বৈধ মোবাইল ফোন হ্যান্ডসেট ক্রয় সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি।
মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD <space> ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে ১৬০০২ তে প্রেরণ করতে হবে [Example: KYD 123456789012345]
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন
আইইবি ভবন, রমনা, ঢাকা-১০০০
বাংলাদেশ
বৈধ মোবাইল ফোন হ্যান্ডসেট ক্রয় সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি
এতদ্বারা সকলকে মোবাইল ফোন হ্যান্ডসেট ক্রয়ের পূর্বে IMEI এর মাধ্যমে সেটটির বৈধতা যাচাই করে ক্রয় করা এবং বিক্রেতার নিকট হতে ক্রয় রসিদ গ্রহণপূর্বক তা সংরক্ষণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। মোবাইল হ্যান্ডসেট-এর বৈধতা যাচাই-এর পদ্ধতি নিম্নে প্রদান করা হলো।
মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD <space> ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে ১৬০০২ তে প্রেরণ করতে হবে [Example: KYD 123456789012345]
উল্লেখ্য যে, মোবাইলের বক্সে/ প্যাকেটে প্রিন্টেড স্টিকার হতে অথবা #06# ডায়াল করার মাধ্যমে তাৎক্ষনিকভাবে সংশ্লিষ্ট হ্যান্ডসেটের IMEI জানা যাবে।
নকল / ক্লোন IMEI সম্বলিত মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্কে সংযুক্তি হলে National Equipment Identity Register (NEIR)-এর মাধ্যমে নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করা হবে।
সুতরাং বৈধ মোবাইল ফোন হ্যান্ডসেট ক্রয়ের জন্য উপরোক্ত পদ্ধতি অনুসরণ করুন।
জনস্বার্থে বিজ্ঞপ্তি জারি করা হলো।
লে: কর্নেল মোহাম্মদ ফয়সল
পরিচালক
স্পেকট্রাম বিভাগ
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন
Pingback: BTRC Mobile Phone Registration Check মোবাইলের বৈধতা চেক পদ্ধতি - Technical Alamin