মেট্রোরেল ও বাস যাত্রীদের জন্য সুখবর: এখন অ্যাপেই মিলবে র্যাপিড পাস ও এমআরটি পাসের তথ্য
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় স্মার্ট কার্ড ব্যবহারকারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অফিশিয়াল মোবাইল অ্যাপ চালু করেছে ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি (DTCA)। এখন থেকে ‘র্যাপিড পাস’ (Rapid Pass) এবং ‘এমআরটি পাস’ (MRT Pass) ব্যবহারকারীরা তাদের হাতের মুঠোয় কার্ড ম্যানেজমেন্টের সব সুবিধা পাবেন।
এক অ্যাপেই সব সমাধান
নতুন এই অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা তাদের স্মার্টফোন ব্যবহার করেই কার্ডের বর্তমান ব্যালেন্স ও ট্রানজেকশন হিস্ট্রি দেখতে পারবেন। গুগল প্লে-স্টোরে “Rapid Pass” লিখে সার্চ করলেই অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে। সবচেয়ে বড় সুবিধা হলো, একটি অ্যাপেই র্যাপিড পাস এবং এমআরটি পাস—উভয় কার্ড যুক্ত করার ব্যবস্থা রাখা হয়েছে।
এনএফসি (NFC) প্রযুক্তিতে রিয়েল-টাইম ব্যালেন্স চেক
যেসব স্মার্টফোনে এনএফসি (Near Field Communication) প্রযুক্তি রয়েছে, সেই ফোনের পেছনে কার্ডটি স্পর্শ করলেই মুহূর্তের মধ্যে বর্তমান ব্যালেন্স স্ক্রিনে ভেসে উঠবে। এর ফলে স্টেশনে না গিয়েই যাত্রীরা ভ্রমণের আগে ব্যালেন্স সম্পর্কে নিশ্চিত হতে পারবেন।
রিচার্জ প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ সতর্কতা
অ্যাপের মাধ্যমে অনলাইনে ব্যালেন্স রিচার্জ করার সুবিধা থাকলেও, কার্ডটি একটি ‘অফলাইন স্মার্ট কার্ড’ হওয়ায় ব্যালেন্স ব্যবহারের জন্য একটি অতিরিক্ত ধাপ অনুসরণ করতে হবে:
অনলাইন পেমেন্ট: অ্যাপের মাধ্যমে কাঙ্ক্ষিত টাকা পেমেন্ট করার পর, সেই তথ্য কার্ডে যুক্ত (Write) করতে হবে।
এভিএম মেশিন (AVM Machine): পেমেন্ট সম্পন্ন করার পর যেকোনো মেট্রোরেল স্টেশনে থাকা ‘Add Value Machine’ বা AVM মেশিনে কার্ডটি একবার ট্যাপ করতে হবে। এতে অফলাইন ব্যালেন্স সিঙ্ক হয়ে কার্ডে টাকা যোগ হবে।
সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ ভাবনা
কার্ডটি অফলাইন মোডে কাজ করে বলে সরাসরি ফোনের অ্যাপে টাকা পেমেন্ট করলেই তা স্বয়ংক্রিয়ভাবে কার্ডে যুক্ত হয় না। এটি একটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড প্রটোকল, যা নিরাপত্তার খাতিরে বজায় রাখা হয়েছে। তবে অ্যাপটি চালু হওয়ার ফলে যাত্রীদের স্টেশনের কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ব্যালেন্স চেক করার ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনলাইনে কিভাবে রিচার্জ করা যাবে?
ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি (DTCA)-এর এই নতুন অ্যাপের মাধ্যমে অনলাইনে রিচার্জ করার প্রক্রিয়াটি বেশ সহজ। নিচে ধাপে ধাপে পদ্ধতিটি দেওয়া হলো:
অনলাইনে রিচার্জ করার ধাপসমূহ:
১. কার্ড রেজিস্ট্রেশন: প্রথমে গুগল প্লে-স্টোর থেকে ‘Rapid Pass’ অ্যাপটি ডাউনলোড করে আপনার মোবাইল নম্বর দিয়ে সাইন-আপ করুন এবং আপনার কার্ডটি অ্যাপে যুক্ত (Add) করুন।
২. রিচার্জ অপশন নির্বাচন: অ্যাপের হোম স্ক্রিনে থাকা ‘Card Recharge’ বা রিচার্জ আইকনে ক্লিক করুন।
৩. টাকার পরিমাণ: আপনি কত টাকা রিচার্জ করতে চান তা ইনপুট দিন।
৪. পেমেন্ট গেটওয়ে: এরপর আপনার সুবিধামতো মাধ্যম যেমন— বিকাশ, নগদ, রকেট কিংবা যেকোনো ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহার করে অনলাইনে টাকা পরিশোধ সম্পন্ন করুন।
রিচার্জের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ (ব্যালেন্স সিঙ্ক):
অনলাইনে পেমেন্ট করলেই সরাসরি কার্ডে টাকা যোগ হবে না, কারণ এটি একটি অফলাইন চিপ-ভিত্তিক কার্ড। ব্যালেন্সটি কার্ডে কার্যকর করতে নিচের কাজটি অবশ্যই করতে হবে:
AVM মেশিনে ট্যাপ করা: রিচার্জ সফল হওয়ার পর যেকোনো মেট্রোরেল স্টেশনে যান। সেখানে থাকা AVM (Add Value Machine) মেশিনে আপনার কার্ডটি একবার স্পর্শ বা ট্যাপ করুন।
এটি করার সাথে সাথেই অনলাইন থেকে আপনার রিচার্জ করা ব্যালেন্সটি কার্ডের মেমোরিতে ‘রাইট’ বা যুক্ত হয়ে যাবে।
সতর্কতা: আপনার ফোনে এনএফসি (NFC) থাকলেও বর্তমানে সিকিউরিটি প্রটোকলের কারণে ফোন দিয়ে কার্ডে সরাসরি টাকা ‘রাইট’ করা সম্ভব হয় না। তাই স্টেশনের এভিএম (AVM) মেশিন ব্যবহার করা বাধ্যতামূলক।

