টেক্সটাইল মিলগুলি লকডাউনের আওতা বহির্ভূত থাকবে।
সরকারি ঘোষিত লকডাউনের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে,
বিটিএমএ’র সদস্যভূক্ত টেক্সটাইল মিলগুলি লকডাউনের আওতা বর্হিভূত থাকবে। তবে টেক্সটাইল মিল পরিচালনার ক্ষেত্রে সরকার ঘোষিত সকল প্রকার স্বাস্থ্য বিধি (Health Protocol) কঠোরভাবে মেনে চলতে হবে।
বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন
বিটিএমএ ৬০৫.১৭০৬; ২৬ জুন ২০২১
নোটিফিকেশণ
করোনা ভাইরাস জনিত কোভিড-১৯ সংক্রমনের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগামী ২৮ জুন, ২০২১ সোমবার থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সারা দেশে সরকার লকডাউনের সিদ্ধান্ত প্রদান করেছেন। সরকারি ঘোষিত লকডাউনের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বিটিএমএ’র সদস্যভূক্ত টেক্সটাইল মিলগুলি লকডাউনের আওতা বর্হিভূত থাকবে। তবে টেক্সটাইল মিল পরিচালনার ক্ষেত্রে সরকার ঘোষিত সকল প্রকার স্বাস্থ্য বিধি (Health Protocol) কঠোরভাবে মেনে চলতে হবে। অন্যথায় এর ব্যতয়ের কারণে উদ্ভূত পরিস্থিতির দায়ভার বিটিএমএ বহন করবে না।
(মনসুর আহমেদ)
অতিরিক্ত পরিচালক
টেক্সটাইল মিলগুলি লকডাউনের আওতা বহির্ভূত থাকবে: ডাউনলোড