NID Signature Change 2024 । জাতীয় পরিচয়পত্র (NID) এর স্বাক্ষর পরিবর্তনের পদ্ধতি কি?
এনআইডি কার্ডে স্বাক্ষর পরিবর্তন করার নিয়ম – জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ডে স্বাক্ষর পরিবর্তন পদ্ধতি – জাতীয় পরিচয়পত্র সিগনেচার ২০২৪
জাতীয় পরিচয়পত্রে স্বাক্ষর – জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষর পরিবর্তন করার জন্য আপনি যেই এলাকার ভোটার সেই সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে সশরীরে উপস্থিত হয়ে সংশোধন ফরম-২ এ আবেদন করতে হবে। স্বাক্ষর পরিবর্তনের আবেদনের সাথে নমুনা স্বাক্ষর আছে এমন যে কোনো একটি ডকুমেন্ট জমা দিতে হবে।
স্বাক্ষর পরিবর্তন করার জন্য সরকারি ফি বাবদ ২৩০/- মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে। এই ফি বিকাশ বা রকেট এর মাধ্যমে জমা দেয়া যাবে। উল্লেখ্য যে, জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ফি এখন আর চালানের মাধ্যমে জমা দেয়া যায় না।
আপনার আবেদনের পরে সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে আপনার স্বাক্ষর গ্রহন করা হবে এবং তা সার্ভারে প্রেরন করা হবে অনুমোদনের জন্য। জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষর পরিবর্তন সংক্রান্ত আবেদন “খ” ক্যাটাগরির বিধায় তা সাধারণত সংস্লিষ্ট জেলা নির্বাচন অফিসার অনুমোদন করে থাকেন।
জাতীয় পরিচয়পত্র সংশোধন ২০২৪ । Online NID correction / ফরম -২ পূরণ পূর্বক আবেদন করতে হবে।
জাতীয় পরিচয়পত্র বা তথ্য উপাত্ত সংশোধন ফরম -২
Caption: এনআইডি সংশোধন ফরম ২ এখান থেকে সংগ্রহ করুন: ডাউনলোড
ভোটার আইডি কার্ডে স্বাক্ষর বা সিগনেচার পরিবর্তনের ম্যানুয়াল আবেদন পদ্ধতি ২০২৪
- যেই এলাকায় ভোটার সেই এলাকায় ফরম-২ পূরণ করে স্বশরীরে যেতে হবে।
- নমুনা স্বাক্ষর আছে এমন ডকুমেন্ট যেমন ব্যাংক চেকের স্বাক্ষর বা এমন ডকুমেন্ট জমা দিতে হবে।
- ২৩০ টাকা রকেট বা বিকাশে জমা দিতে হবে।
- নির্বাচন কমিশন অফিস আপনার স্বাক্ষর গ্রহণ করবেন।
- অনুমোদনের জন্য সার্ভারে প্রেরণ করা হবে।
- আবেদন মঞ্জুর হলে তা মেসেজের মাধ্যমে জানতে পারবেন।
আবেদন অনুমোদন হয়েছে তা কিভাবে জানবো?
স্বাক্ষর পরিবর্তন আবেদন অনুমোদন হলে আপনাকে তা এসএমএস এর মাধ্যমে জানানো হবে এবং আপনি অনলাইন থেকে NID কার্ডের কপি ডাউনলোড করতে পারবেন অথবা সংস্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে নতুন স্বাক্ষর সংবলিত লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন। উল্লেখ যে, পূর্বে স্বাক্ষর পরিবর্তন আবেদন অনুমোদন হলে এসএমএস এর মাধ্যমে জানানোর সুযোগ না থাকলেও বর্তমানে এসএমএস দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
nid card online copy download
Thanks
Nid