শিক্ষার্থীদের নিকট থেকে অগ্রীম ফিস আদায় ২০২৩ । সর্বোচ্চ কত মাসের অগ্রিম ফি আদায় করা যাবে? - Technical Alamin

Kazançlı bahis deneyimi arayan herkes için Bettilt doğru seçimdir.

Canlı rulet oyunları, Bettilt bonus kodu stüdyolarında gerçek masalarda oynanır.

Modern tasarımı ve sade yapısıyla Bettilt kolay kullanım sağlar.

Yüksek oranlı maç kuponlarıyla kazanç fırsatı sunan Bettilt giris ilgi odağı.

Canlı destek hizmetiyle kullanıcı sorunlarını hızla çözen bahis siteleri profesyonel bir ekibe sahiptir.

Latest News

শিক্ষার্থীদের নিকট থেকে অগ্রীম ফিস আদায় ২০২৩ । সর্বোচ্চ কত মাসের অগ্রিম ফি আদায় করা যাবে?

স্কুলের শিক্ষার্থীদের নিকট হতে অগ্রিম বেতন গ্রহণ করা যাবে না- স্ব স্ব মাসেই ঐ মাসের বেতন গ্রহণ করতে হবে – শিক্ষার্থীদের নিকট থেকে অগ্রীম ফিস আদায় ২০২৩

ডিসেম্বর পর্যন্ত বেতন নেয়া যাবে? না। – ২০২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক/সমমানের সকল শ্রেণির বার্ষিক পরীক্ষা/মূল্যায়ন নভেম্বর মাসের মধ্যে সমাপ্ত করার নির্দেশনা প্রদান করা হয়েছে। এ অজুহাতে কতিপয় শিক্ষা প্রতিষ্ঠান হতে অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতনসহ অন্যান্য পাওনাদি শিক্ষার্থীদের নিকট থেকে একসঙ্গে অগ্রীম আদায়ের নোটিশ দেওয়া হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।

সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিকট হতে বেতনসহ অন্যান্য পাওনাদি স্ব স্ব মাসেই গ্রহণ করতে হবে। এক সঙ্গে একাধিক মাসের পাওনাদি অগ্রীম গ্রহণ করা যাবে না। অগ্রীম বেতন গ্রহণ করলে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন।

ঢাকা স্কুলের বেতন কেমন? ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে গিয়ে জানা গেল, প্রতিষ্ঠানটি প্রতি তিন মাস পরপর ফি আদায় করে। জানুয়ারি-মার্চে ফি আদায়ের তথ্য থেকে জানা যায়, চলতি বছর প্রথম শ্রেণিতে ভর্তির সময় একজন শিক্ষার্থীকে মোট ১ হাজার ৫০৮ টাকা দিতে হয়। এর মধ্যে ১ হাজার ১৫১ টাকা সেশন ফি। বাকি টাকার মধ্যে শিক্ষার্থীর বেতন ১২ টাকা (মাসে ৪ টাকা), কম্পিউটার ফি ৬০ টাকা, নিরাপত্তা ফি ৬০ টাকা ও টিফিন ফি ২২৫ টাকা (মাসে ৭৫ টাকা)। সেশন ফি বছরে একবারই নেওয়া হয়। এ কারণে এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসের মোট ফি কম। এই তিন মাসে প্রথম শ্রেণির একজন শিক্ষার্থীর মোট ফি (বেতন, কম্পিউটার, নিরাপত্তা ও টিফিন ফি) ৩৫৭ টাকা। অবশ্য শ্রেণিভেদে শিক্ষার্থী বেতন সামান্য কমবেশি আছে।

সরকারি স্কুলের শিক্ষকদের বেতন ।  নতুন সরকারি কলেজের বেতন অপেক্ষাকৃত কম হয়ে থাকে

প্রাইমারি স্কুলের শিক্ষক দের বেতন কত? সরকারী হাইস্কুলের শিক্ষকদের ১০ম গ্রেডের বেতন ভাতা ১৬ হাজার + ১ হাজার বাসা ভারা + ৫শ চিকিৎসা ভাতা, এবং স্কুল থেকে ১বা২হাজার করে পায়, ১১ গ্রেডের বেতন ভাতা ১২হাজার৫শ + ১হাজার + ৫শ এবং স্কুল থেকে ১ বা ২ হাজার করে প্রতি মাসে পায়।

Dshe.gov.bd

এমপিওভুক্ত কলেজের শিক্ষার্থীদের বেতন ২০২৩ । বেসরকারি স্কুলের বেতন কেমন?

  1. এমপিওভুক্ত মতিঝিল কলোনি উচ্চবিদ্যালয়ে প্রাক্‌-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। বিদ্যালয়ে মোট শিক্ষার্থী সাড়ে ছয় শর মতো।
  2. মোট শিক্ষক আছেন ৩৩ জন, এঁদের মধ্যে ১৮ জন এমপিওভুক্ত।
  3. এখানে প্রাক্‌-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মাসে বেতন ৪০০ টাকা, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৫০০ টাকা এবং নবম ও দশম শ্রেণিতে ৬০০ টাকা।
  4. ভর্তি ফিও শ্রেণিভেদে বেতনের মতো একই।
  5. আর বছরে সেশন ফি প্রাথমিক স্তরে আড়াই হাজার ও মাধ্যমিক স্তরে তিন হাজার টাকা। কোচিং-প্রাইভেটের জন্য আলাদা খরচ তো আছেই।

স্কুল শিক্ষকগণ মাসে কত টাকা বেতন পান?

বাংলাদেশের স্কুল শিক্ষকদের বেতন ভাতাদিও বৃদ্ধি করা হয়েছে। সরকারি অংশ এবং স্কুল অংশ ভোগ করে থাকে। বেশিরভাগ হাই স্কুলের শিক্ষকদের ১০ম গ্রেড এবং ১১ গ্রেড এ বেতন পেয়ে থাকে। শিক্ষকদের ১০ম গ্রেডের সর্বনিম্ন ১৬০০০ থেকে শুরু করে ৩৮ হাজার ৬৪০ টাকা পর্যন্ত হয় এবং ১১তম গ্রেডে চাকরি হলে তাহলে ঐ শিক্ষক বেতন পাবে ১২৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা এবং শিক্ষকরা বেতন এর সাথে অন্যান্য ভাতা টাকা পেয়ে থাকেন।

শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি 2023 । ১ম থেকে ৯ম শ্রেণীতে ভর্তি কার্যক্রম লটারির মাধ্যমেই হবেপ্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট । স্নাতক ও সমমান শিক্ষার্থীদের ভর্তি সহায়তা ১০ হাজার টাকা!Al arafah islami bank scholarship 2023 । শিক্ষার্থী প্রতি মাসিক ৩৫০০ টাকা শিক্ষা বৃত্তি পাওয়া যাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *