বিআরটিএ ফিটনেস অ্যাপয়েন্টমেন্ট নেয়ার নিয়ম ২০২৫ । সময় নষ্ট না করতে চাইলে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন - Technical Alamin
BRTA Information

বিআরটিএ ফিটনেস অ্যাপয়েন্টমেন্ট নেয়ার নিয়ম ২০২৫ । সময় নষ্ট না করতে চাইলে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন

সূচীপত্র

সর্বশেষ বিআরটিএ’র যে সার্কেল অফিস হতে সেবাগ্রহণকারী তার মোটরযানের রেজিস্ট্রেশন গ্রহণ বা ফিটনেস নবায়ন করেছেন উক্ত সার্কেল অফিসে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ তার মোটরযানের ফিটনেস নবায়নের জন্য আবেদন করবেন এবং পরিদর্শনের জন্য মোটরযানটি ঐ অফিসে হাজির করবেন।

প্রয়োজনীয় কাগজপত্র কি লাগে? নির্ধারিত ফরমে পূরণকৃত ও স্বাক্ষরকৃত আবেদনপত্র। প্রয়োজনীয় ফি প্রদানের রশিদ। ফিটনেস সার্টিফিকেটের মূল কপি।  হালনাগাদ ট্যাক্স টোকেন এর সত্যায়িত ফটোকপি। TIN সংক্রান্ত কাগজপত্র-এর সত্যায়িত কপি। অনুমিত আয়কর প্রদানের প্রমাণপত্র।

ট্যাক্স টোকেন নবায়ন করার নিয়ম কি? মোটরযান রেজিস্ট্রেশনের সয়ম ১ম ট্যাক্স টোকেন বিআরটিএ কর্তৃক ইস্যু করা হয়। পরবর্তীতে নির্ধারিত ফি প্রদান স্বাপেক্ষে নির্দিষ্ট ব্যাংক হতে ট্যাক্স টোকেন নবায়ন করা যায়। পূর্বের ইস্যুকৃত ট্যাক্স টোকেন সার্টিফিকেট (মূল কপি)।

সরকারি গাড়ির ট্যাক্স টোকেন কি একইভাবে সংগ্রহ করতে হয়? জি, গাড়ির লাইসেন্স, ফিটনেস চেক ইত্যাদি সকল কার্যক্রম ব্যক্তিগত মালিকানা গাড়ির ন্যায় সরকারি গাড়ির কার্যক্রম পরিচালিত হয়। এতে সরকারি গাড়ি বলে ভিন্নতার সুযোগ নেই।

বিআরটিএ ফিটনেস অ্যাপয়েন্টমেন্ট নেয়ার নিয়ম ২০২৫ । মূল্যবান সময় বাঁচান, এ্যাপয়েন্টমেন্ট নিয়ে মোটরযানের ফিটনেস সনদ গ্রহণ করুন।

বিআরটিএ ফিটনেস অ্যাপয়েন্টমেন্ট নেয়ার নিয়ম ২০২৩। সময় নষ্ট না করতে চাইলে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন?

ফিটনেস সনদ গ্রহণের জন্য অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া ২০২৫ । অনলাইনে ফিটনেস অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় কি?

  • ধাপ-১: (বিএসপিতে রেজিস্ট্রেশন) (1) bsp.brta.gov.bd ==> নিবন্ধন বাটনে ক্লিক করুন ==> নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, ইমেইল আইডি এবং পাসওয়ার্ডের তথ্য দিয়ে “নিবন্ধন করুন” বাটনে ক্লিক করুন । (২) প্রদত্ত ইমেইলে প্রবেশ করুন ==> BSP থেকে প্রাপ্ত মেইলের ইউজার এক্টিভেশন লিংকে ক্লিক করুন ==> পূর্বে প্রদত্ত সেল ফোন/মোবাইল নম্বর বা ইমেইল আইডি এবং পাসওয়ার্ড প্রদান করে লগ ইন বাটনে ক্লিক করুন => মোবাইল/সেল ফোনে প্রাপ্ত Online Time Password (OTP) প্রদান করে ভেরিফাই বাটনে ক্লিক করে বিআরটিএ সার্ভিস পোর্টাল সিস্টেমে রেজিষ্টেশন কার্যক্রম সম্পন্ন করুন।
  • ধাপ-২: (মোটরযান সংযুক্তকরণ) সেলফোন/মোবাইল নম্বর বা ইমেইল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে বিএসপিতে (www.bsp.brta.gov.bd) লগইন করুন ==> মোটরযান নিবন্ধন মেনুতে ক্লিক করুন ==> মোটরযান সংযুক্তকরণ অপশনে ক্লিক করুন ==> রেজিষ্ট্রেশন নম্বর (শেষ চার সংখ্যা), উৎপাদনের বছর, চেচিস নম্বর ও ইঞ্জিন নম্বরের তথ্য দিয়ে অনুসন্ধান করে “সংযুক্ত করুন” বাটনে ক্লিক করুন।
  • ধাপ-৩: (ফিটনেসের জন্য অ্যাপয়েন্টমেন্ট) অ্যাপয়েন্টমেন্ট মেনুতে ক্লিক করুন ==> ফিটনেসের জন্য অ্যাপয়েন্টমেন্ট এ ক্লিক করুন ==> অ্যাপয়েন্টমেন্ট এর তারিখ, রেজিস্ট্রেশন নম্বর, শাখা (ঢাকা মেট্রো -১ (সেকশন-১৩ মিরপুর, বাংলাদেশ সচিবালয়সহ), ঢাকা মেট্রো-২ (ইকুরিয়া), ঢাকা মেট্রো-৩ (উত্তরা) ও ঢাকা জেলা (সাভার) সার্কেলের যে কোনো একটি সার্কেল নির্বাচন করুন), টাইম স্লট এবং মোবাইল নম্বর নির্বাচন করে “সংরক্ষণ” বাটনে ক্লিক করুন।
  • ধাপ-৪: ফিটনেসের জন্য ইমেইল/মোবাইলে প্রাপ্ত ই – টোকেনের সিরিয়াল নম্বরসহ ফিটনেস নবায়নের আবেদন ফরম পূরণ করে ফিটনেস এবং অগ্রিম আয়করের ফি জমা রশিদ নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট সার্কেলে মোটরযান হাজির করে, ফিটনেস নবায়ন সনদ গ্রহণ করুন।

ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ছাড়া কি অ্যায়েন্টমেন্ট নেয়া যায় না?

না। বিএসপিতে রেজিস্ট্রেশন করতে হবে এই লিংকে গিয়ে- bsp.brta.gov.bd নিবন্ধন বাটনে ক্লিক করুন ==> নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, ইমেইল আইডি এবং পাসওয়ার্ডের তথ্য দিয়ে “নিবন্ধন করুন” বাটনে ক্লিক করুন । প্রদত্ত ইমেইলে প্রবেশ করুন ==> BSP থেকে প্রাপ্ত মেইলের ইউজার এক্টিভেশন লিংকে ক্লিক করুন ==> পূর্বে প্রদত্ত সেল ফোন/মোবাইল নম্বর বা ইমেইল আইডি এবং পাসওয়ার্ড প্রদান করে লগ ইন বাটনে ক্লিক করুন => মোবাইল/সেল ফোনে প্রাপ্ত Online Time Password (OTP) প্রদান করে ভেরিফাই বাটনে ক্লিক করে বিআরটিএ সার্ভিস পোর্টাল সিস্টেমে রেজিষ্টেশন কার্যক্রম সম্পন্ন করুন।

https://technicalalamin.com/number-plate-%e0%a5%a4-%e0%a6%97%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%b8/

3 thoughts on “বিআরটিএ ফিটনেস অ্যাপয়েন্টমেন্ট নেয়ার নিয়ম ২০২৫ । সময় নষ্ট না করতে চাইলে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *