসিকের নিবন্ধনসহ নিজস্ব তহবিল ও র্কম সংস্থান ব্যাংক থেকে ঋণ প্রদানে সহায়তা করা হবে
শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম এইচ.এস.সি
কাগজপত্রাদি : র্সবশষে শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের ফটোকপি, ১ কপি ছবি ও সশরীরে অংশগ্রহণের জন্য করোনা টিকার প্রমাণপত্র।
অংশগ্রহণকারী :
ব্যবসায়/ শিল্প স্থাপনে আগ্রহী সম্ভাবনাময় ও বিদ্যমান উদ্যোক্তা
কোর্স ফি :
অনলাইনে অংশগ্রহণকারীদরে জন্য ১,০০০/- (এক হাজার) এবং
সশরীরে উপস্থতিরি জন্য ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা মাত্র
বিকাশ নম্বর : ০১৬৮৬-৩৯৫৪৫৯ (অনলাইন),
রকটে নম্বর : ০১৭১০-০১৩১৬১৮ (সশরীর)
রেজিস্ট্রেশন :
০৫-০৯-২০২১ তারিখ সকাল ০৯.৩০ মিঃ এর মধ্যে প্রশিক্ষণার্থীগণ প্রদত্ত মোবাইল নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন (যোগ্যতা ও আসন খালি থাকা সাপেক্ষে)
যোগাযোগ :
কোর্স পরিচালক: মুনিরা মান্নান, ০১৫৩৪-২৭৮১৫৫, ৪৮৯৬১৯৪৮, কোর্স সমন্বয়কারী : জোনায়েত হোসেন, ০১৭১০-০১৩১৬১, ৪৮৯৬১৯৪৮ ,আবাসন : ইনস্টিটিউটের নিজস্ব ডরমিটরিতে স্বল্প খরচে থাকা-খাওয়ার ব্যবস্থা আছে।
সূত্র: ডাউনলোড