জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ । ২৬ নভেম্বরের পরও রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধির নির্দেশনা জারি
বাংলাদেশ সরকার ডিজিটালাইজেশন উদযাপনের জন্য জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন করবে – দিনটিকে স্বরণীয় করে রাখার জন্য কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে – জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২
দেশব্যাপী ৬ষ্ঠ জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে অনলাইন কুইজ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উক্ত প্রতিযোগিতায় আগামী ০১ নভেম্বর-২৬ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে নিম্নবর্ণিত ০৩টি গ্রুপে অংশগ্রহণকারীরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন।
ক-গ্রুপে – ৮-১২ বছর বয়সী বাংলাদেশী শিশু-কিশোরগণ- খ-গ্রুপে – ১৩-১৮ বছর বয়সী শিশু-কিশোরগণ এবং
গ-গ্রুপে – ১৯ থেকে তদুর্ধ বয়সী বাংলাদেশী নাগরিকগণ। উল্লেখ্য, প্রতিটি গ্রুপ হতে ৭ জন করে সর্বমোট ২১ জন বিজয়ীকে পুরস্কার হিসেবে ল্যাপটপ এবং স্মার্ট ফোন প্রদান করা হবে। ডিজিটাল বাংলাদেশ দিবস অনলাইন কুইজ প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাবলী নিচে দেখে নিন। অংশগ্রহণ করতে ভিজিট করুন: www.quiz.digitalbangladesh.gov.bd, www.ictd.gov.bd এবং www.doict. gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
পুরস্কার হিসেবে থাকছে ২১টি (ল্যাপটপ ও স্মার্ট ফোন)। রেজিস্ট্রেশন চলবে ২৬ নভেম্বর ২০২২ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত এবং খুব শিঘ্রই সময় বৃদ্ধি করা হবে।
লনলাইন কুইজ প্রতিযোগীতা ২০২২ / জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২
জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ সময় বৃদ্ধির নির্দেশনা জারির কপি দেখুন: ডাউনলোড
Caption: Quiz regi time extansion notice
কুইজে অংশগ্রহণের নিয়মাবলী ২০২২ । যে শর্ত পূরণ করতে হবে
- একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন।
- কুইজে অংশগ্রহণ করার পূর্বে প্রোফাইল সম্পন্ন করতে হবে । প্রত্যেকের জন্য বরাদ্দকৃত সময় ২১ মিনিট।
- সকল প্রশ্নের মান সমান (১ নম্বর)
- সকল প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে (এমসিকিউ)
- কম সময়ে সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
- চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরষ্কার প্রদান করা হবে। ভুল/মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহন করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।
- প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি ও পরিবারবর্গ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না ।
কোথায় রেজিস্ট্রেশন করতে হবে?
ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য এখনই নিবন্ধন করুন। নিবন্ধন করতে ক্লিক করুনঃ https://quiz.digitalbangladesh.gov.bd/registration. নিবন্ধন শেষে প্রোফাইল হালনাগাদ করুন। নিবন্ধনের সময়সীমা ২৬ নভেম্বর ২০২২ রাত ১১ঃ৫৯ মিনিট। খুব শিঘ্রই সময় বৃদ্ধির নোটিশ প্রদান করা হবে।