জনতা ব্যাংকের বিশেষ আমানত স্কিম ২০২৪ । প্রতি লাখে ৬৮৮ টাকা মুনাফা পাওয়া যাবে - Technical Alamin
মোবাইল ব্যাংকিং সেবা

জনতা ব্যাংকের বিশেষ আমানত স্কিম ২০২৪ । প্রতি লাখে ৬৮৮ টাকা মুনাফা পাওয়া যাবে

জনতা ব্যাংকের নতুন স্কিমটিতে সর্বনিম্ন ১ লক্ষ টাকা জমা রেখে প্রতিমাসে পেনশনের মত মুনাফা ভোগ করা যাবে- – জনতা ব্যাংক আমার সঞ্চয় আমার মুনাফা স্কিম ২০২৪

জেবি আমার সঞ্চয় আমার মুনাফা স্কীম কি? – জনতা ব্যাংক পিএলসি কর্তৃপক্ষ কোভিড-১৯ পরবর্তী বৈশ্বিক আর্থিক বিপর্যয় এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাব থেকে উত্তরণের নিমিত্ত নিঃবিঃ ১২০৫/২৩ এর মাধ্যমে “১০১ দিনের বিশেষ কর্মপরিকল্পনা-২০২৩” এর আওতায় আমানত সংগ্রহের বিশেষ কর্মসূচি পালন উপলক্ষে নতুন প্রোডাক্ট প্রণয়ন ও বাজারজাতকারণের সিদ্ধান্ত গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় ব্যাংকের আমানত বৃদ্ধিকল্পে গত ০৫/১২/২০২৩ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৭৯৬ তম সভায় “জেবি আমার সঞ্চয় আমার মুনাফা স্কীম” শীর্ষক আমানত স্কীম চালু করার অনুমোদন দেয়া হয়েছে।

জনতা ব্যাংক পেনশন স্কিম? নির্দিষ্ট পরিমাণ টাকা এককালীন জমা করে কোন ঝামেলা ছাড়াই প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ আয়-প্রত্যাশী মানুষদের মুনাফা প্রদানের উদ্দেশ্যে জনতা ব্যাংক পিএলসি, এই মাসিক মুনাফা প্রদানকারী নতুন স্কীম চালু করেছে। এককালীন (০১) এক লক্ষ হতে তদুর্ধ্ব টাকা জমা রেখে মাসিক হারে মুনাফা প্রদানকারী এই স্কীমটি হলো “জেবি আমার সঞ্চয় আমার মুনাফা স্কীম”। মধ্যম আয়ের মানুষসহ অবসরভোগীগণ তাদের কষ্টার্জিত সঞ্চিত অর্থ এ স্কীমের আওতায় বিনিয়োগ করে একটি নির্দিষ্ট হারে মুনাফা অর্জন করে প্রতি মাসে নিশ্চিত আয়ের পথ পাবে।

জেবি এ হিসাবের বিশেষ সুবিধা কি? গ্রাহক নিজ নামে এক বা একাধিক স্কীম খুলে ন্যূনতম ০১ (এক) লক্ষ টাকা থেকে যে কোন পরিমাণ পর্যন্ত অর্থ বিনিয়োগ করে হিসাব পরিচালনা করতে পারবে। অর্থাৎ এখানে টাকা জমা রাখার কোন সীমা (Limit) থাকবে না। মুনাফার অর্থ মাসিক ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে সঞ্চয়ী/ চলতি হিসাবে জমা হবে। ফলে গ্রাহক যে কোন সময় তা উত্তোলন করতে পারবে; > অনলাইন ব্যাংকিং সুবিধা থাকার কারণে গ্রাহক জনতা ব্যাংকের যে কোন শাখায় স্থিত সঞ্চয়ী/ চলতি হিসাবে মুনাফা জমা করতে পারবেন এবং যে কোন শাখার মাধ্যমে উক্ত হিসাব হতে টাকা উত্তোলন করতে পারবেন। প্রয়োজনে অত্র ব্যাংকের এক শাখা হতে অন্য শাখায় বিনাখরচে হিসাব স্থানান্তর করা যাবে। ত্রৈমাসিক ভিত্তিতে বিনাখরচে হিসাব বিবরণী প্রদান করা হবে।  জমাকৃত মূল টাকার বিপরীতে ঋণ সুবিধা দেয়া হবে ।

নতুন সঞ্চয় স্কীমের সুদের হার ২০২৪ / মাসিক ভিত্তিতে মুনাফা পাওয়া যাবে কি?

০৩ (তিন) বছর মেয়াদী স্কীমের ক্ষেত্রে বার্ষিক ৮.০০% সরল সুদ হারে ৬৬৭/- টাকা (ছয়শত সাতষট্টি) এবং ০৫ (পাঁচ) বছর মেয়াদী স্কীমের ক্ষেত্রে বার্ষিক ৮.২৫% সরল সুদ হারে ৬৮৮/- টাকা (ছয়শত আটাশি) মাসিক ভিত্তিতে গ্রাহক মুনাফা প্রাপ্য হবেন। অর্থাৎ মাসের যে তারিখেই হিসাব খোলা হোক না কেন, এক মাস পূর্ণ হবার পর প্রয়োজনীয় কর্তন (সরকারি নীতিমালা অনুযায়ী) শেষে গ্রাহকের হিসাবে মুনাফার টাকা প্রদান করা হবে। এক্ষেত্রে গ্রাহক মাসের যে তারিখে স্কীমটি খুলবেন পরবর্তী মাসের ঐ তারিখে প্রদেয় মুনাফা গ্রাহকের সঞ্চয়ী/ চলতি হিসাবে জমা করা হবে।

জনতা ব্যাংকের নতুন স্কিমটিতে সর্বনিম্ন ১ লক্ষ টাকা জমা রেখে প্রতিমাসে পেনশনের মত মুনাফা ভোগ করা যাবে- – জনতা ব্যাংক আমার সঞ্চয় আমার মুনাফা স্কিম ২০২৪জেবি আমার সঞ্চয় আমার মুনাফা স্কীম কি? – জনতা ব্যাংক পিএলসি কর্তৃপক্ষ কোভিড-১৯ পরবর্তী বৈশ্বিক আর্থিক বিপর্যয় এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাব থেকে উত্তরণের নিমিত্ত নিঃবিঃ ১২০৫/২৩ এর মাধ্যমে “১০১ দিনের বিশেষ কর্মপরিকল্পনা-২০২৩” এর আওতায় আমানত সংগ্রহের বিশেষ কর্মসূচি পালন উপলক্ষে নতুন প্রোডাক্ট প্রণয়ন ও বাজারজাতকারণের সিদ্ধান্ত গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় ব্যাংকের আমানত বৃদ্ধিকল্পে গত ০৫/১২/২০২৩ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৭৯৬ তম সভায় “জেবি আমার সঞ্চয় আমার মুনাফা স্কীম” শীর্ষক আমানত স্কীম চালু করার অনুমোদন দেয়া হয়েছে।জনতা ব্যাংক পেনশন স্কিম? নির্দিষ্ট পরিমাণ টাকা এককালীন জমা করে কোন ঝামেলা ছাড়াই প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ আয়-প্রত্যাশী মানুষদের মুনাফা প্রদানের উদ্দেশ্যে জনতা ব্যাংক পিএলসি, এই মাসিক মুনাফা প্রদানকারী নতুন স্কীম চালু করেছে। এককালীন (০১) এক লক্ষ হতে তদুর্ধ্ব টাকা জমা রেখে মাসিক হারে মুনাফা প্রদানকারী এই স্কীমটি হলো “জেবি আমার সঞ্চয় আমার মুনাফা স্কীম”। মধ্যম আয়ের মানুষসহ অবসরভোগীগণ তাদের কষ্টার্জিত সঞ্চিত অর্থ এ স্কীমের আওতায় বিনিয়োগ করে একটি নির্দিষ্ট হারে মুনাফা অর্জন করে প্রতি মাসে নিশ্চিত আয়ের পথ পাবে।জেবি এ হিসাবের বিশেষ সুবিধা কি? গ্রাহক নিজ নামে এক বা একাধিক স্কীম খুলে ন্যূনতম ০১ (এক) লক্ষ টাকা থেকে যে কোন পরিমাণ পর্যন্ত অর্থ বিনিয়োগ করে হিসাব পরিচালনা করতে পারবে। অর্থাৎ এখানে টাকা জমা রাখার কোন সীমা (Limit) থাকবে না। মুনাফার অর্থ মাসিক ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে সঞ্চয়ী/ চলতি হিসাবে জমা হবে। ফলে গ্রাহক যে কোন সময় তা উত্তোলন করতে পারবে; > অনলাইন ব্যাংকিং সুবিধা থাকার কারণে গ্রাহক জনতা ব্যাংকের যে কোন শাখায় স্থিত সঞ্চয়ী/ চলতি হিসাবে মুনাফা জমা করতে পারবেন এবং যে কোন শাখার মাধ্যমে উক্ত হিসাব হতে টাকা উত্তোলন করতে পারবেন। প্রয়োজনে অত্র ব্যাংকের এক শাখা হতে অন্য শাখায় বিনাখরচে হিসাব স্থানান্তর করা যাবে। ত্রৈমাসিক ভিত্তিতে বিনাখরচে হিসাব বিবরণী প্রদান করা হবে।  জমাকৃত মূল টাকার বিপরীতে ঋণ সুবিধা দেয়া হবে ।নতুন সঞ্চয় স্কীমের সুদের হার ২০২৪ / মাসিক ভিত্তিতে মুনাফা পাওয়া যাবে কি?০৩ (তিন) বছর মেয়াদী স্কীমের ক্ষেত্রে বার্ষিক ৮.০০% সরল সুদ হারে ৬৬৭/- টাকা (ছয়শত সাতষট্টি) এবং ০৫ (পাঁচ) বছর মেয়াদী স্কীমের ক্ষেত্রে বার্ষিক ৮.২৫% সরল সুদ হারে ৬৮৮/- টাকা (ছয়শত আটাশি) মাসিক ভিত্তিতে গ্রাহক মুনাফা প্রাপ্য হবেন। অর্থাৎ মাসের যে তারিখেই হিসাব খোলা হোক না কেন, এক মাস পূর্ণ হবার পর প্রয়োজনীয় কর্তন (সরকারি নীতিমালা অনুযায়ী) শেষে গ্রাহকের হিসাবে মুনাফার টাকা প্রদান করা হবে। এক্ষেত্রে গ্রাহক মাসের যে তারিখে স্কীমটি খুলবেন পরবর্তী মাসের ঐ তারিখে প্রদেয় মুনাফা গ্রাহকের সঞ্চয়ী/ চলতি হিসাবে জমা করা হবে।Caption: info sourceজেবি আমার সঞ্চয় আমার মুনাফা স্কীম ২০২৪ । যে তারিখে হিসাব খোলার হবে পরবর্তী মাসে ঐ তারিখে মুনাফা পাবেন
স্কীমের নাম : জেবি আমার সঞ্চয় আমার মুনাফা স্কীম (JB Amar Shonchoy Amar Munafa Scheme, JBASAMS)
হিসাবের মেয়াদকাল : ০৩(তিন) বছর ও ০৫(পাঁচ) বছর।
এককালীন 'জমাকৃত অর্থের পরিমাণ : ন্যূনতম ০১ (এক) লক্ষ টাকা এবং ০১ (এক) লক্ষ টাকার গুণিতক।
মুনাফা প্রদান : নির্দিষ্ট পরিমাণ অর্থের ওপর মাসিক হারে মুনাফা প্রদান ও তা গ্রাহকের নিজ নামীয় সঞ্চয়ী/ চলতি হিসাবে স্বয়ংক্রিয়ভাবে জমা হবে। অর্থাৎ যে দিন হিসাব খোলা হবে তার পরবর্তী মাসের উক্ত তারিখে গ্রাহকের নিজ নামীয় সঞ্চয়ী/ চলতি হিসাবে মুনাফা জমা করা হবে।
গ্রাহকের বয়সসীমা : ১৮ হতে তদুর্ধ্ব বয়সের সুস্থ মস্তিষ্কসম্পন্ন বাংলাদেশী নাগরিক।
মাসিক মুনাফা হিসাব খুলতে কি কি কাগজপত্র লাগবে?যে ব্যক্তি হিসাব খুলতে চান বা  হিসাবধারীর জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট এর ফটোকপি, হিসাবধারীর সদ্য তোলা ২(দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনির ১(এক) কপি ছবি (হিসাবধারী কর্তৃক সত্যায়িত) এবং জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট এর ফটোকপি। নমিনি নাবালক হলে জন্ম নিবন্ধনের ফটোকপি (হিসাবধারী কর্তৃক সত্যায়িত),  নতুন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি সময় সাপেক্ষ হওয়ায় পরিস্থিতি বিবেচনায় গ্রাহকের ২০(বিশ) বছর হওয়া পর্যন্ত জন্ম নিবন্ধন সনদ গ্রহণযোগ্য হবে, হিসাবধারীর TIN সার্টিফিকেট এর ফটোকপি। TIN-ধারী নন এমন ব্যক্তিও হিসাব খুলতে পারবেন, সেক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে উৎসে কর কর্তন করা হবে, সকল দলিলের ফটোকপি অত্র ব্যাংকের সিনিয়র অফিসার ও তদুর্ধ্ব কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। গ্রাহক ইচ্ছা করলে মাসিক মুনাফা আবেদন করার মাধ্যমে তার জনতা ব্যাংক স্মার্ট একাউন্টে স্থানান্তর করতে পারবেন।হিসাব খোলার পদ্ধতি ও নিয়ম কি? ১৮ (আঠারো) হতে তদুর্ধ্ব বয়সের এবং সুস্থ মস্তিষ্কসম্পন্ন যে কোন বাংলাদেশী নাগরিক নিজ নামে জনতা ব্যাংক পিএলসি এর যেকোন শাখায় ০১ (এক) লক্ষ হতে ০১ (এক) লক্ষ টাকার গুণিতক যে কোন পরিমাণ টাকা জমা করে এক বা একাধিক হিসাব খুলতে পারবেন। মুনাফা জমাকরণের জন্য গ্রাহকের নিজ নামে জনতা ব্যাংক পিএলসি এ একটি সঞ্চয়ী/ চলতি হিসাব থাকতে হবে। নাবালকের নামে বা যুগ্ম নামে এ প্রকল্পের আওতায় হিসাব খোলা যাবে না । প্রতিষ্ঠানের নামে এ স্কীমের আওতায় হিসাব খোলা যাবে না। হিসাব খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র : মাসের যে কোন কর্মদিবসে জনতা ব্যাংক পিএলসি এর যেকোন শাখায় নিম্নলিখিত নিয়মাচার পরিপালন সাপেক্ষে বর্ণিত স্কীমের আওতায় হিসাব খোলা যাবে।৩ মাসের কম টাকা রাখলে মুনাফা পাওয়া যাবে না? না। এক্ষেত্রে ৩ মাসের মধ্যে হিসাব বন্ধ করলে গ্রাহক কোন সুদ প্রাপ্য হবেন না। অর্থাৎ ৩ মাস পূর্ণ হবার পূর্বে হিসাব বন্ধ করা হলে প্রদত্ত মুনাফা ও প্রয়োজনীয় কর্তন (সরকারি নীতিমালা অনুযায়ী) করে অবশিষ্ট অর্থ গ্রাহকের সঞ্চয়ী/ চলতি হিসাবে জমা করা হবে। ৩ মাস থেকে ০১ বছর পূর্ণ হওয়া পর্যন্ত সময়ে হিসাব বন্ধ করা হলে প্রচলিত সঞ্চয়ী হিসাবের সুদহারে মুনাফা প্রদান করা হবে। হিসাবের মেয়াদকাল অনুসারে ১(এক) বছরের অধিককাল অতিক্রান্ত হওয়ার ক্ষেত্রে নিম্নোক্ত হারে মুনাফা প্রদান করা হবে : ৩ বছর মেয়াদী স্কীমের ক্ষেত্রে : ক) ০১ (এক) বছরের বেশি কিন্তু ০২ (দুই) বছরের মধ্যে হিসাব বন্ধ করা হলে প্রচলিত সঞ্চয়ী হিসাবের সুদহার+১% সরল মুনাফা প্রদান করা হবে। খ) ০২ (দুই) বছরের বেশি কিন্তু ০৩ (তিন) বছরের মধ্যে হিসাব বন্ধ করা হলে প্রচলিত সঞ্চয়ী হিসাবের সুদহার+১.৫% সরল সুদহারে মুনাফা প্রদান করা হবে। ৫ বছর মেয়াদী স্কীমের ক্ষেত্রে : ক) ০১ (এক) বছরের বেশি কিন্তু ০২ (দুই) বছরের মধ্যে হিসাব বন্ধ করা হলে প্রচলিত সঞ্চয়ী হিসাবের সুদহার+১% সরল মুনাফা প্রদান করা হবে। খ) ০২ (দুই) বছরের বেশি কিন্তু ০৩ (তিন) বছরের মধ্যে হিসাব বন্ধ করা হলে প্রচলিত সঞ্চয়ী হিসাবের সুদহার+১.৫% সরল সুদহারে মুনাফা প্রদান করা হবে। গ) ৩ (তিন) বছরের বেশি কিন্তু ০৪ (চার) বছরের মধ্যে হিসাব বন্ধ করা হলে ৩ (তিন) বছর পর্যন্ত স্কীমের নিয়মানুসারে সুদ প্রদান এবং অবশিষ্ট সময়ে প্রচলিত সঞ্চয়ী হিসাবের সুদহার+২% সরল সুদহারে মুনাফা প্রদান করা হবে।

Caption: info source

জেবি আমার সঞ্চয় আমার মুনাফা স্কীম ২০২৪ । যে তারিখে হিসাব খোলার হবে পরবর্তী মাসে ঐ তারিখে মুনাফা পাবেন

  1. স্কীমের নাম : জেবি আমার সঞ্চয় আমার মুনাফা স্কীম (JB Amar Shonchoy Amar Munafa Scheme, JBASAMS)
  2. হিসাবের মেয়াদকাল : ০৩(তিন) বছর ও ০৫(পাঁচ) বছর।
  3. এককালীন ‘জমাকৃত অর্থের পরিমাণ : ন্যূনতম ০১ (এক) লক্ষ টাকা এবং ০১ (এক) লক্ষ টাকার গুণিতক।
  4. মুনাফা প্রদান : নির্দিষ্ট পরিমাণ অর্থের ওপর মাসিক হারে মুনাফা প্রদান ও তা গ্রাহকের নিজ নামীয় সঞ্চয়ী/ চলতি হিসাবে স্বয়ংক্রিয়ভাবে জমা হবে। অর্থাৎ যে দিন হিসাব খোলা হবে তার পরবর্তী মাসের উক্ত তারিখে গ্রাহকের নিজ নামীয় সঞ্চয়ী/ চলতি হিসাবে মুনাফা জমা করা হবে।
  5. গ্রাহকের বয়সসীমা : ১৮ হতে তদুর্ধ্ব বয়সের সুস্থ মস্তিষ্কসম্পন্ন বাংলাদেশী নাগরিক।

মাসিক মুনাফা হিসাব খুলতে কি কি কাগজপত্র লাগবে?

যে ব্যক্তি হিসাব খুলতে চান বা  হিসাবধারীর জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট এর ফটোকপি, হিসাবধারীর সদ্য তোলা ২(দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনির ১(এক) কপি ছবি (হিসাবধারী কর্তৃক সত্যায়িত) এবং জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট এর ফটোকপি। নমিনি নাবালক হলে জন্ম নিবন্ধনের ফটোকপি (হিসাবধারী কর্তৃক সত্যায়িত),  নতুন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি সময় সাপেক্ষ হওয়ায় পরিস্থিতি বিবেচনায় গ্রাহকের ২০(বিশ) বছর হওয়া পর্যন্ত জন্ম নিবন্ধন সনদ গ্রহণযোগ্য হবে, হিসাবধারীর TIN সার্টিফিকেট এর ফটোকপি। TIN-ধারী নন এমন ব্যক্তিও হিসাব খুলতে পারবেন, সেক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে উৎসে কর কর্তন করা হবে, সকল দলিলের ফটোকপি অত্র ব্যাংকের সিনিয়র অফিসার ও তদুর্ধ্ব কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। গ্রাহক ইচ্ছা করলে মাসিক মুনাফা আবেদন করার মাধ্যমে তার জনতা ব্যাংক স্মার্ট একাউন্টে স্থানান্তর করতে পারবেন।

হিসাব খোলার পদ্ধতি ও নিয়ম কি? ১৮ (আঠারো) হতে তদুর্ধ্ব বয়সের এবং সুস্থ মস্তিষ্কসম্পন্ন যে কোন বাংলাদেশী নাগরিক নিজ নামে জনতা ব্যাংক পিএলসি এর যেকোন শাখায় ০১ (এক) লক্ষ হতে ০১ (এক) লক্ষ টাকার গুণিতক যে কোন পরিমাণ টাকা জমা করে এক বা একাধিক হিসাব খুলতে পারবেন। মুনাফা জমাকরণের জন্য গ্রাহকের নিজ নামে জনতা ব্যাংক পিএলসি এ একটি সঞ্চয়ী/ চলতি হিসাব থাকতে হবে। নাবালকের নামে বা যুগ্ম নামে এ প্রকল্পের আওতায় হিসাব খোলা যাবে না । প্রতিষ্ঠানের নামে এ স্কীমের আওতায় হিসাব খোলা যাবে না। হিসাব খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র : মাসের যে কোন কর্মদিবসে জনতা ব্যাংক পিএলসি এর যেকোন শাখায় নিম্নলিখিত নিয়মাচার পরিপালন সাপেক্ষে বর্ণিত স্কীমের আওতায় হিসাব খোলা যাবে।

৩ মাসের কম টাকা রাখলে মুনাফা পাওয়া যাবে না? না। এক্ষেত্রে ৩ মাসের মধ্যে হিসাব বন্ধ করলে গ্রাহক কোন সুদ প্রাপ্য হবেন না। অর্থাৎ ৩ মাস পূর্ণ হবার পূর্বে হিসাব বন্ধ করা হলে প্রদত্ত মুনাফা ও প্রয়োজনীয় কর্তন (সরকারি নীতিমালা অনুযায়ী) করে অবশিষ্ট অর্থ গ্রাহকের সঞ্চয়ী/ চলতি হিসাবে জমা করা হবে। ৩ মাস থেকে ০১ বছর পূর্ণ হওয়া পর্যন্ত সময়ে হিসাব বন্ধ করা হলে প্রচলিত সঞ্চয়ী হিসাবের সুদহারে মুনাফা প্রদান করা হবে। হিসাবের মেয়াদকাল অনুসারে ১(এক) বছরের অধিককাল অতিক্রান্ত হওয়ার ক্ষেত্রে নিম্নোক্ত হারে মুনাফা প্রদান করা হবে : ৩ বছর মেয়াদী স্কীমের ক্ষেত্রে : ক) ০১ (এক) বছরের বেশি কিন্তু ০২ (দুই) বছরের মধ্যে হিসাব বন্ধ করা হলে প্রচলিত সঞ্চয়ী হিসাবের সুদহার+১% সরল মুনাফা প্রদান করা হবে। খ) ০২ (দুই) বছরের বেশি কিন্তু ০৩ (তিন) বছরের মধ্যে হিসাব বন্ধ করা হলে প্রচলিত সঞ্চয়ী হিসাবের সুদহার+১.৫% সরল সুদহারে মুনাফা প্রদান করা হবে। ৫ বছর মেয়াদী স্কীমের ক্ষেত্রে : ক) ০১ (এক) বছরের বেশি কিন্তু ০২ (দুই) বছরের মধ্যে হিসাব বন্ধ করা হলে প্রচলিত সঞ্চয়ী হিসাবের সুদহার+১% সরল মুনাফা প্রদান করা হবে। খ) ০২ (দুই) বছরের বেশি কিন্তু ০৩ (তিন) বছরের মধ্যে হিসাব বন্ধ করা হলে প্রচলিত সঞ্চয়ী হিসাবের সুদহার+১.৫% সরল সুদহারে মুনাফা প্রদান করা হবে। গ) ৩ (তিন) বছরের বেশি কিন্তু ০৪ (চার) বছরের মধ্যে হিসাব বন্ধ করা হলে ৩ (তিন) বছর পর্যন্ত স্কীমের নিয়মানুসারে সুদ প্রদান এবং অবশিষ্ট সময়ে প্রচলিত সঞ্চয়ী হিসাবের সুদহার+২% সরল সুদহারে মুনাফা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *