লকডাউনের সময়সীমা ১০ আগস্ট পর্যন্ত বৃদ্ধি!
করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমনের পরিস্থিতি বিবেচনায় সূত্রস্থ স্মারকসমূহে আরোপিত পূর্বের সকল বিধি নিষেধের অনুবৃদ্দিক্রমে নিম্নোক্ত শর্তাবলি সংযুক্ত করে আগামী ০৫ আগস্ট ২০২১ তারিখ রাত ১২.০০ ঘটিকা হতে ১০ আগস্ট ২০২১ তারিখ দিবাগত রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত এ বিধি নিষেধ আরোপের সময়সীমা বর্ধিত করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মন্ত্রিপরিষদ বিভাগ
মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা
www.cabinet.gov.bd
নম্বর: ০৪.০০.০০০০.৫১৪.১৬.০০১.২১.২৬৮; তারিখ: ০৫ আগস্ট ২০২১
বিষয়: করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/ চলাচলে বিধি-নিষেধ আরোপ।
সূত্র: (১) মন্ত্রিপরিষদ বিভাগের স্মারক নম্বর: ০৪.০০.০০০০.৫১৪.১৬.০০১.২১.২২৮; তারিখ: ১৩.০৭.২০২১
(২) মন্ত্রিপরিষদ বিভাগের স্মারক নম্বর: ০৪.০০.০০০০.৫১৪.১৬.০০১.২১.২৪৩; তারিখ: ১৯.০৭.২০২১
(১) মন্ত্রিপরিষদ বিভাগের স্মারক নম্বর: ০৪.০০.০০০০.৫১৪.১৬.০০১.২১.২৫৬; তারিখ: ৩০.০৭.২০২১
করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমনের পরিস্থিতি বিবেচনায় সূত্রস্থ স্মারকসমূহে আরোপিত পূর্বের সকল বিধি নিষেধের অনুবৃদ্দিক্রমে নিম্নোক্ত শর্তাবলি সংযুক্ত করে আগামী ০৫ আগস্ট ২০২১ তারিখ রাত ১২.০০ ঘটিকা হতে ১০ আগস্ট ২০২১ তারিখ দিবাগত রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত এ বিধি নিষেধ আরোপের সময়সীমা বর্ধিত করা হলো:
ক) শিল্প, কল-কারখানা বিধি নিষেধের আওতা বর্হিভূত থাকবে; এবং
খ) স্বাস্থ্য বিধি অনুসরণপূর্বক অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে;
২। এমতাবস্থায়, উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
(মো: রেজাউল ইসলাম)
উপসচিব
ফোন: ৯৫৫১১০৭
ই-মেইল: faco_sec@cabinet.gov.bd
আরও ৫ দিন লকডাউন বৃদ্ধির প্রজ্ঞাপন জারি: ডাউনলোড